Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ আলোক মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

আলোক মণ্ডল

এক পঙ্ ক্তি

১.
অবসাদ

অফিস ফেরৎ দু'টি সেলফোন পাশাপাশি শুয়ে।
২.
নস্টালজিয়া

নতুন বইয়ের গন্ধে বাজে শৈশবের গান।
৩.
স্মৃতি

বাতাসের পিছু ধায় কিছু মরাঘাস হলুদ পাতা।
৪.
বার্ধক্য

অবহেলায় ঘরকোনে পড়ে, পুরানো পোস্টকার্ড। 
৫.
রহস্য

হরপ্পার অন্ধকার খুলে রাখে অন্তর্বাস।
৬.
ভঙ্গুরতা

মন,কাচের টেবিলে কাচপাত্রে শুয়ে।
৭.
বিরহ

বৃষ্টি ভেজে একাকী টবের ফুল গাছ। 
৮.
সুখ ও অ-সুখ 

বাজারের থলি দেখে, প্রতিবেশীর সুখ ও অ-সুখ।
৯.
একাকীত্ব 

মিলিত বৃক্ষের মাঝে গাছ তবু একা।
১০.
পরাধীন 

কাউকে ধরে বা চেপে রাখা ক্লিপের ইচ্ছাধীন নয়।

১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌতম কুমার গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

গৌতম কুমার গুপ্ত

আমি

প্রথম

তুমিই প্রথম তুমিই শেষ বাকী সব উড়ন্ত ছাইয়ের গল্প

দ্বিতীয়

আমার কোন দ্বিতীয় সত্তা নেই আমিই সার্বজনীন

তৃতীয়

রক্তমাংস থেকে বের করে আনতে পারিনি গোপন

চতুর্থ

শ্রী থেকে একে একে ঝরে পড়ছে শীতার্ত আতর

পঞ্চম

আজন্মলালিত যুদ্ধ ঢুকে আছে নখ থেকে নখরে

ষষ্ঠ

তর্জনী তুলে বলে দিতে পেরেছি তার অন্তিম কাল

সপ্তম

সিঁড়িগুলি বেড়ে যাচ্ছে উচ্চতায় মেধাবী মই কই?

অষ্টম

খুঁটে খুঁটে খাই অন্নজল শুধু বেঁচে থাকতে চাই বলে

নবম

আমি সহন করেছি অভ্যাস সে বিশুদ্ধ থাকবে বলে

দশম

জলের সাঁতারে আঁধার মেখে আলোর পাড়ে এলাম

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রীমহাদেব

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

শ্রীমহাদেব

তৃতীয় নির্বাচন

১ বড্ড ভালোবেসেছিলাম ,আজ তাই বসে আছি একা শহীদ মিনারে।

২  অরণ্য ভালোবাসায় পাখি হাসে কাঁদে কথা কয়,চিত্রগুপ্ত লিখে চলে বিচিত্র সভায়।
 
৩  সম্পর্কের তৃতীয় ব্যাকরণে  বসে আছে গনতকার ,তাকে এড়িয়ে চলো, ভালোবাসা পাবে।

৪ বালুতটে যতবার নাম লিখি ধুয়ে মুছে যায়,অরণ্য দিনে চলো গামছা  ওড়াই।
 
৫ রৌদ্দুর আর চড়াই পাখি বাসায় বসে মুখ ঘষে,আয়নায় ধরা পড়েনা কোনও প্রতিফলন। 

৬  ফাঁদ পেতে বসে আছে সময়,চিরহরিৎ বৃক্ষের সাথে কোনোও সমঝোতা নয়,শুধু লড়ে মরো।

৭ একটি পাখি জানে সমুদ্র ফুঁসে উঠলে ফুঁসলে নিয়ে যায় তৃতীয় ভ্রূণ।

৮ মনখারাপের গল্প পড়তে গিয়ে হেসে উঠি অবলীলায় ,গগণ চুম্বী মন যাকে কান্নায় ভেজানো কঠিন।

৯ নষ্ট হও ,প্রভুর পথ আগলে দাঁড়াও,পান থেকে চুন খসে পড়ে পড়ুক।

১০ যত দিন যায় কান্নার ভীত শক্ত পোক্ত হয়,তাকে আরাম কেদারায় বসাও,মুক্তি পাবে।



১-লাইনের কবিতা সংখ্যা≈ তাপসী লাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

তাপসী লাহা

দশ কবিতা


১.।। হৃদয়ের কারখানায় সবাক নোনা জল ।।

২.।।   চিহ্ন হয়ে থাক,ঘুমে খুলে দিই অভ্রতম আঁচড় ।।

৩.।। দেশোয়ালি কলম, বোঁজা নালায় কচুরির সাম্রাজ্যবাদ ।। 

৪. ।।  যেন এটুকুই ছিল, হিসাবের খাতা,পাতা ভরা সব  ।। 

৫.।।  মগজমন্ত্রকে  এজেন্ডা বাড়ন্ত, ছায়াঘরে নাকাতালাশি পোড়া জীবন উলটে ।। 

৬. ।।  যেদিন তুমি হাসবে আবার,বুঝতে পারি বাঁশটি আমার ।। 

৭.।। গোলাপি হেশেলে মঞ্চস্থ হয় পালা,ভাত নাম্নি ।। 

৮. ।।  শেষ হয়ে শুরু কই, আটকে গেছে রিল সস্তা জীবনের ।। 

৯.।।  শিয়ালের ডাক  নিশুত রাতের সঙ্গম, অন্য কারো চোখে টঙ্কাপত্রের ভাসান।। 

১০. ।। স্টপেজে না ঘেমে লতিয়ে বাড়ে শেষ সলতার যৌবন ।। 

১-লাইনের কবিতা সংখ্যা≈ নিশীথ ষড়ঙ্গী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

নিশীথ ষড়ঙ্গী

সহায়
মায়ের মূর্তির নিচে লুটোনো লতার মতো মৃতবৎস্যা মেয়ে 

বৃষ্টি 
বর্ষার নাভির নিচে মৃত্যু হলো আজ

অঘটন 
শোকবার্তার নিচে চাপা পড়ে থাকে যেন শব্দকারুকাজ

প্রাপ্তি
দুঃখমেঘের নিচে বিদ্যুৎ জমকালো

কবিতা 
ভাষাস্রোতে ধুয়ে ফেলি দুঃখ অপমান 

রহস্য 
সাঁতারের অচেনা আলোকটুকু চোখের পাতায় নিয়ে বাড়ি ফিরে আসো

সৌজন্য
উপেক্ষাও হতে পারে একপলক দেখা

নির্মাণ 
অক্ষরদ্বীপের পাশে ফুটে ওঠে অপূর্বকুয়াশা

চিহ্ন
আর্তি দ্যাখো ভেঙে পড়ে লৌকিক ধূলোয়

স্বপ্ন 
তোমার ভেতরে এতো রহস্যের খনি!