Friday, August 6, 2021

আমন্ত্রিত সংখ্যা≈অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||








অলোক বিশ্বাস


মাছের বাজার 

বোতল ব্রহ্ম+মাইথোলজি+দূরে দুই মাসি+
ঝুড়িতে ঝুড়িতে বরফাচ্ছাদিত পাখি+
কাঁদতে কাঁদতে প্রজ্বলিত হয়ে ওঠা হাসি+
উলংগ পাগল সর্বপল্লি তাহারও আঁখি+
সংবাদপত্র টেনে গন্ধলিপ্ত রেকটাম ঘষছে×
পাশের গলিতে দরাদরি চলছে স্তন-যোনি+
কয়েকটি লিঙ্গের অস্ত্র সন্ত্রাসে ভাসছে 
মাইকে গাঁকগাঁক কোরে ওঠে শাস্ত্রীয় ধ্বনি+
অন্যদিকে ভগবানের পিন্ডি চটকাচ্ছে 
দুর্বিনীত ডাস্টবিন×দুর্বিনীত জুয়াখেলা×
হাহাহাহাহাহাহাহাহাহা×মন ভ্যাটকাচ্ছে
প্রতীকী মৃত্যু মিকগ্যাস+উল্টেচলা ঠ্যালা+
দম্পতি হেঁটে যাচ্ছে তুলে কোরোনার কাশি
পুনরায় ফ্যাসিস্টরা ক্ষমতায় এলো নাকি×
সবুজ ডিম্বাণু শুক্রাণু বাজারিত হচ্ছে বাসি
বুদ্ধিবাজ ডাকে, শবগুলো পতাকায় ঢাকি×


সবজি বাজার 

***দেখছি***শুনছি***লিখছি***আঁকছি
বাঁকানো পথে উল্টেছে আকাশ(হিহিহিহি)::
প্রিয় পুঁইলতা...প্রিয় খারকোল...হে প্রিয়***
????কোথায় অরহর পাতা, সজনে ফুল!!!
মিহিমিহি কোরে নারকোল শাঁস ছাঁচছি@@
আদা+কাচকলা উচ্ছে পটল বেগুনের গান
***না, কোনো সমস্যা নেই, তাহলে বা কেন
ডাকবে পুলিশ??? হে মাতব্বর হে প্রেতাত্মা,
কার সত্তার সত্য ব্যাপারে একথা, কুমড়োর
চাপে, কাঁঠালের চাপে অন্যান্য সবজি দ***
একপাল কুকুর হিসিগু কোরে বেড়াচ্ছে***
যথাযথ মাসি সবজিকে বলছে জিও জিও।
জমাদার সেও হিস্যা থেকে বাদ যাবে কেন।
মূলো+গাজর+বিট ব্যাগভর্তি নিলো দামড়া
কামরাঙা গল্প করছে:: আলুতে রিরিরিরি::
সাবধানে টানো বস্তা, খিস্তিও লিখে রাখছি

ফুলের বাজার 

গণেশায় নমঃ নামে ফুলেদের ট্রে সাজানো 
(রলাঁ বার্থের নাম লেখা) মনন পাপড়িতে !!
এডওয়ার্ড সাঈদ  ফুলের যে তোড়া বিক্রি
করছেন, ক্রেতারা সন্দেহ করছে তাকিয়ে?
***প্রান্তিক ফুলচাষী,  নাম সাবঅলটার্ন***
গঙ্গার দিব্যতা তার গায়ে কেন লাগছে না ?
+ঘুগনি বিক্রেতার সঙ্গে ফুলচাষীর বন্ধুত্ব+
++কিছু ক্রেতা যারা মুখ্যমন্ত্রীর পটানো++
তারা বলছে রলাঁ বার্থ, এডওয়ার্ড সাঈদ
চলে গেলে বিক্রিতে ঝড় উঠবে এমনিতে=
__তাঁদের কথা কেউ বুঝছে না জাঁকিয়ে__
এটাতো হবার নয়, কোথাও অঙ্কে ভুল হচ্ছে
বিক্রেতারা আরো কাউকে ডেকে দ্যাখাচ্ছে
+গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং হোমি কে.
ভাবা আছেন তাঁহাদের ভিতরে... জমেছে
পোস্ট-স্ট্রাকচারালিজম, ফুলেরা চমকালো


1 comment:

Debjani Basu said...

র্যাপ কবিতা সুর লাগালে গান হয়ে যাবে। ভোরটেক্স করা তিনটি কবিতার শরীর। আর অ্যাবস্ট্রাক্ট না হলে তার কবিতাই নয়।