Saturday, August 7, 2021

আমন্ত্রিত সংখ্যা≈অনুপ মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||








অনুপ মণ্ডল


মগ্নপথ 

শূন্যে মিলিয়ে গিয়ে না ফেরাটা প্রায় অভ্যেসে দাঁড়িয়ে গেছে
কী আশ্চর্য!গাছের একটা পাতা পর্যন্ত নড়ল না
চাঁদের আঠায়
ঝরেপড়া হাওয়ার পাপড়িগুলো জুড়ে জুড়ে
আমি একটা শূন্যযোগ শূন্যবাসা নির্মান করে চলেছি
যেখানে জলচাঁদ আমাকে জলছাপ ভেবে নিয়ে
ডুবে যাওয়া কঞ্চির ডগায় বসে  লাফাচ্ছে
দৃশ্যের অভ্যন্তরে ঘাই মারছে বাইফোকাল দেবদারু বন

যোনিপথই মগ্নপথ।আলপথে দাঁড়িয়ে
দূরবীন ছাড়াই মাতৃভূমির দেখা মেলে
মেঠোপথ;এঁকেবেঁকে মিলিয়ে যাচ্ছে দূর দিগন্তে
বারোআনাই ফকিরি তার
ঈগলের নিরীশ্বর নখর থেকে শামুকের জিভ খসে পড়ে
শুকিয়ে আসা মজাপুকুর;মোহনায় অনৈচ্ছিক কার্লভার্ট
আমি ঝেড়েঝুড়ে কানপেতে শুয়ে থাকি,শুনি জলের প্রলাপ


 ভাষ্য 

ছায়ার মাথায় পা দিয়ে দিয়ে দিব্যি তো হেঁটে গেলে তুমি
মুক্তি নেই;ছায়া আঁকড়ে ধরছে
বখতিয়ারের ঘোড়া ও তৎসম শব্দের সাঁকো
ঢোঁড়া সাপের বুকের তলায় শুয়ে
গান গাইলে তুমি আর আমরা দুঃস্বপ্ন দেখলাম

মালতীদের উঠোনের এক কোণে চারা গাছটায়
আকাশের গান জুরিদারহীন বাতাসের গান
মিহিন খরগোস ও নালিঘাসের অতিবাহিত তানে
জল মিশে গেল খণ্ডহর জলে,হেলে পড়ল ভাঙা মই

বলো,নিজস্ব কান্নাকে কীভাবে খুঁজে পাবো আমি
বলো কীভাবে আলিঙ্গন করে নেবো নিজস্ব ঘেন্নাকে
যে আকাশ অলক্ষ্যে বয়ে যায় প্রতিনিয়ত
ফিরে সে তো আসে না
আকাশচুম্বী বৃক্ষের বাকল বেয়ে
খিলখিলিয়ে নেমে আসে খালি নক্ষত্রবাসের তরল সোহাগ


চাঁদ ঢুলুঢুলু  

প্রার্থনাহীন যাপনচিত্র থেকে বহুদূর ঘন মাত্রিক বিকেলের
অস্ফুট এক চায়ের ক্রন্দন
বিতর্কের মরুভূমি

পাশার দান সাজিয়ে বসে আছে কেউ কেউ
আমরা কেউ হারছিনা-তবু খেলা চালু রাখা হয়েছে
আমরা কেউ জিতছি না
তবু খেলা খেলাকে অতিক্রম করে বয়ে যাচ্ছে
খেলা চলছে হিপ্পোক্রিনিক এবং হিসেব বহির্ভূতভাবে

গত ২৪ ঘন্টায় পৃথিবীতে কত গ্যালন বৃষ্টিপাত হলো?
কত শতাংশ ভেজালো বালিয়ারি আর 
কত শতাংশ
শুধুমাত্র ঝড়ের খেয়ায় অবিমিশ্র বিনোদন
বিনোদন প্রশ্নে বিসমিল্লা খান
শেষরাতে সানাই বন্ধ ।আবহাওয়ার পূর্বাভাস ছাড়াই
চাঁদ ঢুলুঢুলু
চুপিচুপি মরুভূমি পার হয়ে গেল একটা অনাবৃত জিরাফ

1 comment:

Debjani Basu said...

রাত্রে সানাই বন্ধ নাই বন্ধ নয়।
সব কবিতাগুলো বেশ রসালো।