আবছায়া
ধীরে ধীরে অবশ হয়ে আসে যতি চিহ্ন !
আলপথ বরাবর ভেসে যায় সমান্তরাল আবেশ ।
ফেরিঘাটে আলটপকা মেঘ
ঢাক্কা মারে , কুঁকড়ে আসে -
আবার ফিরে যায় শূন্য গর্ভে ।
চৌকাঠে গচ্ছিত রেখেছি হিরন্ময় মূহুর্ত ,
পাটিসাপটার মতো দলা-পাকানো ।
বাঁধ ফেটে রক্ত ঝড়ছে !
বেগুনী কিংবা নীলচে সবুজ ।
তুমিও কি কখনো ফিরবে বলে
খাদের কিনারায় এসেছিলে ?
মায়াবী ছায়াতপে জড়িয়ে নিয়েছিলে
নিরাশক্ত শীতলতা ।
ছায়ার গা বেয়ে গড়িয়ে যাচ্ছে উপাস্য হোমগন্ধ !
অসম্পৃক্ত রক্তাক্ত ।
কলঙ্করেখা
এইটুকু বরাদ্দ থাক !
সেই কোন জন্মে এক টুকরো আকাশ
পাহাড়ের বুকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম ।
পাহাড়তলি জুড়ে বর্নিল প্রহেলিকা -
বড্ড অভিমানী ! নাকি সংযমী !
বুজতে পারিনা ঠিক ।
তাই ক্যালকুলাসে আয়ুর হিসেব কষি ।
কিছুটা রশ্মি ঢোক গেলার মতো স্যাচুরেটেড হয় ,
প্রতিফলন আর প্রতিসরনের মাঝামাঝি
এইটুকুই ফারাক দৃশ্যমানতায় ।
ভিজিয়ে দেয় গোটা একটা পরিসর ! তারপর ?
কৌমার্য টুকু নিংড়ে আবাহন করি
একটুকরো কলঙ্করেখা ।
প্রহেলিকা
আলোর ভেতর একাত্ম হবো ভেবে
একমুঠো জোনাকী পুড়েছি শোকভষ্মে ।
ইলিউশন ! ইলিউশন !
তারপর এ্যাক্রিলিকে আশ্রয়হীন সমাবেশ ।
পেলব স্বপ্নের মতো ।
শিকড়ের কাছাকাছি থাকার প্রবনতা
ক্রমশ গতি পরিবর্তন করে চলেছে ।
অন্ধকার গুলে স্যাচুরেটেড ছায়ার ভীড় !
তুমি কি ছদ্মবেশী গুটিপোকা ? নাকি দাহ্য ?
এসো , গুড়ো গুড়ো রৌদ্র জড়ো করে
ক্যালোরিমিটারে উষ্ণতা মাপি ।
প্রতিবিম্বের ঠোঁট
অতঃপর
হুসস করে উড়ে যায় রামধনু রঙ ।
অ্যাবস্ট্রাক্ট আর্টে অনুরাগ আঁকবো ভেবে
একবার আয়নার সামনে এসে দাঁড়াই ।
আকাশে উড়ছে প্রতিবিম্বের ঠোঁট !
তুমি কি জানো ভালোবাসি বলতে
কতোটা গোলাপি প্রলেপ প্রয়োজন ?
খোলস খুলে দি -
ভেতরে ঘুমোচ্ছে অন্ধ ক্লিওপেট্রা ।
তার বিছানার পাশে স্তব্ধ আয়ু
গুঁড়িয়ে যাচ্ছে ।
রঙেদের কান্না পায় ।
কবিতার গা জ্বরে পুড়ে যায় ।
সঙ্গে পোড়ে রঙিন খড়কুটো ।
শূন্য ঝিনুকে তখন মুক্তো সোহাগের গন্ধ লেগে..
আধপোড়া চোখ
কুয়াশার ওপর ড্যাম্প পড়ে -
স্যাতস্যাতে বৃষ্টিস্নাত চোখে
স্ক্রল করে করে ঢেকে রাখা ইরোশন এবং
শূন্যতার মেটামরফসিস , অথচ কী শান্ত ভঙ্গিমায়
ঢেলে দিয়েছো সম্মোহন ।
একেই কি বিকেন্দ্রীকরণ বলে ?
ভাতের থালায় ক্ষুধার্ত জিভের প্রতিবিম্ব !
তথাগত নাকি ভ্রম ?
গুড় চেটে খাই ।
মধ্যবিত্ত সন্ধ্যায় সিরিয়ালে মুখ লুকানো রাজনীতি
থম মেরে আছে ।
আর তুমি গলা ফাটিয়ে শূন্য মঞ্চে
ফ্যাসিবাদ বিরোধী কবিতা পাঠ করো ।
No comments:
Post a Comment