Saturday, June 20, 2020

উদিত শর্মা-এর কবিতা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                           উদিত শর্মা-এর কবিতা

দমকা বাতাস

কাটা কুমড়োর হলুদ থেকে বেরিয়ে আসা
সংসারের প্রথম রোদ
খোঁপার কসরত পেরিয়ে যায়
অয়েল ফ্রি এক্সাইড মোড়। 

কিছু কিছু ফ্রিজ শটে তুলে রাখা
যৌন-স্থাপত্য- প্রতিভা
কিংবা ফুচকা ফুটেজ। 

বাকিসব --
গ্রীবায় ঝোলানো সেমিকোলন সন্ধ্যা 
আলজিভে আটকে থাকা দমকা বাতাস। 

                   
গোপন চুম্বন

স্লোগানগুলো এখনও ফিসফিস করে ওই বড়রাস্তার পাঁচিলের অভ্যন্তরে 
বিপ্লবের জটিলতায় পাক খেতে থাকা সরোবর 
নীৎসের ঈশ্বরহীন আধুনিকত্ব আঁকড়ে
সেই ঘুরেফিরে ফ্যাসিবাদ -

অতএব মহাজীবন একাকী হেঁটে চললেন
নির্জন, নিস্তব্ধ, অভিশপ্ত মৃত্যু উপত্যকায় 
যন্ত্রণা শুনতে পায় শূন্যের প্রতিধ্বনি 
খসে পড়ছে জলছাদ এবং ছাদের পান্ডুলিপি 
ওখানে সত্যের পাহাড়ে বসে বাঁশি বাজাচ্ছেন
এডলফ হিটলার। 
মানবতার মঞ্চ থেকে সভ্যতার শিরস্ত্রান 
নামিয়ে রাখছেন স্ট্যাচু অব লিবার্টি 

আমাদের গোপন চুম্বনগুলো এখন
আর আতশ কাচের গসিপে বসে নেই। 
                   

এইটুকু শব্দের উড়ান থাক


ক্রুশবিদ্ধ যীশু নেমে এলেন
প্রায়ান্ধকার ঘরে বসে ছিলো সে মৃতপ্রায় 
ভারাক্রান্ত জানলাটিও
চোয়ালের হাড় আটকে রয়েছে গ্রীলের ফাঁকে
কষ বেয়ে নেমে আসছে রক্তের দানা

রোদ্দুর বেয়ে নেমে আসছেন যীশু 
বেগুনি ঢেউয়ের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে সে
একটা সোনালি বর্গক্ষেত্রের দিকে - মনে হয়
ওটা সমাধিক্ষেত্রই হবে। ঐশ্বর্যময়। 

উড়ে যাচ্ছে কাব্যময় পৃথিবী 
মরে যাচ্ছে প্রেম, শিল্পের প্রথম প্রতিনিধি। 
চলে যাচ্ছেন ঈশ্বর স্বপ্নের-মুকুট পড়ে
পুনর্জন্মের দিকে... 

এসময়ে সবাই ঝড় সামলতে ব্যস্ত 
আমি দেখতে পারছিনা কোনো কথা ও বিপ্লব 

আজ শুধু এইটুকু শব্দের উড়ান থাক। 

                     
সেতু-কবি

প্রতিটি কবিতার নিজস্ব কিছু ওজন আছে
তার একক এবং মান নির্ভর করে
পাঠক কিংবা সম্পাদকের উচ্চতার উপর
এই উচ্চতা ও ওজনের পারস্পরিক বিনিময় 
থেকে কিছু গোল গোল অথবা চৌকো জাতীয় 
শনিবারের আড্ডা উঠে আসবে। 
গনগনে ছন্দের দোলন অথবা
মেঠো ভালোবাসায় কেউ কেউ 
বাঁ দিকে এসে দাঁড়াতে পারে 
নয়তো অন্যভাবে ঝালরের নীচে কোনো
কিশোরী-মাইক্রোওয়েভ
ভোরের যাত্রাপথে 
সেতু-কবি ।

No comments: