নীলাব্জ চক্রবর্তী
একটা উন্মুখ দৃশ্য
বালিশ পুড়িয়ে ফেলছে
দূর
কিছু বুদ্বুদবিনিময়
রঙ হয়ে
পেনিট্রেট করছে ফলতঃ
ঊরু ও মসৃণতায় বিদ্ধ হতে হতে
এইভাবে
ভাষা ফেলে চলে গেছে কেউ
স্পাইরাল
একটা উন্মুখ দৃশ্য
রসস্থ
রুটিগাছের ভেতর ভেতর
একটা সকাল
দুপুরের বর্ণনা অবধি হেঁটে যাচ্ছে...সম্পর্ক
সম্পর্ক একটা রঙ
খুলে ফেলছে
যেভাবে কাগজ ঘষতে ঘষতে
আঙুলছাপ নগ্ন কবিতায়
গড়িয়ে
অনুরক্ত একেকটা শ্লোক
মুখ ফসকে
কার গাছজন্ম অবধি
বদলে
কার
ভাঙা সূচীপত্রের চামড়ায়
পরপর
বোতাম বসছে
একটা সহজ স্বপ্নের ভেতর
আলগা করা
মিষ্টি মিষ্টি গান ভালবাসছে ওইখানে...
ফ্রি-ফ্লোয়িং লজিক
বাফার ও সমঝোতা জানে
কাট বলতে বলতে
এই ধ্বনি
এই ঠোঁটের পাখি জিভের পাখি
অর্থাৎ
একটা ফ্রি-ফ্লোয়িং লজিক
কেমন
স্পেস খোঁজে
ভালবাসে ফ্রেম অফ রেফারেন্স
মাথার ভেতরে
কার জ্যান্ত উচ্চারণ
হাত থেকে
একটার পর একটা নিবিষ্ট ছায়া ফেলে দেয়
যে ভাষাটায়
রোলব্যাক করা
আলো
ভাঁজ খুলে নীল পড়ে থাকে...

No comments:
Post a Comment