সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
বাপন চক্রবর্তী-এর কবিতা
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
বাপন চক্রবর্তী-এর কবিতা
স্বার্থ
কীভাবে ফুরিয়ে গেল স্বার্থ,
সেকথা বুঝিনি আজও।
রিক্সাদুপুরের পথে এইসব ভাবনা লেখা হয়...
লেখা হয়
শরীর ফুরিয়ে আসা বসন্তের ডাকও...
ছায়াবসন্তের পথে হননপ্রহর।
এবং দুপুরগুলি অপরাহ্ণহীন।
দেখি এবছর ডিসেম্বর মাছের ঝোলের মত রৌদ্রময়
ফুরিয়ে এসেছে স্বার্থ। এখন বিকেল।
গেরস্থালি এলোমেলো সন্ধের নেওরে...
মাছ
মেঘের ত্বকে ঠোঁট ছোঁয়াতেই
অস্পষ্ট আর্তনাদ ফুটে উঠেছিল...
এখনও দুপুরবেলা।
আত্মসমর্পনের অনেক ভিতরে
বিকেল তৈরি হচ্ছে ধীরে।
আজও স্তব্ধতার বাইরে একফালি বারান্দা।
বারান্দার হাওয়ায় দুলছে
অগোছালো আর্দ্রতা...
মধ্যরাতে আরও বাইরে
মাথা নিচু করে থাকে বৃষ্টিরাত।
এখনও বৃষ্টি হচ্ছে...
অন্ধকার ঘাঁটতে ঘাঁটতে
বাড়ি ফেরার সময়
সারা আকাশে সেই অতীতের গন্ধ
বিছানা বালিশে ভিজে কুয়াশার মাছ…
হত্যাপর্ব
বিকেলের হত্যাপর্বে পেনড্রাইভের ক্লান্তি হল।
ঘুম শেষ হওয়ার আগেই, কে যেন অনেক দূরে
বৃষ্টি হয়ে হাওয়ায় হাওয়ায় ঝরে গেল...
পথের পেন্সিল থেকে ছায়াটুকু নিয়ে
রহস্য গল্পের দিকে একা হেঁটে যাওয়ার রোদ্দুরে
জড়িয়ে ধরেছি ওকে শীতঘুম দিয়ে...
বীজ
বর্ষাদিন,
তোমাকে দিলাম বৃষ্টিবীজ,
জীবনের শস্যের ভিতর বেড়ে ওঠো।
জলের আত্মায় মিশে যন্ত্রণার মত
এবার কি তুমি কাঁদবে?

4 comments:
ভীষণ সুন্দর। খুব ভালো লাগল। শুধু একটা কথা কবি...'ক্লান্তি হল' আগে শুনিনি।'ক্লান্তি এল' বা 'ক্লান্ত হল' বহুশ্রুত। এটা কি ইচ্ছাকৃত প্রয়োগ?
খুব খুব ভাল লেখা বাপন। অনেকদিন বাদে তোর কবিতা পড়লাম। ভাল থাকিস।
খুব ভালো লাগলো
সুন্দর শব্দ চয়নএবং থিম ভালো । শেষ কবিতা শেষ দুটো লাইন খুবই সুন্দর ।
Post a Comment