Wednesday, December 25, 2019

সম্পাদকীয় নয়-কার্তিক ঢক্














সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন নিয়ে আমার কিছু উপলব্ধি     
কার্তিক ঢক্  

"সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন" যার সম্পাদক, বন্ধু অভিজিৎ দাসকর্মকার। এই ওয়েবজিনের জন্মলগ্ন থেকেই আমি আছি। আছি বললে সঠিক বলা হবে না। ওতোপ্রোতো ভাবেই জড়িয়ে আছি।ওয়েবজিনের বিভিন্ন পরিকল্পনার আলোচনাতে থেকেছি। লিখছিও প্রথম সংখ্যা থেকেই। ব্ল্যাকহোল সব সময়ই আবেদন রাখে নতুন আঙ্গিকের লেখা, নতুন শব্দ চয়নের লেখা, কবিতাকে ভাঙার কথা, গতানুগতিক ধারার বাইরে বেরিয়ে লেখাকে।
যার ফলস্বরূপ এখানে অনেক বলিষ্ঠ মুখ আমরা সবসময়ই পেয়ে আসছি এবং সমৃদ্ধ হয়ে আসছি, যা আজ ১টি সম্পুর্ণ স্বতন্ত্র  ওয়েবজিনের জায়গা করে নিয়েছে অনলাইন মিডিয়ায়।প্রায় এক বছর হোতে চললো তার পথ চলা। আজ প্রকাশিত হলো তার ৪৪-তম প্রয়াস। অনেক প্রতিকূলতা তো ছিলোই, তবুও থেমে থাকেনি ব্ল্যাকহোলের প্রয়াস।
অনেক ধন্যবাদ সম্পাদক এবং বন্ধু অভিজিৎকে। ধন্যবাদ তাদেরকেও যারা তাদের মুল্যবান লেখা দিয়ে ওয়েবজিনের মান উন্নয়ন করে চলেছেন।
আমরা সকলেই জানি অভিজিৎ সবসময়ই উচ্চারণ করে এই প্রয়াস শুধু তার একার নয়।আমার সহ যারা লিখে চলেছেন তাদেরও এমনকি যারা এখনো লিখবেন বলে ভাবছেন তাদেরও...

এভাবেই এগিয়ে চলুক সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের প্রয়াস  নিজস্ব ছন্দে।
সকলে ভালো থাকুন। লেখায় থাকুন।

No comments: