Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ হামিদুল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

হামিদুল ইসলাম

দশ কবিতা

1) ভেসে ওঠে জরায়ু বিপন্না পৃথিবীর মৃত জলচ্ছবি ।

2) আমার প্রেম প্রতিদিন আবদ্ধ তোমার উন্নত স্তনের বোঁটায় ।

3) কতোদিন দাঁড়িয়ে আছো প্রেমহীন অন্ধকার রাত ।

4) মায়াবী ভবিষ্যৎ হাতছানি দেয় প্রতিদিন মৃত‍্যুর কাঠগড়ায় ।

5) এখানে রাতের হায়নারা চরে বেড়ায় শঙ্খ চিলেদের মতো ।

6) মুখরিত জীবনের ভাষা পুড়ে খাক হয়ে যায় শহীদের চিতায় ।

7) তোমাকে ভালোবাসি তোমার জন‍্যে তুলে আনি পারিজাত ফুল ।

8) হেমন্তের শীতে লেপের ভেতর আমি হই পাগল -----বদ্ধ পাগল ।

9) আউসের ক্ষেতে অবিনশ্বর আত্মার রম‍্য রচনার ইতিহাস ।

10) বসন্তের ঝরা পাতায় তোমাকে দেখি বাউলের বিদগ্ধ প্রাণ ।

১-লাইনের কবিতা সংখ্যা≈ মহ. ওলিউল ইসলাম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মহ. ওলিউল ইসলাম

মানুষ- শতাব্দীর ঈশ্বর

১/ ...হে পাপিষ্ঠ অবতার এমন সভ্যতায় তুমিই নিরক্ষর ঈশ্বর |

২/ অবরুদ্ধ সময়;আয়ুর হিসাব কষে রাজাও গণক হয়|

৩/ কিছু শব্দ ঝরছে কিছু উত্তাপ শক্ত করছে ভিন্নতার প্রাচীর |

৪/ মসনদের রাজা সফেদ রুমালে লুকিয়ে রেখেছে গভীর অন্ধকার|

৫/ নিস্তব্ধের  কিনারায় ভূমিষ্ঠ শিশু ইতিহাস|

৬/ নিস্তব্ধতা সব দিক থেকে তবুও কিছু ভাঙ্গা শব্দ এমন আবহে আধুনিক  হয়|

৭/ ভিড়তন্ত্র ছুটছে দশদিক ঘিরে ছুটছে;শূন্য দখল,_দখল শূন্য|

৮/ মৃত্যুর আবছায়াতে উৎসবি মহড়া বেদনার প্রচ্ছদ আঁধারের বুকে|

৯/ পিচ্ছল তাপ দেহের সব প্রান্ত ছুঁয়ে জীবন্ত করেছে আদিম দুঃখ|

১০/  রোজকার আহাজারি ঢাকা পড়ে বঞ্চনার সামিয়ানায়| 

১-লাইনের কবিতা সংখ্যা≈ বন্যা ব্যানার্জী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

বন্যা ব্যানার্জী

১- মা 
দু হাতে আগলে আছে ভেতরের আমি।

২- প্রেম
অভ্যাস করে নিয়েছি তোমার অনভ্যাস

৩- বিরহ 
নির্জন ষ্টেশনের পিছুটান।

৪- জন্মান্তর 
ভীড় বাসে দেখেছিলাম তাকে।

৫- বারান্দা 
নি:স্ব হবো বলেই ফিরে ফিরে আসা

৬- জীবন
প্রতিটা ভোর ই নবজন্ম।

৭-ছাদ 
এসে দাঁড়ালেই পৃথিবী টা নষ্ট নীড়।

৮- চিলেকোঠা
বেওয়ারিশ নম্বর,রিং বেজে যায়।

৯- মন 
অনন্ত পরবাস।

১০- ভালোবাসা
না বলা কথারা বৃত্তের পাশে হেঁটে যায়।

১-লাইনের কবিতা সংখ্যা≈ শম্পা ব্যানার্জি

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শম্পা ব্যানার্জি

এক লাইনের কবিতা

১.জানতে চাও বেঁচে থাকা, যখন স্বপ্নে দেখি তোমায় ।

২. কাঁটার বাস্তব নয়, পাপড়ি জুড়ে শুধু গোলাপি ভালোবাসা।

৩. বিদায় চেয়েছিলে,  তাই খুঁজে নিলাম তোমায় পৃথিবীর আলোয়।

৪. তোমায় শুনি  সূর্যোদয় থেকে সূর্যাস্ত, ম্যাপলের গানে।

৫.  ঝরে যাওয়া ম্যাপল পাতার মর্মর ধ্বনি, চিঠি লেখে তোমায়।

৬.ভালোলাগা সে শুধু বেঁচে থাকা, ভালোবাসা এই পথ চেয়ে থাকা।

৭. ঠিকানা এখন কুশি নদীর পাড়, পাহাড় জঙ্গল কিনছি রোজ, দেবো যে তোমায়।

৮. কুয়াশা আলোয় তুমিই তবে অশরীরি? জোছনা কলমে তোমার কথা বলি।

৯. আঁধারের বুকে পেয়েছি আকাশ গঙ্গা। অপেক্ষামান আমি, তোমার পথ চেয়ে।

১০, চলো, মেঘের উড়ানে, হেমন্তিকা শরীর ছোঁবে ঠোঁট,  ঠিকানা হবে  চিরবসন্তে। 



১-লাইনের কবিতা সংখ্যা≈ শীর্ষেন্দু পাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      

শীর্ষেন্দু পাল

১. নিদ্রিত
তোমাকে নিদ্রিত রেখে - ভেঙেছি নিঢেউ জল

২.  দুঃখ
প্রতিটি নৌকার গায়ে জলের দুঃখ লেগে থাকে

৩.  যুক্তি
যে কোন আত্মহননের স্বপক্ষে যুক্তি আছে

৪.  বিপ্রতীপ
তোমরা মরলে মরদেহ, আমরা মরলে লাশ - সাবাশ সাবাশ

৫.  বিলবোর্ড
কষ্টের কোন বিজ্ঞাপন হয় না

৬. শুশ্রূষা
নাম নয় বরং তোমাকে বিশল‍্যকরণী ডাকি

৭.ছায়া
ছায়াকে পোড়ানো যায় না - সে অমরও নয়

৮.  স্বীকারোক্তি
ফল কাটলেও, ছুরি রক্তই চায় শেষপর্যন্ত

৯.  সময়জ্ঞান
সরে দাঁড়ানোর জন্য একটা নিখুঁত সময়জ্ঞান লাগে

১০.  যা দেখি
শুধু মর্গে নয় ভাইসাব, পচা গলা লাশ আজ চারিদিকে