Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~বন্যা ব্যানার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

বন্যা ব্যানার্জী

অস্তিত্ব

আছো?
জানিনা। লোকে তো বলে আছি।
আমি ঠিক বুঝতে পারিনা।এই যে কত কিছু ঘটে  চলেছে চারপাশে।সব মানে বুঝে উঠতে পারিনা।এই দেখ সবে কাল ফাগুন শেষ হয়ে চৈতি ফুল ফুটলো,অথচ ঘরের কাছে মৃত সৈনিক ফিরে এলো কফিন বন্দী হয়ে।আমি নিজেকে যুদ্ধের সঙ্গে মুড়ে ঘুমিয়ে পড়লাম তার 
 পাশে। তারপর গড়াতে গড়াতে ঘুমের ভেতর,স্বপ্নের ভেতর একা একা স্নান সেরে সূচী হলাম।  
বড়ো লিখতে ইচ্ছে হলো তোমায় দু - চার লাইন। লিখে যাব , হয়তো বা তোমার উত্তর সাজানো নৈবেদ্য হয়ে থেকে যেতে ও পারি।




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~হামিদুল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

হামিদুল ইসলাম

ফসিল সুখ

দুঃখ প্রসব করে মেঘ
রোমকূপে নিরন্তর প্রবহমান উদগ্র আগুন 
অমাধূলোয় মিশে যায় ক্লেদার্থ ঘাম স্বপ্ন 
রক্ত ক্ষরণ ও সঙ্গম যাপন  

সুখ মরিচীকা 
নিষ্ঠুর ধনুকের ছিলায় ডাকে মৃত‍্যুবাণ
পাশাপাশি জঙ্গম স্বপ্ন আর আমাদের শৈশব
নদীগর্ভ অকাল বোধন 

মন মদিরা সূর্য
চর সমন্বিত মুখরা তর্পণ
ছায়া ঢাকা মেদরশ্মি ভূগোল ধারক বাহক 
উঠোনে ব‍্যস্ত এখন শব্দ শরীর 

হাতের উপর হাত 
কামনার শুষ্ক বিষ দুঠোঁটে ধারণ করি 
সিক্ত হয়ে ওঠে নুন রক্ত ও পরিমিত শ্বেত চন্দন 
ফসিল সুখে দুঃখ বশংবদ  ।



১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~অমিত চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||      

অমিত চক্রবর্তী

জট, এনট্যানগলমেন্ট

 

একটি কিশোর ফোটন একবার লাইব্রেরী মাঠে

সামান্য ছুঁয়েছিল এক কিশোরী ফোটনকে, সেই জট, এনট্যানগলমেন্ট

রয়ে যায় বিশ্বে, যেন কোয়ান্টাম ফিজিক্স আদর করে

আগলে রেখেছে দুটি সরল প্রাণ, জীবন এসে এক ঝটকায়

সরিয়ে দিলেও। “এত লিখি তোকে, তুই শুধু নিশ্চুপ,

তাই তোর নাম দিচ্ছি কথামালা।“এই ভাবে শুরু হয়েছিল

বিনিময়, আলতো ছোঁয়া দিয়ে শেষ যার।

সম্ভাবনা রয়ে যায়। আচ্ছা, বাবুল যদি থাকতো সন্ধ্যের চায়ে,

শোনাত কি কবিতা আবার? কথামালা, কাজলখোঁপা             

এইসব নিটোল শব্দ কি ঝঙ্কার তুলত

চেতনায় – ট্রেবল যেমন পিংপং খেলে কাঁচের দেওয়ালে?

যন্ত্রনা রয়ে যায় সঙ্গে। বাবুল যদি না লেখে, যদি মুখ গুঁজে পড়ে থাকে

ডিপ্রেশনে,  মন্দাভূমি আঁকড়ে? সেই জট, সেই টান

এনট্যানগলমেন্ট, পেরোবে কি পৃথিবীর অর্ধ গোলার্ধ? ছোঁবে কি তাকে?

কোয়ান্টাম ফিজিক্স আসবে কি শেষ রক্ষায়, আকুলতা নিয়ে?





১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~দেবাশীষ সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

দেবাশীষ সরকার

মায়াবী কুয়াশা অরণ্যে


ভাষা দিবসে আমার অব্যক্ত ভাষারা

পেয়েছিল কাঙ্খিত শব্দ ধারা ।

আগন্তুক স্পর্শে চোখ মেলে পারিজাত ;

চিৎকার করে বলে উঠি , ভালোবাসি ভালোবাসি ....

আঁধারের বুকে প্রতিধ্বনিত হতে হতে 

অস্তগামী রাতে ভেসে আসে , রাজি রাজি ......

আমার বিবর্ণ আকাশের নেভা তারাদের বুকে

জ্বালিয়ে দিই  রং মশাল । 

জলপরীর দেশে জাফরানি রং ঢালি চাঁদের গায়ে ,

স্বেত শুভ্র দেহের গলনাঙ্কে গড়িয়ে পড়বে ধীরে ধীরে ;

জোনাক আলোতে রোপণ করি আগামী নবান্নের ধান । 

কে জানে , তোমার দৃষ্টি পথে শ্রাবণ বেঁধেছিল বাসা 

নিরবে নিভৃতে ; চোখ ছুয়ে ধানের শীষ বুকে আসে প্লাবন

আমি ভেসে চলি অজানার হাতছানিতে ,

আর.......... 

তুমি হারিয়ে যেতে থাকো মায়াবী কুয়াশা অরণ্যে ।



১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~ইন্দ্রাণী পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা || 

ইন্দ্রাণী পাল

পেরেক


ঘাটের সিঁড়িতে রোজই ঝুঁকে আসে একটা বেড়াল
তারও চোখে ধূসর লোভ, জলের দিকে
হঠাৎ তার মুখটা লম্বা হতে হতে আকাশ আর মধ্যাহ্নের
মাঝখানের ফাটলটা ভরাট করে দেয় আর বেড়ার ওপাশে
হেমেন মন্ডলের বউয়ের ভারী শরীরটা নড়েচড়ে ওঠে।
এক সুড়ঙ্গ থেকে আর এক সুড়ঙ্গের অন্ধকার মাপতে মাপতে
এগিয়ে আসা পায়ের শব্দ শোনা যায়।

আন্তর্জাতিক তারিখরেখার ওপারে সময়ের হিসেব ভুল হয়
অথচ ছাইরঙা স্যুট আর ট্রাউজার পরা লোকটা রোজই ঘাড়ে
পাউডার মেখে বিকেলের হাওয়া খেতে বেরোয়।
জলসীমার ওপারে জাহাজের ভেঁপু বেজে ওঠে একটা হলদে হয়ে যাওয়া কাগজ হাওয়ায় ওড়ার বৃথা চেষ্টা করে
এইসব টুকরো টুকরো দৃশ্যের পেরেক ঝুড়িতে কুড়োতে কুড়োতে
দিনের শেষে বাড়ির দিকে হাঁটা দিয়েছে কিশোরী মেয়েটা।