Monday, July 20, 2020

|| নাসের হোসেন-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||

|| আজকের সংখ্যা কবি নাসের হোসেন কে উৎসর্গ করা হোলো। আপনাকে শ্রদ্ধা জানালাম নাসের জ্যেঠু। ভালো থাকবেন। সুস্থ থাকবেন ||













নাসের হোসেন


মাথা_____

এ যে এক অদ্ভুত মানুষ, মাথায় গণেশ পাইনের
আঁকা পাথরের মতো স্ফটিকাকার পাগড়ি,কণ্ঠ থেকে
পায়ের নীচ পর্যন্ত রঙিন ছোপ- দেওয়া ঢোলা
পোশাক,দু- হাত দু- দিকে মেলে যেন- বা দুলে-দুলে
নাচছে,বাতাসের হিল্লোল তার সমগ্র পোশাকে
খেলা করছে, তার পশ্চাদপট ধূসর এবং অনন্তজ্ঞাপক, 
পায়ের সাদারঙের আঢাকা জুতো এক্ষুনি কোথাও  
চলে যাবার কথা বলছে,কিন্তু নাচ থামতে পারছে না।