Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

অলোক বিশ্বাস

সংকট

মাকড়সার জালে ভরে যায় স্যানিটাইজার...

আনন্দ

আমাকে পরাবাস্তবিক ভাইরাস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে...

আশীর্বাদ

রুদ্রপলাশের কাছে দাঁড়িয়ে প্রেমিক রুদ্রপলাশ হয়ে গেছে...

ঈশ্বরী

গভীর রাতে তোমার নাভিকুণ্ড থেকে ঝর্না নেমে আসে...

চিহ্ন

এমন একটা শব্দ খুঁজছি যার কয়েকশো অর্থ হতে পারে...

অনুভূতি

যদি আমার প্রেমিকার মুখের সৌন্দর্য প্রতিদিন বদলাতে পারতাম...

সম্ভাবনা

আমার লিঙ্গ থেকে একটি প্রজাপতি বেরিয়ে আকাশে উড়ে গেলো...

বৃত্তকথা

ভাইরাস জন্ম দিতে দিতে একই বৃত্তে ঘুরে বেড়াচ্ছে শাসকের প্রসূতিসদন...

প্রান্তিক

আমার লিঙ্গটি দুখানি শঙ্খলাগা সাপ হয়ে শূন্যে ওঠা-নামা করে...

প্রতিবাদ

একটি পাখি আমার সকল অভিধান ঝুলিয়ে রেখেছে গাছের ডালে...

প্রবাহ

ষাট পেরোনোর পর ভালোবাসা শব্দটার অর্থ সম্পূর্ণ বদলে যায়...

পরিবর্তন

একটি চায়ের দোকানে আমি শুধু মদ বিক্রি হতে দেখেছি...

শপথ

প্রতিদিন একটি শিশুর চোখের দিকে তাকিয়ে আমার জীবন শুরু করি...

নির্জনতা

খেজুর গাছের ঝুলন্ত হাঁড়ির ভিতরে সারাদিন আমি প্রেমালাপ করি...

হিরো

মাঝি বললো তাকে সুনামির ভয় দেখিয়ে লাভ নেই...

১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রদীপ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

প্রদীপ চক্রবর্তী

মায়ের যামিনী 

এক •

 পলাশের গুমলাশে মস্তানবিষাদ | নেশা : শখের বাজার 

দুই • 

পাখিদের ইস্পাত রঙ | কাঠামোটি বনের বর্ষা |
চন্দ্রমুখী পয়সায় পারি নি •••

তিন • 

অদৃশ্য প্রসব হয় | ভার ভার ধান | সমস্তই মায়ের যামিনী ••• 

চার • 

কিছু হেরে যাওয়া রঙ , জোনাকি | তাকে ছুঁতে গেলেই আঙুল রক্তাক্ত হয় ••• 

পাঁচ • 

 অ-শনাক্ত  জলভাসি বাচ্চাটা | ছড়ানো হড়কায় বিশেষ ধাতুতে বাচ্চা হয়ে থাকে •••

ছয় • 

নির্মোকের মতো রক্তে পড়ে থাকে তার গন্ধের সবুজ •••

সাত • 

ছুরির ফলায় উঠছে গাছের বাড়ি , তার সবটাই বনসাই ••• 

আট • 

ব্যথা কিছু রিফুকর্ম ••• মাঝে মাঝে প্রয়োজন হয় 

নয় • 

বিজুরি তুমি অন্য পায়েস দাও ••• 

দশ • 

শূন্যতা এমন পুরোনো , যেখানে সিঁড়ির পাশে জেগে আছে একখানা স্টোভ •••

১-লাইনের কবিতা সংখ্যা≈ নীলিমা সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

