স্মৃতি
ফেলে আসা সময়ের জলপ্রপাত জুড়ে
এখন নিভৃত মনখারাপিয়া মনোটনি |
একা
দেশভাগ, দ্বি -জাতি তত্ত্ব পেরোনোর পর
স্বাভাবিক প্রাত্যহিক জীবনে চিহ্নিত হওয়া |
উপেক্ষা
চারপাশে একরাশ দূরত্ব ভেঙে পড়ার পর
পরস্পরের হাত ধরে ক্রমশ নিভে আসা |
দোসর
যৌথ চাদরের মধ্যে
নিরাময়ের একটি আলোক সেতু জেগে থাকে |
নিয়তি
জীবন যখন উন্মুখ ক্ষরণ
আর, অনির্দিষ্ট যন্ত্রণার অভিমুখে এগিয়ে চলে |
No comments:
Post a Comment