Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ শর্মিষ্ঠা সাহা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

শর্মিষ্ঠা সাহা

দশচক্র

 ) আল ধরে হেঁটে যায় পিঁপড়ের দল ,বর্ষা সময় 

 ) ভাঙা কার্নিশে গেঁথে দিই দূর্বার বীজ , ঘাসফুল 

 ) বালিশের তুলো জানে রাত্রির ভার ,অগোচরে যুযুধান 

 ) টুপ করে গলে পড়ে জোছনা যখন শীত ঘন হয়ে বসে খুব কাছাকাছি 

 ) চিরুনীতে লেগে থাক আতরের ঘ্রাণ থাকি স্বপ্নবিলাসী 

 ) আঙুলে চুঁইয়ে পড়ে বিলাসীযাপন নোনাজলে কবিতা নামে 

 ) কত চিঠি লেখা হয় অথচ মাকড়ের জাল বোনা ডাকবাক্স খোলা পরে থাকে 

 ) টেলিফোন বেজে যায় আর শার্শীর টুকরো জমে গেলাসের জলে

 ) বড় হতে হতে তুমি মিনার হলেও আমি অগম্য শব্দদ্বীপই থেকে যাব 

 ১০) আমরা বুঝিনি কিছু রামধনু হয়ে গেল অস্থির উপত্যকা 




১-লাইনের কবিতা সংখ্যা≈ সুকুমার হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

সুকুমার হালদার 

দশ মণিহার

১/এখন কেবল জল আর পানি নিয়ে গন্ডগোল 

২/ রাতভর ভেসে যাওয়া খেয়া মাটি ছোঁয়ার প্রার্থনা জানে

৩/ তোমার অশ্রু কোনো না কোনো মানুষের ঈশ্বর 

৪/ দু'জনের মাঝে কেবল চাঁদের জঞ্জাল 

৫/ দেবতাদের মতো অপদেবতারা কোনো না কোনো ছায়ায় বাঁচে 

৬/ আমারই রক্তলেখায় তুমি কেবলই ভাঙা প্রত্নতত্ত্ব 

৭/ মাপা ছন্দের যাপনে নগ্নতার মধ্যেও জিজ্ঞাসা 

৮/ আগুনে পোড়া আর্তনাদ জমাট বাঁধল হাতের মুঠোয় 

৯/ জেগে থাকা প্রশ্নগুলোর সামনে জীবন গোপনীয়তায় ঢাকা

১০/ মানুষের চলার গতি = টাইফুন, মানবতার গতি =  অ্যামিবা 

১-লাইনের কবিতা সংখ্যা≈ সুকন্যা ভট্টাচার্য্য

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

সুকন্যা ভট্টাচার্য্য

আলোছায়া

এতো রঙের মাঝে স্বচ্ছতা শুধু সাদা-কালো।


উদাসীন 

মন বিতান জানেনা গাছ কাটার খবর।


মুখ

 ওড়না উড়ে ঢেকে দিয়েছে আকাশ, আকাশ চাঁদপানা..।


বীতশোক 

লাল দিঘি নীল জল, চেয়ে আছে টলটল।


শাহাজাদা

মনভূমে  শীত কাক, ভোরেই হাঁকডাক।


সন্ধানী 

আলো জ্বালিয়ে জোনাক পোকা তোমায় খুঁজে মরে।


চিরায়ত 

চাঁদের নরম সুতো হাতে ধরা ছিল তবু টানতে সাহস হল না।


শীত

 রোদ্দুর ভোরে বিড়ালের গা গরমের আমেজ।


অধরা

স্বপ্নে, চষা জমি বুননের গান....


ব্যাকুল

ঝাঁপ দিল খ্যাপা মন ঝাপসা ইসারায়।


১-লাইনের কবিতা সংখ্যা≈ সুতপা ব‍্যানার্জী(রায়)

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

সুতপা ব‍্যানার্জী(রায়)

অবিশ্বাস

স্নেহ, ভালবাসা, আন্তরিকতাও সিক্ত হয় অবিশ্বাসের নির্যাসে।

সখ‍্য

দুর্যোগের ভ্রমণে ভালবাসার উচ্চারণে সখ‍্যের যাপন।

খেলা

ভাঙাগড়ার এই ভুবনে নিত‍্য খেলি তারই সনে।

দুর্লভ

সোনা দামী হতে পারে সম্পর্ক আরো দুর্লভ।

ভ্রমণ

কত রাজপথ, জনপদ ভ্রমণে ভেসে ওঠে ছেলেবেলার মাঠ।

উল্লাস

ধর্মোন্মাদের উল্লাসের আস্ফালন, এক অদৃশ্য দেওয়াল লিখন।

ভক্তি

উদযাপনের আড়ম্বরে নয়, নির্মল প্রার্থনাই ভক্তি।

তঞ্চক

যতই বিশ্বাস কর তঞ্চকের স্বভাব অবিরাম আপন স্বার্থে।

তোমায় দেখি

দৃষ্টির আড়ালে, সুখের প্রতিবন্ধকতায় শুধু তোমায় দেখি।

অনুরাগ

সব অমিল, সমান্তরাল পথ চলার রূপান্তর ঘটে অনুরাগে।



১-লাইনের কবিতা সংখ্যা≈ ফাহাদ হোসেন ফাহিম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

ফাহাদ হোসেন ফাহিম 

কবির তুমি এক

কত কবিতা আর, লিখলে হবে তুমি আমার! 


 কবির উন্মলন

পারাবার কিংবা আকাশ, কিছুই না, শুধু তোমাতেই খুঁজি প্রকাশ। 


 সংসর্গ

কিংকর্তব্যবিমূঢ় কবিতারা; সংসর্গ, তোমার সংসর্গ ছাড়া। 


আহ্বান

নবীন এসো, এ মন নম, এসো, এ নবীন। 


তুমিময়

তুমিই জীবনের আলপনা, নিউরনের সমস্ত কল্পনা। 


 অসুখ পাখি

কাঁদে হিয়া, কিন্তু ভেজে না দু'চোখ, মনটাতে সংক্রমিত তীব্র অসুখ। 


নিঃসঙ্গতা

থাকি কিথা? নবকণ্ঠকবন, নিঃসঙ্গতায় কাঁটে জীবন।


 আশ্রয়

সেদিনের তুমি, বেঁচে থাকার ভূমি, এই বৃক্ষ তরে। 


রাজকন্যা ও কান্না

গল্পে তুমি রাজকন্যা অথচ কবিতায় আমার চোখের বন্যা। 


 নিঃসঙ্গ নগ্ন রাত

নিঃসঙ্গ নগ্ন রাত, তবুও খুঁজি তোমায়, তোমাতেই অজুহাত।