Saturday, June 20, 2020

অনুপ দত্ত-এর কবিতা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন 
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                             অনুপ দত্ত-এর কবিতা

ইয়ার দোস্ত

যতটা চাই ততটাই দিস ওম
নিজেকে পুড়িয়ে ক্ষয়ে যাচ্ছি ধীরে
সেই সব চাওয়া আমির আমির ভিড়ে
কত কী হারানো পুড়ছে বুকে হোম ৷

এ কথা ভালো ব্যস্ত সময় আজ
অবিরাম যেন থাকে এই সরবতা
কখনও যেন না আসে নীরবতা 
সময় গভীর উৎফুল্ল কারুকাজ ৷

দিনের পরে দিনকে সাজাই ভরে 
হয়তো মনে ভাসছে সেই ইথার
কী করে কই, ওরে বন্ধু ইয়ার 
তোকে যে বড় দেখতে ইচ্ছে করে ৷

দিন গেল কী রাত গেল এখন ভাবা এসব কিছু নয়
ফিরে এসে ডাক দেখি তোর জন্য সবকিছু জীবনময় ৷



কে সে ?

ডাক কি আসবে
সে কবে ?
কার কাছে যাবে
সে কে ?
যদি চাও ভুলে যাবে
সে কেন ?
সুখের কান্না আছে
সে দুঃখ ?
যারা গেছে নিজস্ব জলে
সে অন্তর্জলী ?
 ৹
সে কে ?তার চোখ নেই
কান নেই
তার নাক বন্ধ
কেবল স্মৃতি নিয়ে
অস্থির বাঁচা যায় ?
কে সে ?কিন্তু
যাবে কোথায় ?

অন্ধকার ও আলো’র কাহানী


হাজার অজুহাত চাই এ জগতে,পেতে এক বাঁচার দলিল

হয়তো বা খুঁজে পাবে সে বেঁচে থাকা সবুজ ভ্রূণেরা ৷

পরতে পরতে খাদ্যাভাবে  নড়বড়ে জীবন ক্লোরোফিল

অভাবে চুমু খায় জ্যোৎস্নার লিকলিকে শুভ্র কনেরা ৷

আহা, মেঘেরা কেঁদে যায় অঝোর মানুষের শোকে

বৃষ্টি তার চটুল স্বভাবে  মাতে নিতম্ব দোলা আবেগে

এখন জীবন ব্যস্ততায় সময় বেশী কাটে আঁধার পরখে

জীবন সঙ্গী তাই দূরে থাকে বিশুদ্ধ অভিমান ও রাগে ৷

অন্ধকার আড়াল করো পৃথিবীর কাছে এই ভিক্ষা চেয়েছি

ততটাই উজ্জ্বল আলো ফিরেছে তার নিজস্ব জগতে

সমস্ত আলো ভুলে বাস্তবিক অন্ধকার গায়ে মেখেছি

জানা অজানায় মেখেছি সে আঁধার জীবন পরতে ৷

কিন্তু আলো কি একটুও জানে অন্ধকার ছাড়া বাঁচার মানে

জৈবিক নিয়মে আলো ও আঁধার শরীরে মিশে যেতে জানে ৷



তোমার শরীর গন্ধ আঘ্রাণে~


দ্বীপান্তরের মাঠ পেরিয়ে একা
ফিরতে হবে তোমার কাছে এসে
জানি তুমি দাঁড়িয়ে আছো বেশে
তোমার চোখে মায়াকাজল আঁকা৷

সমস্ত কিছু ছিল অগোচরে
কত কি আছে কত বাকী খানিক
নিত্য বেশে নিত্য রাখা মানিক
সাজাতে হবে ভীষণ আড়ম্বরে৷

ভালবাসার আধার আছে খুব
গহন মাখা উদাস আঁখি মেলে
সূর্য্যভরা উদ্দীপনা পেলে
ভালবাসার সুপ্ত দেবে ডুব৷

সবকিছু তাই ভেবে নিয়ে জাগি মন কত কি জানে
চোখে উদাসী বৈরাগী তোমার শরীর গন্ধ আঘ্রানে৷

No comments: