Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুকান্ত ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

সুকান্ত ঘোষাল

১০ টি এক লাইনের কবিতা 

১। উড়ছে ! ( একটা সাদা কাপড়ের টুকরো )

২। নীরব পথের অনেক কথা ! ( মৌনমিছিল )

৩। ( সুপ্রিয় বস্ত্রালয় ) উজ্জ্বল লেখার বাইরে আমরা তখন কালো হয়ে যাচ্ছি !

৪। সাবানজলের নল ( রক্ত ) গড়িয়ে যাচ্ছে ! 

৫। ( ভাড়াটিয়া ) শাঁখ বাজালে গৃহের দেবতা কবি !

৬। মানুষগুলো বাদ দিয়ে একটা ( ফাঁকা ) শহর
যখন রাস্তায় নামে !

৭। অল্প খোলা জানালা দিয়ে ঢুকছে ! ( পিঁপড়ের ফৌজ )

৮। একটা তীব্র নির্জনের চেহারা ! ( হেল্প মি... )

৯। ছায়ার উপরে ( রোদে পুড়ছে ) একটা আস্ত মানুষ !

১০। চুপ করে দাঁড়িয়ে থাকা রাস্তার কল ! (কেউ খুলে দিয়ে গেছে  )


১-লাইনের কবিতা সংখ্যা≈ সুজিত রেজ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 

সুজিত রেজ

এক লাইনের কবিতা 

ক) বিসর্গ বিযুক্ত দুঃখ টিকটিকির মতো নিরীহ

খ) আমার আতা গাছে তোতা পাখি বসে না

গ) সব আশা বেঁচে থাকে অক্ষর-আশ্রয়ে

ঘ) রাত খায় ঘুমপোকা ওলটপালট পাশবালিশ

ঙ) সাঁঝালো আলোয় মৌন পাহাড় কথা বলে

চ) ঝুঁকে পড়া ভালো ঝুলে থেকে লাভ নেই 

ছ) লেখা ছাড়া দাঁড়ি যতিটি সমস্ত ক্ষেত্রেই অপ্রাসঙ্গিক 

জ) খুব স্পষ্ট হলে কাব্য নষ্ট হয় 

ঝ) মৃদঙ্গ বেজেছে মৃদু সখ্য পত্রতানে

ঞ) রিক্সা ও পালকির মিল সওয়ারে পার্থক্য বাহকে

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুধাংশুরঞ্জন সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

সুধাংশুরঞ্জন সাহা

বিরহ

বিরহের সাপ ছোবল মারলে ক্ষত তৈরি হয় মনে ।

মূল্যবোধ

সমাজ পরিবর্তনের মূল বাধা মধ্যবিত্ত মূল্যবোধ।

কাপুরুষতা

নিজেকে ভাগ্যের হাতে অর্পণ কাপুরুষতার নামান্তর ।

প্রশ্ন

উত্তর আছে বলেই কি প্রশ্ন তৈরি হয় !

এভারেস্ট

এভারেস্টের চূড়ায় উঠে একজন আরোহী কী পায় !

বিষয়হীনতা

বিষয়ের বিষয়হীনতা এতো ব্যাপক যে শুরু শেষ বোঝা দায় ।

দূরত্ব

সার্থকতা ও ব্যর্থতার মধ্যবর্তী দূরত্ব মাত্র কয়েক ইঞ্চির ।

সন্ধান

মানুষ আদতে একজন পথসন্ধানকারী মাত্র ।

অর্থ

জীবনের সব অর্থকে যোগবিয়োগে চিহ্নিত করা যায় না ।

পোশাক

পোশাকের মূল্যমান দিয়ে দুঃখ আড়াল অসম্ভব।


১-লাইনের কবিতা সংখ্যা≈ অনুরূপা পালচৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

অনুরূপা  পালচৌধুরী

বিপাক্ষিক শ্যালোফিন


১]
অলিখিত রোদ : কয়েকটা শোকাহত চাঁদের শ্যাম্পেইন

২]
অবশেষ ১টা সহজাত বৃত্তের মোক্ষতল 

৩]
যাবতীয় শূন্যের অন্তর্বাসী কানপাশায় উলঙ্গ চেতনার নেশা ওড়ে

৪]
২য় উপহারিক কাগজে মোমঋণের আমিভেদী দস্তানা  

৫]
নিয়ত চোখের জলীয় বসতি ভিজে থাকে আমিত্বঘুড়ি

৬]
এক একটা সূর্য পাল্টে ভরে দিই সময় খুনের চিরকুট 

৭]
শরীরে শরীর উপুড় দিলে সহজাত পাখি উড়ে যায়

৮]
প্রতিটা বৃষ্টির এজলাসী যৌনতায় শুয়ে থাকে নির্বাসিত শিশুবোধ

৯]
অবারিত ছায়ার ইঁদারা জেগে ওঠে মুদ্রাহীন কুয়াশা

১০]
বিকোনো সংলাপের নখে আত্মহত্যার চাঁদ জমে ওঠে

১-লাইনের কবিতা সংখ্যা≈ সঞ্জয় চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সঞ্জয় চক্রবর্তী

বিতর্কিত ব্যঞ্জন 

1. ভীতির থেকে উপচে পড়া ছায়া এক গেলাস জলের গভীরে দাঁড়ায় ।

2. ঘৃণ্য পশুত্বের কাছে সোহাগ শিখে বেদেনী রেখেছে চোখ সর্পের চোখে ।

3. মৃত্যু দাও নিঠুরের মায়া, এই ঘুঘু চরানোর উঠোনটা ভেদ করে ।

4. একাত্তরের শেষে অঙ্ক ভুলেছি, উত্তাল সমুদ্রে যেভাবে ছেঁড়ে জাহাজের কাছি ।

5. কত নৃপতির স্বর্গরাজ্য গরলে ডুবেছে, তারই মাঝে ভিক্ষুকের পাত্রে অমৃত ।

6. এই রশ্মির ঝলমলে অসততায় কেউ অনুগামী, নিপাট ধ্যানে তখনও অন্তর্যামি ।

7. আদর্শের খেতে সোনালি ধানের বুকে দুধ, অনশনের খেলা স্পষ্টত প্রহসন ।

8. সন্ধের রহস্য ঘনীভূত, কাকভোরে ব্যান্ডেজে মোড়া কয়েকটা মতাদর্শের ক্ষত ।

9. সম্রাজ্ঞীর কোমল করতলে সমুদয় তৃণ হলুদাভ, বালুচরে শুধু নোনা অভিলাষ ।

10. ঋজু শরীরের বাঁকা অনুভূতিগুলো মধুমাসে রঙিন হয়েছে, অভুক্ত আজ কে ?