Wednesday, December 25, 2019

কবিতা- রোনক ব্যানার্জী

মরুদ্যান  রোনক ব্যানার্জী
প্রস্তুতির আগ্নেয়গিরি স্তব্ধ,

একটি ঝলসানো থোবড়া শাস্ত্রপাঠে মগ্ন;
রাক্ষসগণের জাতক ছায়াপথ ধরে বেকসুর খালাস
রাশিপুঞ্জের  সহজাত প্রবৃত্তি কেমন, স্কেলার নাকি ভেক্টর?

অভিজ্ঞতার মাফলার জড়িয়ে একটি পিঁপড়ে মর্নিংওয়াকে বেরিয়েছে,
সঙ্গে রয়েছে সুস্বাদু কূটনৈতিক বিস্কুট,
বিজ্ঞজনের কেশে আজ ক্লেশের মুকুট;
ভিক্ষার থালা পাশার ছক,এক একটি ভিক্ষুক,ছকের পিলার।

মসনদে মুখোশের প্রদর্শনী চলছে,
চড়া দামে বিক্রি হচ্ছে হরিণের মুখোশ, অবোলা শাসক;
মূলস্রোত থেকে দুপাশে বেড়েছে কাঁটাতারের দ্রাঘিমা
স্রষ্টার ম্যাজিক,গ্ৰান্ড ক্যানেলের ওপর ভেনিসের রিয়ালটো।

সিংহাসন ও মুকুটের পালক একটি উষ্ণ প্রস্রবণ
রাজা হলো ভূকেন্দ্র, জনতার ক্রমবর্ধমান দাবির ত্বরণ শূন্য
শতবার ব্যর্থ, অবিচল মাকড়সার জাল বুননের গল্প,
মরুপথে পিপাসু পর্যটকের মরুদ্যানের নয়নাভিরামের মতো অবিকল।

No comments: