জলাশয়টুকু
পার হয়ে বুঝি
দেখা হয়নি অনেক কিছুই
গা বাঁচিয়ে ভেসে গেলে
ছোঁয়া যায় না-
দুঃখের অণু অণু সুখ
অথচ পেরিয়ে এসেছি সব
মৃত্যুর আগে
দিনের আলো ফুটলেই
স্বপ্নেরা উলঙ্গ হয়ে
নেমে পড়ে রাজপথে
খুলে যায় কল্পনাপ্রসূত
আচ্ছাদন। আভরণ
চুঁয়ে পড়ে রক্ত, ঝরে স্বেদ
প্রিয় শরীরে যেমন
তারা অবাঞ্ছিত,
মনসিজ স্বপ্নেও তাই-ই
কিছু রাত স্বপ্নবিহীন হওয়া আবশ্যক।
পার হয়ে বুঝি
দেখা হয়নি অনেক কিছুই
গা বাঁচিয়ে ভেসে গেলে
ছোঁয়া যায় না-
দুঃখের অণু অণু সুখ
অথচ পেরিয়ে এসেছি সব
মৃত্যুর আগে
স্বপ্নেরা উলঙ্গ হলে
দিনের আলো ফুটলেই
স্বপ্নেরা উলঙ্গ হয়ে
নেমে পড়ে রাজপথে
খুলে যায় কল্পনাপ্রসূত
আচ্ছাদন। আভরণ
চুঁয়ে পড়ে রক্ত, ঝরে স্বেদ
প্রিয় শরীরে যেমন
তারা অবাঞ্ছিত,
মনসিজ স্বপ্নেও তাই-ই
কিছু রাত স্বপ্নবিহীন হওয়া আবশ্যক।
পাখিটার
পিঠে অগুনতি পালক
আমরা চাইলেই
সেগুলোকে সাজিয়ে
কষতে পারি অসংখ্য সমীকরণ
দুঃখের কথা এই যে,
আমরা কখনোই
সেইসব সমীকরণে চেপে
উদ্দেশ্যহীন উড়ানে সামিল হই না
পিঠে অগুনতি পালক
আমরা চাইলেই
সেগুলোকে সাজিয়ে
কষতে পারি অসংখ্য সমীকরণ
দুঃখের কথা এই যে,
আমরা কখনোই
সেইসব সমীকরণে চেপে
উদ্দেশ্যহীন উড়ানে সামিল হই না
রূপকথা
ডানাবিহীন, আমার নিঃশর্ত রাত
এক পা এক পা ক'রে
হেঁটে যাওয়া ছাড়া
কোনও রূপকথার গল্প নেই
তুমি শিখে নিয়েছ
উড়ানের আশ্চর্য জাদুকরী,
কুয়াশায় রেখেছ অস্তিত্ব
নির্দ্বিধায় আমি শিশির মাখছি
তোমাকে ছোঁয়ার নামে।
1 comment:
খুব ভালো কবিতা পড়লাম
Post a Comment