সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
রথীন বন্দোপাধ্যায়-এর কবিতা
১।
পূর্বদিকের জানলা দিয়ে প্রথম সূর্যের আলো পড়ে তোমার মুখের সবচেয়ে নরম অংশে যেখান থেকে শুরু হয়েছিল আমাদের joint venture এবং ক্রমশ আরও নরম হয়ে ওঠা সীমাহীন সবুজ মাঠ উজ্জ্বলতম প্রথম ভোরের নরম রোদের প্রশ্রয়ে পাঁচ সাত খাট বালিশ কার্লন এসমস্তকিছুর সমষ্টি যাকে আমরা বিছানা বলি সে কিছুতেই আর বলতে চায় না ভোর হল দোর খোল খুকুমণি ঘুম ঘুম চোখে শুধু লিখে যায় ভুলভাল নামতা
২।
এখানে ক্লান্ত শরীর
এখানে শরীরের সাথে শরীর
মন ডুবে যায় ঘুমের গভীরে
ক্লান্তির ভিতরে সান্ত্বনা পায় শিরা ও ধমনী
তুমুল রক্তস্রোত বিছানো শুধুমাত্র তুমি আমি আর তুমি
৩।
স্বপ্নে একটা বিছানা দেখেছিলাম।
বিছানায় শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম।
বিছানার এক পাশে একখানা স্বপ্ন শুয়েছিল।
তাকে প্রশ্ন করেছিলাম, কে আমার----
স্বপ্ন বলেছিল, নেমকহারাম,
তার সুরে সুর মিলিয়ে সেদিন বিছানাও বলেছিল, অকৃতজ্ঞ কোথাকার,
৪।
অন্ধকার। তবুও এক নগ্ন আলো
নগ্নতা। অন্ধকারেও দৃশ্যমান
দৃশ্য ১ : শরীর শরীর
দৃশ্য ২ : কুসুম
তোমার মন----
সমুদ্রফেন কার্লন। বিশ্বযুদ্ধ শেষ
অতঃপর ফ্যাসিবিরোধী আন্দোলন
ডুবছে ডুবছে গাঢ় নীল ঘুমের অতল
বিছানায়
দৃশ্যের ভিতরে দৃশ্য জন্মায়
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
রথীন বন্দোপাধ্যায়-এর কবিতা
বিছানা
১।
পূর্বদিকের জানলা দিয়ে প্রথম সূর্যের আলো পড়ে তোমার মুখের সবচেয়ে নরম অংশে যেখান থেকে শুরু হয়েছিল আমাদের joint venture এবং ক্রমশ আরও নরম হয়ে ওঠা সীমাহীন সবুজ মাঠ উজ্জ্বলতম প্রথম ভোরের নরম রোদের প্রশ্রয়ে পাঁচ সাত খাট বালিশ কার্লন এসমস্তকিছুর সমষ্টি যাকে আমরা বিছানা বলি সে কিছুতেই আর বলতে চায় না ভোর হল দোর খোল খুকুমণি ঘুম ঘুম চোখে শুধু লিখে যায় ভুলভাল নামতা
২।
এখানে ক্লান্ত শরীর
এখানে শরীরের সাথে শরীর
মন ডুবে যায় ঘুমের গভীরে
ক্লান্তির ভিতরে সান্ত্বনা পায় শিরা ও ধমনী
তুমুল রক্তস্রোত বিছানো শুধুমাত্র তুমি আমি আর তুমি
৩।
স্বপ্নে একটা বিছানা দেখেছিলাম।
বিছানায় শুয়ে একটা স্বপ্ন দেখেছিলাম।
বিছানার এক পাশে একখানা স্বপ্ন শুয়েছিল।
তাকে প্রশ্ন করেছিলাম, কে আমার----
স্বপ্ন বলেছিল, নেমকহারাম,
তার সুরে সুর মিলিয়ে সেদিন বিছানাও বলেছিল, অকৃতজ্ঞ কোথাকার,
৪।
অন্ধকার। তবুও এক নগ্ন আলো
নগ্নতা। অন্ধকারেও দৃশ্যমান
দৃশ্য ১ : শরীর শরীর
দৃশ্য ২ : কুসুম
তোমার মন----
সমুদ্রফেন কার্লন। বিশ্বযুদ্ধ শেষ
অতঃপর ফ্যাসিবিরোধী আন্দোলন
ডুবছে ডুবছে গাঢ় নীল ঘুমের অতল
বিছানায়
দৃশ্যের ভিতরে দৃশ্য জন্মায়

2 comments:
খুবসুন্দর
সব কৃতিত্ব ভুবনডাঙার, আমি সামান্য।
ভালোবাস, অভিজিৎ।
Post a Comment