Wednesday, December 25, 2019

কবিতা ভাবনা-মোস্তফা মঈন













পান করি আলোর মধু               মোস্তফা মঈন

জীবনের কোন ব্রাহ্মবেলায় বেরিয়ে পড়েছিলাম।
ভেতরে ছিল একটা মুনিয়া পাখি। তার স্বর, তার প্রাকৃতিক স্বভাব, তার ঠোঁট মেলে ধরা হাসি, জীবনের অধিবিদ্যা বিষয়ক গান, আমি শোনেই যাচ্ছিলাম। দিন শেষ হয়ে রাত গভীরে যাচ্ছিল, অঙ্গে জেগে উঠছিল ব্যথা, বেজে উঠছিল দেহের তার, আমার হাড় মাংস কেঁপে উঠছিল ঝাউবন।

একটা একটা করে কুড়িয়ে নিচ্ছিলাম জীবনের জগদ্দল পাথর। কুড়িয়ে নিচ্ছিলাম আমার ছেলেবেলা...। আমি পাথর কুড়ানো ছেলে। "মাটি থেকে পাতা ও পাথরখণ্ড উড়িয়ে দিই। পাতাটা শূন্যে গড়াগড়ি যায়। অন্ধকার বেয়ে চুইয়ে পড়ে ফোঁটা ফোঁটা আলোর মধু। আমি মধুর স্তনে ঠোঁট চেপে পাখি হয়ে পাখা ঝাপটাই।" --গন্ধকুমারী ও পাপচিহ্ন / মোস্তফা মঈন

একটা একটা করে ফোঁটা জমে জমে জীবনের মৌচাক। আমি ভনভন করে উড়ে বেড়াই। আমার প্রকৃতি, আমার দশ দিগন্ত, আমার ত্রিলোকে আলো পান করা।

আমি পাথরে সূর্য ফোটাই

পাথরবাড়িতে ঢুকে পড়া আমার শব্দ। জীবন থেকে এ শব্দ আমি পেয়েছিলাম। পাথরের মুক্তি চাই। পাথরেরও ভাষা চাই। ভাষাই মুক্তির পথ। আমাদের এ ভাষার নাম কবিতা।

আমি বয়ে বেড়াচ্ছি সেই কবিতার ভ্রূণ।  জন্ম দেয়া আর হয়ে ওঠা ছাড়া আমার মুক্তি নেই। সেই ভ্রূণ, সেই শব্দ আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে। বারবার ভেতর থেকে বলে উঠছে, কবি তোমার শব্দ চাবুক চালাও....

No comments: