রণজিৎ পাণ্ডে
ইশারা
সারা শরীরে ব্যথা জড়িয়ে পড়ে রয়েছি
পেটে তরল পদার্থ বেশি পড়লে
হালকা নীল রঙটা আমার বেশ ভালো লাগে
কিন্তু আজ বাঁচার দিশা খুঁজতে গিয়ে
কান কাটা মন্ত্রীর জন্ম তারিখটা উজ্জ্বল হচ্ছে মগজে
এবং সেন্টিমেন্টকে বন্ধক রাখলে
আদর্শ মনে হচ্ছে কাটা হাত খগেনের হাত
উল্টো দিকে সংস্কৃতির ভাঙা কার্নিসে মশলা লাগানোর জন্যও কাউকে খুঁজে চলেছি
আর এক প্যাক মারতেই
নীল রঙের পাখিটা আমার বিছানায় এসে বসল
এবার আমি নিজের শরীর নিয়ে কী করব যখন বুঝে উঠতে পারছি না
দেখলাম -
ধুসর আকাশের দিকে উঁচিয়ে থাকা একটি গাছ
ইশারায় মাথা নাড়ছে অবিরত
সারা শরীরে ব্যথা জড়িয়ে পড়ে রয়েছি
পেটে তরল পদার্থ বেশি পড়লে
হালকা নীল রঙটা আমার বেশ ভালো লাগে
কিন্তু আজ বাঁচার দিশা খুঁজতে গিয়ে
কান কাটা মন্ত্রীর জন্ম তারিখটা উজ্জ্বল হচ্ছে মগজে
এবং সেন্টিমেন্টকে বন্ধক রাখলে
আদর্শ মনে হচ্ছে কাটা হাত খগেনের হাত
উল্টো দিকে সংস্কৃতির ভাঙা কার্নিসে মশলা লাগানোর জন্যও কাউকে খুঁজে চলেছি
আর এক প্যাক মারতেই
নীল রঙের পাখিটা আমার বিছানায় এসে বসল
এবার আমি নিজের শরীর নিয়ে কী করব যখন বুঝে উঠতে পারছি না
দেখলাম -
ধুসর আকাশের দিকে উঁচিয়ে থাকা একটি গাছ
ইশারায় মাথা নাড়ছে অবিরত
লাগাম
প্রতিটি মুহূর্তের জন্যই সজাগ রয়েছি
তবুও স্রোতের বিরুদ্ধে চলা বেশ কঠিন
ভালভাবে লক্ষ্য করছি যে-
যারা যারা মানের গোড়ায় ছাই ফেলেছে
তারাই গেনার
তাতে অদ্ভুত একটি স্বপ্ন আমাকেও তাড়া করছে
যেখানে পায়া কাঁপানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি
যতক্ষণ না অন্য কেউ তার পায়ের জুতোটা খুলে নিচ্ছে
আপনি একটি সিঁড়িও অতিক্রম করতে পারবেন না
আর যে লাগাম ধরে ছুটে চলেছন
বাঁচার জন্য সেটারও কোনো প্রয়োজন নেই
প্রতিটি মুহূর্তের জন্যই সজাগ রয়েছি
তবুও স্রোতের বিরুদ্ধে চলা বেশ কঠিন
ভালভাবে লক্ষ্য করছি যে-
যারা যারা মানের গোড়ায় ছাই ফেলেছে
তাতে অদ্ভুত একটি স্বপ্ন আমাকেও তাড়া করছে
যেখানে পায়া কাঁপানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি
যতক্ষণ না অন্য কেউ তার পায়ের জুতোটা খুলে নিচ্ছে
আপনি একটি সিঁড়িও অতিক্রম করতে পারবেন না
আর যে লাগাম ধরে ছুটে চলেছন
বাঁচার জন্য সেটারও কোনো প্রয়োজন নেই
বেদখল
আমার যতটা বিশ্বাস ছিল
তার চেয়ে আরও অধিক চাইছিলাম তোমাকে
মাথার মধ্যে যে প্রশ্নটি কামড়াচ্ছিল
তার দাগ খুঁজছিলাম স্তরে স্তরে
রাজনীতি কথাটির অর্থ রাজার নীতি নাকি নীতির রাজা
খুঁজতে খুঁজতে দেখলাম
ঔষধ এবং চিকিৎসাশাস্ত্র বেশ উন্নত হচ্ছে
ফলে আগুনে আগুনে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ
বিক্ষোভে জ্বলছে ঘর -বাড়ি - ট্রেন-বাস
বেদখল হচ্ছে নিরাপদের জায়গা
একি ধর্মের লড়াই নাকি গণতন্ত্রের?
দরকারি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে ক্রমশ
আমি ম্যাজিক চশমায় উৎকৃষ্ট যা কিছু নিজের দেখছিলাম
তাই লুঠেরাদের কোনো জাতপাত খুঁজতে চাইনি
তবুও ভেতরের দরজাগুলো আটকে যাচ্ছে বার বার
কারণ
ধ্বংস কখনও আন্দোলন হতে পারে না
আমার যতটা বিশ্বাস ছিল
তার চেয়ে আরও অধিক চাইছিলাম তোমাকে
মাথার মধ্যে যে প্রশ্নটি কামড়াচ্ছিল
তার দাগ খুঁজছিলাম স্তরে স্তরে
রাজনীতি কথাটির অর্থ রাজার নীতি নাকি নীতির রাজা
খুঁজতে খুঁজতে দেখলাম
ঔষধ এবং চিকিৎসাশাস্ত্র বেশ উন্নত হচ্ছে
ফলে আগুনে আগুনে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ
বিক্ষোভে জ্বলছে ঘর -বাড়ি - ট্রেন-বাস
বেদখল হচ্ছে নিরাপদের জায়গা
একি ধর্মের লড়াই নাকি গণতন্ত্রের?
দরকারি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে ক্রমশ
আমি ম্যাজিক চশমায় উৎকৃষ্ট যা কিছু নিজের দেখছিলাম
তাই লুঠেরাদের কোনো জাতপাত খুঁজতে চাইনি
তবুও ভেতরের দরজাগুলো আটকে যাচ্ছে বার বার
কারণ
ধ্বংস কখনও আন্দোলন হতে পারে না

No comments:
Post a Comment