মহান গায়ক মুহম্মদ রফি সাহেব সম্পর্কিত এক অজানা তথ্য....
পুষ্পিত মুখোপাধ্যায়
একবার এই উপমহাদেশের মহান গায়ক মুহম্মদ রফি সাহেব মৌলবিদের কথায় এমন এক সময় গান গাওয়া ছেড়ে দিয়েছিলেন যখন তিনি খ্যাতির শীর্ষে অবস্থান করছিলেন।
1971 সালের ঘটনা,যখন রফি সাহেব ও তাঁর মা হজ করে দেশে ফিরে আসেন। মৌলবিরা বলেন "হাজী হওয়ার পর গান গাওয়া চলে না। নাচ,গান ইসলাম ধর্ম মঞ্জুর করে না। এখন আর আপনার গান গাওয়া উচিত নয় "। তারপর রফি সাহেব ফিল্মে গান গাওয়া বন্ধ করে দিয়েছিলেন। বেশ কিছুদিন তিনি আর গান করেননি।
বিশিষ্ট সঙ্গীত পরিচালক নৌশাদ সাহেব ও আরো কিছু ব্যক্তির কথায় রফি সাহেব আবার গাওয়া শুরু করেন। নৌশাদ সাহেব বলেন "তুমি সততার সঙ্গে পেশা করছো,কারো মনে কষ্ট দিচ্ছো না। এটাও একটা উপাসনা। অনেক হলো,তুমি আবার গাওয়া শুরু করো"।
রফি সাহেবের পরিবারে রোজগারের আর কোনো মাধ্যম ছিলো না। যাইহোক,ঈশ্বরের অপার করুণা,উপমহাদেশের এই মহান গায়ক শীঘ্রই উপলব্ধি করেন ফিল্মে গান গাওয়া কোনো অপরাধ বা পাপ নয়।
রফি সাহেব সহজ,সরল মনের ও অতি ভদ্র মানুষ ছিলেন। মৌলবিদের কথায় হঠাৎ গান গাওয়া ছেড়ে দেওয়ায় চলচ্চিত্র জগতে হৈচৈ পড়ে যায়। ভারতীয় ফিল্ম সঙ্গীত জগতে এতো বড় ঘটনা সম্পর্কে অনেকেই জানেন না। যদিও কিছু লোক এটাকে গুজব বলেছিলেন,'কেউ কেউ বলেন "না এধরণের কোনো ঘটনাই ঘটেনি। "
কিন্তু রফি সাহেবের পুত্র শাহিদ রফি সাহেব এই ঘটনার কথা স্বীকার করেছেন।
মুহম্মদ রফি সাহেবের জন্ম...1924 সালে 24শে ডিসেম্বর। পাকিস্তানের কোটলা সুলতান সিং এ।
মৃত্যু.....1980সালে 31শে জুলাই। মুম্বাই।


No comments:
Post a Comment