Friday, February 4, 2022

পিনাকী রায় (কনিষ্ক)-র কবিতাগুচ্ছ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   পিনাকী রায় (কনিষ্ক)-র কবিতাগুচ্ছ


পুতুল পুতুল জীবন খেলা

দুর্গাকে গলিয়ে বানিয়েছে কালী
কালীকে গলিয়ে জীবিকা
রেলিং পেরোলে আমার জমি
কাঁটাতার পেরোলে দেশটা।

বই-খাতা জ্বালিয়ে মিড ডে মিল
পায়ে পায়ে জমা অভিজ্ঞতা
রং তুলিতে জীবন আঁকি
উঠে দাঁড়ানোর চেষ্টা।
এঘর ওঘর বিবেক শূন্য
ফুটপাত জুড়ে স্রষ্টা।

পুতুল পুতুল জীবন খেলা
জীবন জনম চেষ্টা

অনন্তকাল বাঁচার আশা
দেখি কি হয় শেষটা।


চালচিত্র

জীবনের সাদা ক্যানভাসে
ভালোবাসা প্রাণ এঁকে দেয়,
প্রেম আঁকে নীল জোছনা।
গহীন গাছের ছায়া
আবেগ আঁকে প্রেমে ডুবে থাকা
সাময়িক অবয়ব।
হাবুডুবু সাদাকালো যৌবন
বেঁচে আছি ভালোবেসে,
জীবন আঁকে ভালোবাসার আশায়।
সূর্য পরবাসে গেলে
চারিদিকে জোছনা থৈথৈ।

গভীর নিম্নচাপ

শহুরে অভিজাত্যে "তিনটে কিনলে একটা ফ্রী"।
অন্যদিকে প্রকৃতির রোষে
দুর্দশা, লাঞ্ছনা আর ত্রাণের খিচুড়ি।

স্বপ্নের ঘোর কেটে চোখের পিচুটি সরিয়ে অন্তকঙ্কাল নাচে।

আমার কি এখানেই থাকার কথা ছিল?
কিন্তু ওরা যে অপেক্ষারত
হাতে কাশফুল শিউলির সাজি।

কাদামাখা রাস্তায় আলতা পায়ের ছাপ
রক্তের মতো থকথকে জমাট,
সাদা খোল লাল পেড়ে শাড়িটাও কাদায় লুটোয়।

 নদীর চরে মুখ থুবড়ে বিবস্ত্র শরৎকাল।
বিষ্ণুর নাভিমূল থেকে
ভেসে আসছে গোঙানির আওয়াজ।

আগামী দুদিন গভীর নিম্নচাপ।

রূপকথা

তুমি যাকে ভাতের সংস্থান করে দিয়েছিলে
সে আজ তোমার মুর্তির নিচে
প্রস্রাব করে গেল।

তুমি এখন চকচকে মিনার, হত প্রাণ নাগালের বাইরে।

জাগো আধা শহর
জাগো এক ডানাওয়ালা পরীরা
জাগো মানুষের চিন্তার স্রোত
নাভি থেকে উঠে আসুক কুচকাওয়াজ।

আকাঙ্ক্ষা ও ভয়ে স্নায়ু আর রক্তের বাক্যালাপ বন্ধ।

সিংহ রাশি কপর্দকশূন্য ভাষাহীন মানুষটা
আজও শুয়ে আছে
রূপকথা জন্ম নেবে বলে।


পবিত্র নগ্নতা

শিরদাঁড়া বরাবর স্রোতস্বিনী
গিরিখাত হয়ে উপচে পড়ে যৌবন প্রান্তে।
আবির রঙা স্তনে সূর্যমুখীর উদ্ভাস,
স্বচ্ছ মসলিনে আবৃত বিবেক থেকে
উঁকি দেয় চিহ্নিত মনুষ্যত্ব।

মুক্তির পথ ধরে যোনিদ্বর খুলে
 নেমে আসে প্রাণের অনর্গল ধারা।
না, ওই শরীর স্পর্শের নয় অনুভবের
পার্থিব  মায়া কাটিয়ে আত্মার অধীনে
ছড়িয়ে ছিটিয়ে প্রতিটি রোমকূপে।
কামাগ্নির কবলে কূপ খনন করে
সভ্যতার আলিঙ্গনে সযত্নে লালিত হয়
মরমী সত্য।


No comments: