Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিকাশরঞ্জন হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

বিকাশরঞ্জন  হালদার 

১০ টি কবিতা 

১.  বেঁচে আছি কণ্টকিত যিশুর  মতো সহনে 
২.  তুমি আসলেও  এলে না 
৩.  বৃষ্টিতেও আগুন জ্বলে 
৪.   বিশ্বাস হাত ফসকে পালিয়ে যায় 
৫.   আকাশটাকে জানলায় এনে ছোটো করতে নেই 
৬.   তুমি শেষবার হয়েছো কতো বার 
৭.   সম্পর্কের  সংজ্ঞা কোনো বেড়া হতে পারেনি  এখনও 
৮.    সবুজ মন আর সমুদ্র  সমার্থক 
৯.    শীত মানেই  শীতল নয় 
১০.  জীবন আসলে  আশ্চর্য কতকগুলো বাঁক 

১-লাইনের কবিতা সংখ্যা≈ রুবি রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

রুবি রায়

দশাবতার 

১. বাসি ব্রা-তে একটা হাইব্রিড দুঃখ চেয়ে আছে 

২. তিতির পাখি, ডিমে স্বপ্ন সাজিয়েছি 

৩. খোপার আলগোছে খসে পড়ে পূর্বরাগের বিষমবাহু চিহ্ন 

৪. শুধু দরকার -- আমার ব্রহ্মাণ্ডে তোমার শুক্রাচার্যের নিউক্লিয়াস 

৫. আমার প্রেমালাপ জমে আছে RKSY-1 কার্ডে

৬. কলঙ্ক আপডেট হয় অতিভূজে 

৭. আমার আকাশে অ্যানিমিয়া আক্রান্ত জোছনা 

৮. আনইউজড ন্যাপকিনও রোমান্টিক কবিতা লেখে 

৯. প্রতিটি ডিম্বানু স্যাক্রিফাইস করে পুর্নজন্মের জন্য 

১০. আধখাওয়া গলির মোড়ে যৌবন পূর্ণতা পায়

১-লাইনের কবিতা সংখ্যা≈ মায়িশা তাসনিম ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মায়িশা তাসনিম ইসলাম

ওয়ান লাইনার গেমস

১ 
মাদকের জিভ কেঁটে দাও প্রিয়তম, ঠোঁটে ঠোঁট  পুনর্বাসনে...

আমার মা খুব সৌভাগ্যবতী, তিনি চিৎকার করে কাঁদতে পারেন

প্রতিবন্ধী ভাইয়ের কান্নার রাতগুলোতে প্রেমিকের জন্য আর আত্মহত্যা করা হয় না...

আমার ভেতরে কোনো চেকবুক নাই কিন্তু টাকার কান্নাটা রয়ে যায়

ভাবনা চিন্তা ঘষতে লাগলে কাদের এঁটো হাতের দলা দলা মসলা ওঠে?

আত্মাটা পেঁয়াজের খোসার মতো খোলো প্রিয়, একটু কাঁদি আমি...

ব্যাকপেইন ফুড়ে একটা পাখি উড়ে গিয়ে বসলো বাবার অক্সিজেন মাস্কে

যোনী থেকে কান্না শুষে নেওয়া প্রেমিকের পদচিহ্ন--মৃত্যুগন্ধা রমণীর জল বিপ্লব

কুড়ায় পায়া এতোদিন অনেক লালন পালন করছো মনের

১০
তোমার দরজায় হাত নয়, হৃদয় খটকার ঠকঠক

১-লাইনের কবিতা সংখ্যা≈ কুশল মৈত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

কুশল মৈত্র

১ লাইনের কবিতা

১।

একটা চুম্বনই শরীরে ভূকম্পন আগ্নেয়গিরির প্রস্রবণ আনে

২৷

সময়ের অনুপম চেয়ে রয়েছে বিকেলজুড়ে স্মৃতির কান্নায়৷

৩৷

তোমার চলে যাওয়াটা কবরে শুয়ে থাকার অনুভূতি৷

৪৷

দিনান্ত ঝুলতে থাকে স্বপ্নমাখা বেহালা বারান্দায়৷

৫।

মৌ নামটায় ভালোবাসা দহন শরীরী অগ্ন্যুপাত বয়ে চলে

৬।

মৃত মানুষটি প্রশংসা-দুঃখে কাতর হয়ে রয়েছে শব হয়ে।

৭।

প্রতিটি লাশের মধ্যে ধরা আছে কবিতা-কাহিনি৷

৮।

পারলে খুন করে দাও আমায় কিন্তু করুণা করো না

৯।

স্মৃতির দেয়ালে রাখা আছে তোমার ঠোঁটের রাতলেখা উষ্ণতা

১০

বিকেল এলেই তোমার কথারা ভিড় করে জীবন্ত ধমনী ছুটে বেড়ায়

 


১-লাইনের কবিতা সংখ্যা≈ নীলিমা দেব

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

নীলিমা দেব 
দশচক্রের দশ লাইন

 1.

 কিছু শব্দ থেমে গেলে নৌকো-নৌকো কবিতা জল বুনে গুলজার  

 2.

এক চুমুক নীলে বিষয়ের বাইরে জিরাফটুকুই আকাশ

3.

ছেঁড়াছেঁড়া আয়নায় নেশা হয়ে আসছে দুমুঠো নদী

4.

অরণ্য পাখির সফেদ থেকে উঠে আসা শূন্যস্থান আসলে বার্বি চাঁদ  

5.

এই দৃশ্যে পাখির ছিটকিনি খুললেই মূর্ছা যাবে জল

6.

ভালোবাসা গোছাতে গোছাতে রিপিট হয়ে যায় ফুটবল

7.

অনেকটা মনের পর এক চোখে মন আর অন্য চোখে নীলবিতান

8.

 এক নৌকোয় বারো নদী বারো দিকে মোনালিসা 

9.

রাঙা আলু চাঁদে মিশে যেতে যেতে প্রায় l মেয়েটির ভূগোল

10.

 নাহ আপেলটার কোনো শুরু ছিল না