Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ সায়ন্তনী হোড়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

সায়ন্তনী হোড়

শব্দ
বাতাস ভেঙে গেলে ভাষার পাপড়িরা  ছুটে আসে 

শূন্য

প্রতিটি কোলাহলের মাঝে  নিস্তব্ধতার মালা জড়ানো থাকে

বৃষ্টি

মেঘের বোতাম খুললে  শ্রাবণের আত্মদর্শন হয়

তীব্রতা

প্রতিটি একাকিত্ব জানে শূন্যতার তীব্র চিৎকার
   
নষ্ট কথা

শ্যাওলার ভিড়ে কথোপকথনের সমীকরণ নষ্ট হচ্ছে


কাঠিন্য

সহজের বিপরীত চিলেকোঠায় তুষারপাতের ইঙ্গিত  আছে

সাংসারিক

ফুলের কৌণিক বিন্দুতে ভ্রমরের সংসারের বীজ লুকানো


ক্ষুধা

রান্নার কাছে খিদের পরমায়ু গচ্ছিত থাকে


আবছায়া

মাছ আঁকলে বিড়াল ভ্রমণের কাহিনী উধাও হয়ে যায়

ভ্রম

মন ভুলে যাচ্ছে মিথ্যে জীবনের অ-সুখের কথা


১-লাইনের কবিতা সংখ্যা≈ নবনীতা সরকার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

নবনীতা সরকার

নীল জল এবং বিচ্ছেদ
              

১/ আমাদের দৈনিক চলায় রজঃস্বলা হয় নদী।

২/ ফুলের স্পর্শে কথা লেখা থাক,সময় তরল হও!

৩/ বুকের বাঁপাশে পরিত্যক্ত গ্রাম....ফেলে রাখা সহবাস।

৪/ কথায় কথায় ভেসে যাওয়া রাত,নিঃশব্দের ফসল কাটে।

৫/ ওরা নিঃস্ব,ওরা সর্বস্ব,ওরা ঈশ্বর প্রলেতারিয়েৎ

৬/ সন্ধ্যের পোড়া ঠোঁটে, ভেসে ওঠে পাহাড় প্রেমিক।

৭/ উন্মুক্ত হও শব্দ মেয়ে...আঙুলের ফাঁকে জ্বলে উঠুক দেশ।

৮/ নীল জলের মত ভেসে থাকা তুমি আর বিচ্ছেদ। 

৯/ ভালোবাসি,বলতে নেই...আকন্ঠ তৃষ্ণায় চোখ বুজে যায় যেন।

১০/ এ পিঠ থেকে ও পিঠ, হেঁটে যায় ছায়াশোক প্রহসন।

১-লাইনের কবিতা সংখ্যা≈ আমিনুল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||

আমিনুল ইসলাম 

১দশক

কয়েক ফোটা চেতনার নীলে সাদা পায়রার পালক ভাঙছে ১আকাশ দুঃখের আয়না

প্রজাপতির ডানায় আঁকা টলটল জলের শরীরে লুকিয়েছিল জোনাকির স্রোত  

আফিমের গভীরে অগভীর সম্পৃক্ত খঞ্জর রেখে ঘুমিয়ে আছে কুমিরের শৈশব 

ক্লোরোফিলের মুচকি হাসি দেখে চনমনে রোদচশমা বেরিয়ে এলেন বারান্দায়

না বলা কথার ওভার বাউন্ডারিতে জ্বলে উঠছে স্কোরবোর্ড

স্রোত সম্পর্কিত জানালার পলক পড়তেই ১টি অন্ধকার দ্বিচারি হয়ে ওঠে 

দুয়োভাষ দরজার সামনে দাড়িয়ে আছেন নীল  কাকাতুয়া 

৭ ও ১৭-র মাঝে ১০টি খোলা দিগন্তের সন্ধান রাখাছিল 

সুন্দরের দিকে ১০পা এগিয়ে গেলে গলতে শুরু করে বরফ

১০
বরফের হৃৎপিণ্ডে ১টি রিভলভার কুম্ভকর্ণের সাথে পাল্লা দিচ্ছে

১-লাইনের কবিতা সংখ্যা≈ রোশনি ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রোশনি ইসলাম

রঙিন ডানায়

১। আকাশ আর মাটির মাঝে বহুতল ঘর

২। বয়ে যাচ্ছে নদী ঝিলমিল রোদ্দুর পতঙ্গ উড়ছে

৩। ভাঙছে বাতাস পালতোলা নৌকা চাঁদনি রাত

৪। শব্দের সীমাহীন উত্থান-পতন ছড়িয়ে যায়

৫। গ্রহাণুর গতিশীল অলৌকিক চারণভূমি স্পষ্ট হয়

৬। মাথা ছোঁয় প্রাচীন বটবৃক্ষ কত সহজ কত নিকট

৭।  দূর থেকে ভেসে আসছে লোকসঙ্গীতের সুর

৮। তরঙ্গে তরঙ্গ ওঠে হেঁটে যায় ছায়াশরীর

৯। আকাশে বেশ কিছু বিমান উড়ে গেল

১০। এসো বুদবুদ অনন্ত দিগন্ত ছুঁয়ে খেলা করি

১-লাইনের কবিতা সংখ্যা≈ ময়ূখ হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

ময়ূখ হালদার

খাণ্ডববন 

১] মোমবাতি চাঁদ

২] চেটেপুটে কলঙ্ক বেছে খেয়ে ফেলছি

৩] জ্যোৎস্না আর অন্ধকারের গা থেকে ছিঁড়ে নিচ্ছি পোশাক

৪] সকালের মুখরোচক নাস্তা হিসেবে

৫] নক্ষত্রদের বিষাদ লিখে রাখছি ধানখেতের পাতায়

৬] কুমিরের কান্নার ফাঁক দিয়ে দেখলাম

৭] আলজিভ ঠেলে বেরিয়ে আসা দু'মুখো সাপের

৮] জন্ম-বৃত্তান্ত গচ্ছিত আছে পাঁজরের ভেতর
 
৯] নির্বিষ ঢোঁড়ার ফোঁসকাহিনি

১০] দাউ দাউ দাবানল নির্বাচিত চুল্লির ভেতর অগ্নিদগ্ধ খাণ্ডববন