সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
পিনাকীরঞ্জন সামন্ত-এর কবিতা
১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
পিনাকীরঞ্জন সামন্ত-এর কবিতা
এ কেমন কবিতা !
বস্তুবাদ দর্শন মাথায় নিয়ে গাড়িতে উঠে স্টার্ট দিলাম - সন্ধ্যার আকাশে আলোর রোশনাই যথারীতি ।
পকেটের বাজেট সু নিয়ন্ত্রিত এবং পূর্ব পরিকল্পিত । কিছু নেশার নিমন্ত্রণ কার্ডও সযত্নে গচ্ছিত ।
রঙিন শপিং মল এখান থেকে কুড়ি কিলোমিটার দূরে । গিড় চলছে । হঠাৎ
বলা নেই, কওয়া নেই, মেয ঝড় বৃষ্টি নেই, পাণ্ডুলিপির বিবর্ণতা নেই -
গাড়ি দাঁড়িয়ে পড়লো মাঝ রাস্তায় ।
বললাম - কী হলো ?
গাড়ির সহজ উত্তর -
বোকাচোদা - দেখছিস না আমি পাঙচার হয়েছি ।
ফিলটারড উইলস মুখে নিয়ে সন্ধ্যার আকাশের নীচে দাঁড়িয়ে ভাবতে লাগলাম -
এ কেমন কবিতা !
চোখ
সূর্যোদয় হয় না - পৃথিবী ঘোরে এটাই ফিলোজফি এইটুকু জানি । মাধ্যাকর্ষণ কোনো প্রেমিকা না হলেও
পৃথিবীকে কেন্দ্র করে ভালোবাসাকে পূর্ণ মর্যাদা দ্যায় । আমার কোনো সেরকম চোখ নেই যে
কোনো বিন্দু থেকে আমি পূর্ণতার দিকে যাবো ।।
অন্ধকার
স্লিপিং কাউন্টারে রেখেছি আমার নিজস্ব ভেন্টিলেটর
নিঃশব্দ রজনীর
ব্লাডসুগার স্বপ্নে দেখেছি যাবতীয় মায়া
অতঃপর
আমি ক্রমাগত হেঁটে যাচ্ছি উড়ন্ত প্রজাপতির নগ্ন শরীরে ।
নেপোটিজম শব্দটি মাঝে মাঝে আমাকে ইশারা করে
বলে আয় -
মহাকালের ব্ল্যাকবোর্ডে লিখে রাখ তোর নাম - অন্ধকার ।।
বর্তমান
লকডাউন, অন্তরীণ, মাস্ক, পজিটিভ, নেগেটিভ, করোনা থেকে ভারত চীন চুমোচুমি - এইসব যাবতীয় থেকেই
একটি সাপ বেরিয়ে এলো -
ফণা তুলে জিঙ্গাসিল - হারামজাদা - এখন বলৃ কে তোর বাপ ?
আমি বললাম - ক্ষমা কর মোরে
আমি ম্যাস-কিউলিন সিঙ্গুলার জেন্ডার এবং থার্ডপারসন । কবিতাহীন এক অদ্ভুত রকমের সে-কিউলার ।।

No comments:
Post a Comment