নীলিমা সাহা 

কবিতাই বিশুদ্ধ আশ্রয় 

1) আমি লিখি না কবিতা,কবিতাই লেখে আমায়

2) আপন হতে আমি কখনও বাহির হই না,তবু পুরনো দরজা খুলে যায় শব্দময়

3) কৈশোরের চুপকথা রূপকথা হয়ে দোল খায়  শাখা-প্রশাখায় 

4) গৃহপালিত আবর্জনা কখনও গতিজাড্যের সংজ্ঞায় খুচরো মুগ্ধতা আনে ।

5) সমঝোতা মুখিয়ে থাকে সমাধানের হিমশৈল তাজমহলের দিকে 

6) যাপনচিত্র অবচেতনের প্রগাঢ়তায় ঝুলতে থাকে হ্যাঙারে,আসলে জীবন চায় সুসময় আর  ইতিমানবতা 

7) লাইফ-জ্যাকেটে বিবেক নিজেকে কাউন্সিলিং করতেই  থাকে,ক্যানসারও সুযোগমত  নিজেকে বিস্তৃত করতেই থাকে

8) জার্নি পথে প্রাপ্তব্য যেমন ইছামতী আবার  নিরঞ্জনও,একটা বটগাছ আবার নীরব শিমুল ,তেমনই চলে আসে বেনামী ছায়াদের অচেনা পোতাশ্রয়

9) নদীমুখে যেতে নেই,কলঙ্ক কখন জন্মদাগ হয়ে শরীরের ভাঁজে পরমাত্মীয় হয়ে উঠবে! 

10) সারি সারি কবিতার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে মনে হয় কবিতাই নিজস্ব নির্জনতায় বিশুদ্ধ আশ্রয়

১-লাইনের কবিতা সংখ্যা≈ সোনালি বেগম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

সোনালি বেগম

আকাশগঙ্গায় দরদী ভাটিয়ালি

১। অর্কেস্ট্রার গহিন সমুদ্রে ভাসতে থাকে জীবন-স্পন্দন

২। দুলতে থাকে শরীর ও মনের জটিল রসায়ন

৩। স্বপ্নমেদুর মেঘহীন চাঁদ খোঁজে মহাসাগরীয় কাল

৪। আবদ্ধ ফ্রেমে তীব্র ঘর্ষণ ----- জীবন সংসারে এল বান

৫। বাজপাখিটি জানালার কপাটে উড়ে এসে বসে

৬। পার্কিনসন্স তুষারকণা আরো একবার স্পর্শ করে চিবুক

৭। চপল গতিতে আকাশগঙ্গা ধেয়ে আসতে থাকে

৮। দুটি বাহুর নিবিড় বেষ্টন খুঁজতে থাকে অবিভাজ্য খাঁজ 

৯। ঐ নীল আকাশ শোনে দরদী ভাটিয়ালি

১০। কিছু ফটোগ্রাফ ছড়িয়ে ছিটিয়ে শিকড় হয়ে যায়

১-লাইনের কবিতা সংখ্যা≈ দিশারী মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

দিশারী মুখোপাধ্যায়

এক লাইনের কবিতা 

১)  কৃষকের পাদস্পর্শে পিচরাস্তা গর্ভবতী হলো

 ২) বিষ এবং অমৃত, একসঙ্গে মিশিয়ে খাওয়ার সাধ হয়েছে আমার 

৩) যার খোঁজে আমি রাস্তায় সে আমার বাড়িতে উদ্ভিদ

৪)  একটু আড়ালে রাখো, আমি তো পিঁঁপড়েদেরই একজন  

৫) আকাশে  উড়ছি,  আকাশ আমাকে পাচ্ছে না 

৬) আড়াল থেকে সে দেখছে আর আড়াল তাকে 

৭) আরাধ্যাকে প্রস্তাব দিয়েছি 

৮) মাটিতে বীজ ফেলেছি,  আকাশ এলো বলে 

৯) পায়ের তালুর স্বাদে মুগ্ধ আমি পিষ্ট হতে চাই 

১০)  মুগ্ধতা আজ প্রথম ক্লাস করবে তোর শরীরে 

১১) প্রাকশিত হয়ে আড়াল করো নগ্নতা