সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
সৌমিত্র রায়-এর কবিতা

১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
সৌমিত্র রায়-এর কবিতা

আটপৌরে কবিতায় চীন
সভ্যতায়~ চীনের~ প্রভাব~
|| সস্তায়~
ভূমণ্ডলের~ শ্রেষ্ঠত্ব | সংকট~ অস্তিত্বের...
রাত ৯টা০৩ ; ১৯-০৬-২০২০; মেদিনীপুর
শব্দব্রাউজ || দরজার পর্দাটা দুলছে
মেদিনীপুর ; ১৯-০৬-২০২০ ; রাত ৯টা০৭ || অফিস থেকে ফিরলাম | দৈনিক প্রকাশ | জরুরি ফোনালাপ সেরে স্নান | এখন শব্দে শব্দে শব্দব্রাউজে...
শব্দসূত্র: চোখে চোখ রেখে কথা
চোখে ধরা দেওয়া মুহূর্মুহূ মুহূর্তদের গভীরতা মাপছে চোখের ভেতরকার চোখ; কথাটা লিখতেই হেসে উঠলো এণ্ড্রয়েডের আলো; সেই দৃষ্টিমাপক শক্তির দিকে তাকিয়ে আছে মাছবাক্সের রঙিন মাছগুলি; আমি তাকিয়ে আছি টিভির সংবাদচ্যানেলের দূষিত দৃশ্যের বিনোদনে; ভেতরকার চোখ, তুমি কি দেখলে, হাত নেড়ে ডেকে উঠলো ব্যালকনির শূন্যতা, দেখলে? কবি নিজের নির্বাচনে দেখে চলেছে একের পর এক লিপিবদ্ধ শব্দের গভীরে থাকা শব্দের গভীরতর দৃশ্যস্রোত, অলীক ঢেউয়ের জন্মমৃত্যু...
চোখ তার ঢাকনার প্রতি কৃতজ্ঞতায় রচনা করে চলে স্বআবিস্কৃত ঘটনাবলি ; মাছেদের একটির চোখে চোখ পড়তেই লেজের ঝাপটে উত্তাল হয়ে উঠলো মাঝঘরের বদ্ধ সমূদ্র; শান্ত, গতিহীন মেনে নেওয়া মানিয়ে নেওয়া এই সমূদ্রে কীভাবে সভ্যতার দৃষ্টি পড়ে গেল; রঙিন পাথরগুলি বলছে 'না তাকানোই ভালো, সমূদ্র উত্তাল হয় মানুষ ভুলভাবে তাকালে', আমি জানি পাথরের এই জীবনদর্শন ভুল...
রেখে দেওয়া কাজ; এইসব চাউনির ভেতর ঢুকে পড়ছে অনর্গল; মোট পাঁচটি কবিতা লেখার কাজ বাকি আছে; চারটি যাবে ওয়েবজিনে গুচ্ছকবিতায়; দ্বিতীয় কবিতাটির স্বনির্মাণকালে কিচেন থেকে আসা রান্নার গন্ধ সিলিং ফ্যানের হাওয়ায় ছিন্নভিন্ন; দরজার পর্দাটা দুলছে; চোখ উঠতে পারছে না কবিতার শব্দস্বাদের রান্নাবান্না ছেড়ে; নানান রকম পদ; রেখে দেওয়া কাজ তোমাকে মগ্ন রেখেছে অনন্য এক আনন্দে...
কথারা ঠোঁটের সীমা না পেরোতে পারলে গোল পাকায় কথাদের ভেতরকার কথায়; এই কবিতাটি শোনালো ডেকে ওঠা কলিংবেল; প্রতিবেশী বন্ধুর কিছু কথা আছে; তার চোখের দিকে তাকাতেই হেসে উঠলো সে; কবির ব্যস্ততাটি বুঝে নিতে দেরী হয়নি তার ভেতরকার চোখের; আমার কবিতার লিপিবদ্ধ মুহূর্তরা সমস্বরে বলে উঠলো শুধুই উপরে উপরে নয় সৃষ্টির সবকিছু ভেতরে ভেতরেও গভীর থেকে গভীরতমভাবে সম্পর্কিত;
শব্দ'১ || হারা বৈ, জেতা কৈ? (১~শব্দের কবিতা)
বৈ#ঠক
চ্যাটমোড ৷ দূরত্ব ৷ সামাজিক~
মেদিনীপুর; রাত ১০টা ১৭; ১৯-০৬-২০২০~
|
ছেদ | যথাযথ হোক | হতাশা | উধাও হবে )#( হয়নি তো ৷ হতাশাগ্রস্ত ৷ না জমাট বাঁধা রাত } বাতিস্তম্ভরা~ রাস্তাজুড়ে~ ছড়াচ্ছে~ সমান্তরাল আলো
|
ম্লান৷ ঝিঁঝিঁর৷ পাহারাদারি৷ রাতবাইকের চাকায় @ তোমাকে সমান্তরাল আশাবাদ ব্যক্ত করে যেতে হবে~
|
গাছেরা চুপ৷ কুঁড়িরা প্রস্তুত৷ ফাঁকা ধূপদানি৷ পোড়া ধূপ৷ এখনো ভীষণ রকম জীবিত৷ দাপিয়ে ৷ গন্ধে~ কোনো না কোনো গন্ধে বিভোর থাকে ৷ দৃশ্য৷ প্রতিটি~
|
কয়েকটা টব ; ব্যালকনির খাঁচা; অপেক্ষারত ফেসবুক লাইভ; হ্যাঙারে ঝোলানো পাঞ্জাবী; কাঠের বুকস্ট্যান্ড~ ভাঙতে চাইছে~ জমাট বাঁধতে চাওয়া~ অনেকের অন্ধকার~
|
@ লাইভে~ ভার্চুয়াল সেলিব্রেশনে~
|
লকডাউন উঠে গেছে হে~ চলো | সাবধানে | তথাপি... কাছাকাছি এলে, তুমি, আমি, তাকে কি জমাটবাঁধা বলে? না হে, জড়ো হওয়া বলে~
|
আমি আর ৷ শূন্যের # তারা ৷ ওই~ তফাৎ তফাৎ থেকে ৷ আলোভাষা লেনদেন করি~ একে | বলে | চ্যাট~
|
শব্দ ৷ দাঁড়ি ৷ কিংবা কোনো স্পেশাল ক্যারেক্টার ৷ চ্যাটমোডে মাতে ৷ সামাজিক দূরত্ব মেনে ৷ আলাদা ৷ যে যার মতো~ এই ভালো ৷
No comments:
Post a Comment