Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌতম তালুকদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

গৌতম তালুকদার

দশ কবিতার ডালা                         

১/ 
কবিতা কাঁচ নয় অভিমানী হদয় ।

২/
রোদে পুড়বো বলে কুয়াশায় ডুবে আছি।

৩/
খেয়া নিয়ে মন মাঝি যায় চলে যায় ।

৪/
আকাশের তাঁরারা কবে আমায়া ঘিরে রাখবে?

৫/
মেয়েটি কাজল কেন পড়লো না চোখে ?

৬/
তুমি কি রেখে চলে গেলে চাঁদের দেশে ?

৭/
জীবনের অপর নাম কচুর পাতা জল !

৮/
কেমন আছো তুমি তোমার দামী সোকেসের মাথায় ? 

৯/
আকাশ কেন তুমি গঙ্গাকে ধরে রাখতে পার না ?

১০/
শীতের ঠোঁটে তোমায় দেব উষ্ণ চুম্বণ।

১-লাইনের কবিতা সংখ্যা≈ দীপ্ত অধিকারী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

দীপ্ত অধিকারী 

জীবন

১। "জীবন সুন্দর, তবুও বেঁচে থাকাটা রহস্যময়"
২।  "এসো ছুঁয়ে দেখি আর একবার অস্ত যাওয়ার আগে"
৩। "স্বপ্ন দেখি বলেই তোমায় এত ভালোবাসি"

৪। "প্রেম হয় খোলা আকাশের নিচে, ঘর বন্দি প্রেম মৃত্যুর সমান"

৫। "সুন্দর চেহারায় নয় মনের জানালায় খুঁজি তোমায়"

৬। "জলন্ত প্রদীপ চুষে নেয় রক্তমাখা শিষ"

৭। "ঘড়ির কাটা এখনও ঘুরছে, হয় তো থেমে যাবে তুমি চলে গেলে"

৮। "বলে দিও তারে, ঘুমন্ত শহর আজও জেগে আছে"

৯। "জীবন্ত লাশ খুঁজে পাই অবহেলার দ্বারে"...

১০। "আমারও একটি নদী আছে,যার কোনো কূল নেই আছে শুধু ঢেউ "

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুমন চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

সুমন চক্রবর্তী

জীবনের আয়নায়
 
১: কুয়ার জলে মুখ দেখি,কুয়ার সাথে কথা বলি...

২: নিস্তব্ধ দুপুর বিকালের আনাগোনার শব্দ বিভোর...

৩: চলন্ত যান বাহনে দূর কাছে এলে, শরীর কথা বলে...

৪: ঈশ্বর তোমার চরণে একনিষ্ঠ সেবক, নবজীবনের প্রার্থনায় সরব...

৫: এ পাশের কথা, অন্য পাশে এসে বির্তক ভরে রাখে-অভিমানে...

৬: জবুথুবু মন করে বিচরণ অকারণ, চেতনার ভারে মিশে...

৭: শ্মশানে নীরবতা-চিতাভষ্ম জমে পাতায়, একাল ওকাল...

৮: মহুয়া ফুলের তীব্র গন্ধ, সময় বয়ে চলে দূর দিগন্ত...

৯: আলেয়ার হাতছানি-নি:শব্দ অতীত, এগ্রাম সে গ্রাম...

১০: আমি তো কাছে পিঠেই থাকি - সবুজ দেহে খেলছে দেখ, শ্বাস-প্রশ্বাস...

১-লাইনের কবিতা সংখ্যা≈ অনির্বাণ রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

অনির্বাণ রায়

শৈশব

বিমূর্ত শৈশব বাঁধা রামধনুর আগলে।

 

কৈশোর

বাতায়নে আজও বন্দী ছটফটে মলয়-পবন।

  

যৌবন

অলীক খেয়ালে সুবাসিত ইতিহাস মস্তিষ্কের ক্যানভাসে।

 

গোধূলি

বইয়ের হলুদ-পাতা নিঝুম গোধূলি কথা।

  

ভুবনডাঙা

মনখারাপের চৌকাঠে ওই ভুবনডাঙার মাঠ।

 

পরিচয়

পলাশ -বীথিকায় রাঙামাটি সিঁথি এঁকে দেয়।

 

জবানবন্দি

বসন্ত-পল্লবের মতো ঝরে যায় জবানবন্দি।

 

ব্যাকুলতা

ব্যাকুল বাতাস দোরে দোরে এখনো আকুল!

 

নিরুদ্দেশ

নদীর স্রোতের কাছে সত্যি লেখা আছে।

 

যবনিকা


নক্ষত্রের মৃত্যু হয় কোন অজানায়

১-লাইনের কবিতা সংখ্যা≈ শর্মিষ্ঠা সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শর্মিষ্ঠা সাহা

দশচক্র

 ) আল ধরে হেঁটে যায় পিঁপড়ের দল ,বর্ষা সময় 

 ) ভাঙা কার্নিশে গেঁথে দিই দূর্বার বীজ , ঘাসফুল 

 ) বালিশের তুলো জানে রাত্রির ভার ,অগোচরে যুযুধান 

 ) টুপ করে গলে পড়ে জোছনা যখন শীত ঘন হয়ে বসে খুব কাছাকাছি 

 ) চিরুনীতে লেগে থাক আতরের ঘ্রাণ থাকি স্বপ্নবিলাসী 

 ) আঙুলে চুঁইয়ে পড়ে বিলাসীযাপন নোনাজলে কবিতা নামে 

 ) কত চিঠি লেখা হয় অথচ মাকড়ের জাল বোনা ডাকবাক্স খোলা পরে থাকে 

 ) টেলিফোন বেজে যায় আর শার্শীর টুকরো জমে গেলাসের জলে

 ) বড় হতে হতে তুমি মিনার হলেও আমি অগম্য শব্দদ্বীপই থেকে যাব 

 ১০) আমরা বুঝিনি কিছু রামধনু হয়ে গেল অস্থির উপত্যকা