Saturday, June 20, 2020

বিশ্বজিৎ দাস-এর কবিতা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন 
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                           বিশ্বজিৎ দাস-এর কবিতা

মিসিং টমাটো

.
বহুকাল টমাটোর খোঁজ নিইনি
             বেওয়ারিশ লাশ ভেবে


এড়িয়ে গেছি নিজেকে
               কে একজন পাশ থেকে


ধুৎ বানচোদ! কবি কি ময়লা মাখে?

আজ্ঞে হ্যাগো এসব চুদুরবুদুর
                      না করলেই পারতে!


.
কবিকে টমাটো চেনাতে এসো না
                     অনেক কাল আগে


ওসব মাখামাখি, চন্দনের বন; বিয়াল্লিশটা
বিলুপ্তপ্রায় প্রাণীর দেহে দেখেছে হারামি

                                            শুধু আমি

             ডান দিক থেকে বাঁ দিকে এলে


নদের চাঁদ করে; প্রাতিষ্ঠানিক বেলেল্লাপনা!

.
ভিতরে ওই টকটক, আধোজল চুমুক
সরু নলি শুয়ে থাকে, কবি কি চাবুক?

না না, এসব এখন নেই
ইলেক্ট্রিক শক অথবা সেয়ানা চশমা

পাবলিক পদাঘাতে বুঝে যাবে সে
কলম গুঁজে বেড়ানো সেই ধূর্ত আয়না!

.
একটি ভাউ খাওয়া বিচিসদৃশ চমাটো
গায়েহলুদ নিয়ে বিজ্ঞাপন দেয়

                    নরম শরীরে

        শালা, ছুঁয়ে দেখো; কবির পাছায়


তোমাকে দেবে হরিদাসপালের আমড়া
                           চুষে চুষে খাবে আর


             'হরি দিন তো গেল, সন্ধ্যা হল'

        ধান্দা ছাড়ো; সৎ করো আমারে!


একটি বিশেষ ঘোষণা


মাপ করবেন কৃতজ্ঞতা শব্দটির
প্রসঙ্গ এখানে টানবেন না

হুড় হুড় করে বাংলা কবিতায়
আয়নার মতোন বিষমাল

ঢুকে পড়েছে। জ্যোৎস্নাকুমারের প্রতিভা
সুরক্ষিত এবং বহুচর্চিত দাদা নং ওয়ান

বিখ্যাতদের সঙ্গে
এইচডি কানেকশনে ২০% ফ্রি

আর ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই নেই
আশাফাশা না করে, এটুকুই বলতে পারি

সৎ কবি হওয়া একজীবনেও শেষ হয় না...


জ্যোৎস্নাকুমার


মোহাব্বত আসলে
ফ্রি কিকে গোল করা

কিংবা
রানিং কারের অবজ্ঞাজাতশব্দ
পাশবালিশে উরুর আলস্য চাপিয়ে

জ্যোৎস্নাকুমার কাজে লাগায়
কবি হওয়ার যাবতীয় ত্রাণ প্যাকেজ

সঙ্গে ফ্যানফলোয়ার পুষে এই
জগতের বিরাটকোহলি আনন্দযজ্ঞ
            
আর শেষে ধন্যবাদ জ্ঞাপন!


ফ্রি ফ্রি ফ্রি

.
এখন বিনামূল্যে বিনাযুদ্ধে আপনি পান
                     
বগলদাবায় হাত গলিয়ে

অলিতে গলিতে কবি হয়ে ওঠার সুবিধা!

বিজনেস শব্দটির সঙ্গে বই এবং শব্দকার
কালচে ঈর্ষা একদম ফ্রিতে বিলি করছেন!

নেবেন নাকি?

.
পেছনপাকার রহস্যজনক গায়েব হওয়া
ফেসবুকে স্ট্যাটাস এবং গান্ডু বক্তা

এই আমাদের বদহজম?
এই আমাদের কালচার?

ভিড় দেখলেই বমি করে
        
পেটে পেটে লুকিয়ে রাখা যশপ্রার্থী
শান্তিচরণ ইজ্জতদার!


ভ্যালুঅ্যাডেড সার্ভিস

.
তোবড়ানো থোবড়া থেকে
                
বেরিয়ে আসে

         
ন্যাচারাল বাওয়াল
সুস্থ কি অসুস্থ এখনই নয়

সে প্রশ্ন! মদ্যপ চন্দুর ভিতরে
ভ্যালুঅ্যাডেড সার্ভিস রাখেন

আমাদের ইমেল কুমার সরকার!

.
মূল্য দিতে দিতে ছিঁড়ছে প্রিয়
                     
জালি আলাপ

                        
খুব করে যে
অশ্লীল আঙুল ছুঁলে আজকে

আবাল আমবালা ব্রো ব্রোকেন
ক্যালানে কোকাকোলা কোকেন

গোপনে কবিতা ছাড়ান বোদ্ধাদের!

.
জেনুইন নিউজ? ঘরজ্বালানো
                   
স্নায়ুর সুতো ছেঁড়া
                               
তারকাঁটা

এক বিশিষ্ঠ নাগরিক কলমবাজ সেন!

চেঁচিয়ে চেঁচিয়ে রিপোর্টে যৌনবস্তু নিস্তেজ
ইনভ্যালিড হয়ে জীবন ফ্রাস্টেটেড?

মুখে হাসিলে পোঁদে কাশিলে কথাশিল্পীও
     
হাওলাদার, ফুটেজ খাওয়া এক কবি!


3 comments:

Bong Library said...

বরাবরই গুরুদেবের লেখার অপেক্ষায় থাকি।

Robin Basu said...

সুন্দর কবিতা

ভুবনডাঙা said...

অভিনব