Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ অভিজিৎ পালচৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

অভিজিৎ পালচৌধুরী

লাইফের টুকিটাকি...

১.
তোমার চোখে জল নেই, অপার অনন্ত আঁকা ।

২.
আবছা ফেরিঘাট কুয়াশায়, প্রতীক্ষায় যেন কেউ।

৩.
ক্ষেত্রফল কষতে চাওয়া পরিসীমাহীন বৃত্তের ।

৪.
ডিঙ্গি নৌকোঘর ছলাৎ ছলাৎ, উজান দরিয়ায় ।

৫.
খালাস চাইলে জীবন মুচকি হেসে ওঠে ।

৬.
পথ আগলে ফসল শ্রমিক, পা রাখবে কোথায় !

৭.
শব্দের বীজে ফুল ফুটেছে, চাঁদ উঠবে কি আজ !

৮.
ভোরের ভ্যান-রিকশা সবুজ বিষাদ বয়ে যায় ।

৯.
স্বপ্ন-কুটে রাখা ব্যঞ্জণ, মন তবু ঐ সবুজ ধ্যানে ।

১০.
আনপ্লাগড্ মৃত্যুর ঝর্ণাতলায় ভেজে মুহূর্ত জীবন।

১-লাইনের কবিতা সংখ্যা≈ সংযুক্তা পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সংযুক্তা পাল 

১.সন্দর্শন

শয়তান দুহাতে মিলিয়ে দেখে নেয় মুদ্রার এ-পিঠ–ও-পিঠ।

২.লবনাক্ত

ঘামের ধর্ম নুন ঝরাবেই।

৩.বিষ্ময়বোধক

ঈশ্বর, আগুন ছুঁয়ে মিথ্যে বোলোনা!

৪.খাদ্য

খুদ-এ শর্করা মিশলে খাদ্যগুণের হিসেব অবান্তর।

৫.আসামী

ভরসন্ধের প্রদীপ সাক্ষী শরীর আসামী...

৬.রাত্রিমানবী

উনুনের আগুনে রুটি...রাত সেঁকে রাত্রিমানবী।

৭.অহল্যা-বৃত্তান্ত

ঋষিমন—দিনভর কর্ষণ, অবশেষে দো-ফসলী জমি।

৮.জন্মান্তর

একটা পুরোনো চশমা– পূর্বজন্মের স্মৃতি।

৯.জন্মজ

মানুষের 'গীতা-জন্ম' খুঁজে খুঁজে হয়রান ঈশ্বর।

১০.জৈবিক

হে আদিম দেবতা, কৃষ্ণগহ্বরে ভালোবাসা প্রবেশ করিও না।

১-লাইনের কবিতা সংখ্যা≈ মৌমিতা পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

মৌমিতা পাল

কবর বানচাল


১.গাছের গোঁড়ায় জল দিলে মাটি ভিজে যায়


২.নিমেষে ঘষতে ঘষতে চালু হল আসবাব


৩.শ্রান্তির ঘুমের ওপরেই টাঙ্গানো থাকে চ্যাপ্টা মশারি


৪.জঙ্ঘা দাঁড়িয়েছিল গ্রীবাহীন শীতের গ্রীষ্মে


৫.ফাঁকা ঘরে কেঁদে যায় নিঃস্ব জীবন


৬.ঈশ্বর কি নগ্ন হবে ঈশ্বরীর ম্যাজিকে


৭.বুকের ভেতর খুন হয়ে যাক পুরোনো দুখ


৮.বিকেল পালালে আনন্দের চারণভূমি খোঁজে সন্ধ্যা


৯.মানুষই আঘাত করে অকৃতজ্ঞ বলে


১০.জীবন আর স্বাদের লোভে কবর বানচাল


১-লাইনের কবিতা সংখ্যা≈ মৌমিতা মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মৌমিতা মিত্র

অন্ধকার সময়ের উত্তপ্ত অক্ষরেরা


আমার চারপাশের অন্ধকারের নাম সময়।

প্রতিটি মিলন অতিথির সাথে ক্ষণিক সাক্ষাৎ — মুহূর্ত পরেই সে অন্য কোথাও।

থেমে যাওয়ার মুহূর্তে বাকি থাকা প্রতিশ্রুতিরা পথ ভুল করে।

প্রতিটি ফিরে আসায় মিশে থাকে অনেকগুলো হারিয়ে যাওয়া।

ফেলে আসা দিনগুলোর হলুদ আলোয় আমাদের সন্ধেগুলো আলো পায়।

দু'চোখের গভীরতায় দূরত্বের আভাস আমাদের প্রস্তুত করে প্রতিদিন।

হতাশা একটি শব্দ; একাকীত্ব একটি অবস্থান; পথ চলা এক সিদ্ধান্ত।

সূর্যোদয়ের কাছে আগামীর রাত্রিরা জমা রাখে শ্বাস-প্রশ্বাস।

বাঁধানো রাস্তার ফাঁকে ফাঁকে সবুজ উঠলেই নতুন পথ উঁকি দেয়।

১০
ঘাসের গায়ের সবুজ গাঢ় হলে আমাদের মাঝের শূন‍্যস্থান আরও একটু বুজে আসে।







১-লাইনের কবিতা সংখ্যা≈ পার্থ সারথি চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

পার্থ সারথি চক্রবর্তী

অনুভবের সীমানা ছাড়িয়ে 

১|
একটি হরিতকি গাছের নিচে ছায়া, সঙ্গে জড়ানো অনাবিল মায়া।

২| 
শিখরের আহ্বানে পাহাড়ে উঠে দেখি, কেমন সরে সরে যাচ্ছে।

৩|
আটপৌরে সময় নির্দ্বিধায় কতকিছু বলে যায়, প্রিয় বা অপ্রিয়!

৪|
মোরামে বাঁধানো পথের বুকেও গর্ত নামের অনেক ক্ষত থাকে।

৫|
নদীর সঙ্গে চলেছি কতদিন, কতদূর; তাও মনে হয় কত অজানা!

 ৬|
এত আলো, তাও কেন এত অন্ধকার!

৭|
ডাক শুনেও আটকে যাই কোন এক অদৃশ্য বাধার কাছে।

৮|
আকাশের মেঘে কত স্বপ্ন আঁকি, রঃ তুলি ছাড়াই।

৯|
বোধনেই যখন বিসর্জন, টাইমলাইনে তখন নেটওয়ার্ক জ্যাম।

১০|
হিসেব মেলে না কিছুতেই সাইকোপ্যাথের ক্যালকুলেটরে!