Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ তমাল মুখোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       

তমাল মুখোপাধ্যায়

দশ অবগুণ্ঠন 

বোতলের ক্যারিয়ারে জল অথবা দুধের স্বপ্ন কিছু নেই। 

মাথার সাইজের থেকে বড় টুপি স্বপ্ন ঢেকে দিচ্ছে। 

শীতের চাদরে ওম নেই - আসলে তো কুয়াশা মাখানো জিজ্ঞাসা।

ওষুধের পথ্যের সম্পর্ক  ব্যস্তানুপাতিক, বিবশ।

আগুনটা একটু উসকে  দেখা দরকার বড় হাঁড়ি চাপানো যায় কিনা?

গানের আসরে অনুপস্থিতি আরও পঙ্গু করে চিন্তার বিস্তার 

যাদের না লিখে নিস্তার নেই তারা এক একটা অতিরিক্ত জিন বিশিষ্ট 

ধার করা গাড়িতে চেপে গন্তব্যে পৌঁছানো সহজ কথা নয় 

লুকোনো  বাতাসগুলো খুঁজছি কার্বনডাইঅক্সাইড চিনবো বলেই

১০
চা-এ প্রথম চুমুক দিতেই গম্বুজের মাথায় টিপ এঁকে দিল দিবাকর।
 

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিধুরা ধর

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

বিধুরা ধর

ভালোবাসা

১) অতলান্ত মনের গহীনে খোঁজা নিঃশব্দ,হৃদস্পন্দন।

২)  বৃষ্টি মেঘের বুনোট সুতোয় স্বপ্নের,চাদর বোনা।

৩)  সময়ের স্রোতে ভাসা মন বন্দরে,নোঙর  ফেলা ।

৪)  বেরঙ্গীন  মনের  জলছবি আঁকা,মনের ক্যানভাসে ।

৫)  প্রত্যাশার নতুন স্বপ্ন অনুভবে,পায় প্রাণ।

৬)   কাঁটা বাছা গোলাপের লাল চেনা,ফুলের অভিনব ঘ্রাণ।

৭)    হলুদ পাতা সবুজ হওয়া... অনাবিল,সুখের জন্ম ।

৮)     মান অভিমান পালাবদল ভাবের,ঘরে জটিল জীবন।

৯)    বিবর্ণ বিদেহী প্রেম আজ,কম্পিউটার গেম ।

১০)  বৃষ্টি ভেজা মনের উঠোন ছলকে,ওঠা গান ।।


১-লাইনের কবিতা সংখ্যা≈ মধুমিতা রায় চৌধুরী মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

মধুমিতা রায় চৌধুরী মিত্র

রঙ

সকল রঙে আমার মন রাঙিয়ে, পাহাড়ের বাঁকে বাঁকে সাঁঝ নামে!!

দুঃখ

ভিড়ের মাঝে ভীড়ে গিয়ে, দুঃখ গুলি যায় মিলিয়ে!!

খোঁজ

হাজার ভিড়ের মাঝে রোজ, তোমার আমি রাখি খোঁজ!!

অবসন্ন-ভালোবাসা

ভালোবাসা আজ ভালোবেসে ক্লান্ত, ভালোবাসা আজ ভীষণ অবসন্ন!!


অদৃশ্য

দিনের আলোর গভীরে আছে রাতের তারা গুলি লুকায়ে!!

মলিনতা

দোষ দোষারোপ গুলি ঢেকে যায়, আর্তনাদের কোলাহলে!!

চুপ কথা

কথা গুলি শুধুই হয়, কথা বন্ধ হওয়ার জন্য বোধহয়!!

ব্যর্থ পূজা

দেবত্ব তুমি পাওনি কখনো, আবেগের বশে পুঁজেছি তোমায় তখনো!

জীবনের মানে

জীবনের অর্থ কল্মিফুলেও বিরাজ করে, গোলাপ তো শুধু রঙ-গন্ধ বহন করে!!

ঠিকানা

বন-পাহাড়ির দেশে, যেথায় মেঘেরা এসে মেসে, রেখেছিল আমায় সেথায়, দারুন ভালোবেসে!!

১-লাইনের কবিতা সংখ্যা≈ স্বপন নাগ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||       

স্বপন নাগ

শুধুই মানুষ

১.
ঠিকানাহীন চিঠির মত দিন চলে যায় এলোমেলো।

২.
স্তব্ধতার উঠোনে আজ বাজছে শোনো নীরবতার গান।

৩.
ফুল আর বৃক্ষেরও আগে মাটির কাছে যাও।

৪.
পর্যটন শেষে এবার দাঁড়াও দর্পণ সমীপে।

৫.
সাদা পৃষ্ঠার বৈধব্য জুড়ে কলমের অবিরাম আর্তি।

৬.
ব্যথার সঙ্গে শুই, বুকের মধ্যে থুই।

৭.
ভালো আছি, এ উচ্চারণে ধূলো জমে আছে।

৮.
তাকে ডাকো, তাদের -- মুখরিত হোক এ মিছিল।

৯.
নদী জানে জলের কথা, জল জানে দুই চোখকে।

১০.
সবশেষে থাকে শুধু মানুষ আর মানুষ এবং মানুষ...

১-লাইনের কবিতা সংখ্যা≈ মধুমিতা রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

মধুমিতা রায়

অপ্রকাশ‍্য

পেরেক ভিতরে যেতে শোনা কাঠের চিৎকার।

বরফ

সফেদ বরফ তাপে আরো লজ্জাহীন।
 
অপেক্ষা 

পেনসিল ধারালো বলে চুপচাপ এখনো কাটার।

দুর্লভ

নগ্ন পা মাটির বুকে  খোঁজে সরলতা।

মূল‍্য

পেনের রঙেরা শেষ, শিষ মূল‍্যহীন।

শাস্তি 

পাঠ‍্যবই ছড়ি নিয়ে  আগলায় সন্তান।

ইচ্ছা 

শিশির চেয়েছে বলে  মিশেছে মাটিতে।

স্পন্দন

হৃদপিণ্ড কখনো যেন সঙ্গীহীন নয়। 
 
গভীরতা

দাঁতের গভীর রাস্তা  চেনে জিভ।
 
শূণ্যতা 

লাল জামা ছিড়ে গিয়ে রক্তশূন্য হয়।