Wednesday, December 25, 2019

গুচ্ছ কবিতা-রোশনি ইসলাম














গুচ্ছ কবিতা-রোশনি ইসলাম
বাঁধনছিন্ন 

লাল-নীল  ছাতার নীচে শৈশব
হেঁটে যাচ্ছে। ছুঁয়ে দেখছি।
খেজুরগাছ  অক্ষর মালায় সেজে
উঠছে। শীতের ভাপা পিঠের গন্ধ।
কোনো  ব্যারিকেড  নেই।
বাঁধনছিন্ন  উড়ে যাচ্ছি সেই
রূপকথার  দেশে।

মনে পড়ে

চুপচাপ কিছুক্ষণ
ঝড়ের গতিতে ট্যাক্সি
সিঁড়ি বারান্দা ছাদ
লাল হলুদ সাদা গোলাপ
পতঙ্গ উড়ছে
কিছু কৌতুক অনুষঙ্গ
মনেপড়ে

আলোড়ন

স্কাইপ-এভিডিওচ্যাটে 
বন্ধুর সরসকথা
হালকা বাতাসে পেঁজা-তুলো
গ্রীষ্ম বর্ষা শরৎহেমন্ত শীত বসন্ত
ঋতু-পরিবর্তন
ফুলফল পাতায় আলোড়ন

পর্দা দুলে উঠছে বাতাসে ----

পাখি

প্রতিবাদ  হয়েছিল গভীর  অন্ধকারে
রাতে। হেঁটে পৌঁছে গেছি  সেই
পাহাড় ঘন  জঙ্গল।শুকনো  ক্ষতে
সমস্ত আক্রোশ মিলিয়ে গেছে ধীরে ধীরে।
সবুজ ডানার পাখি উড়ে যাচ্ছে,
ঝরে পড়ছে কিছু পালক উজ্জ্বল আরও  উজ্জ্বল

 বসন্ত বাতাস

সেই ব্রিজের নীচে রাস্তায় অসংখ্য
মানুষের জটলা।ক্লান্তিহীন 
ছুটে যাচ্ছি, বসন্ত বাতাস বয়ে যাচ্ছে।
ধোঁয়া বিজ্ঞাপন  ঘূর্ণিঝড়  আলোর ঝলকানি  ----
শিফন-শাড়ির উজ্জ্বল  চমক তরুণীটির
ফিরে চাওয়া তরুণটির দিকে।

 মিশে  যাই

জলপ্রপাতের  জল অজানা শিহরন  নিয়ে
ভেসে যেতে থাকি। বরফ গলেগলে
জল।এই উপত্যকা সবুজ বন্যায়
রবীন্দ্রগান  সম্বল। আশায় আশায়
অবিশ্রাম প্রহরী  হয়ে আবর্তিত বার-বার।
খন্ডিত  বেদনা হারিয়ে আনন্দধারায়  মিশে যাই।



2 comments:

Manusher katha said...

সমৃদ্ধ ভাবনাজাত প্রত্যেকটি লেখা । কবির কলমকে সম্মান জানাই

Kabir Hossain said...

খুব সুন্দর লেখাগুলো৷