Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অরিজিৎ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  
দীপান্বিতা সংখ্যা












সম্পাদক ~অরিজিৎ চক্রবর্তী 
বইতরণী ব্লগজিন, প্রতি মাসে

জীবনচক্র

প্রেক্ষাপট মায়া। তুমি কি মায়াবিনী?

কল্পনা করলাম আর্ট‌েজীয় কূপ‌ের ব‌িবরণ...

ফ্রান্স‌ের আঁত‌োয়া অঞ্চল‌ে যদি একগোছা 
বিষণ্ন স্ট্রবেরী তোমাকে উপহার দিতাম
আর বলতাম জটিলতার গিনিপিগগুলো বয়ঃসন্ধির শুরুতেই আমাকে ঋনাত্মক করেছে...

তাহলে পুনর্লিখিত কোন এলিজির উপান্তে সেরিকালচারের গুরুত্বে বোনা তোমার কামিজটি প্রত্যাসন্ন রাতের বারণকে 
এভাবে আভরণ দিতো না।

প্রকারভেদ যাই থাক
সুতোর প্রকৃতি অনুসারে
একটি অযৌন জননের খোঁজে 
সম্পর্ক ছদ্মবেশ নেয়

গভীরতা! একমাত্র ভুলে থাকার উপায়...

✪ দীপান্বিতা সংখ্যা ≈ অনিমেষ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ অনিমেষ-এর কবিতা

Web ডুয়ার্স (ব্লগজিন),(প্রতি মাসে প্রকাশিত হয়)


আশ্রিত

চরিত্রগত দিক থেকে তুমি আমি এক হয়ে গেছি কবেই ,
লাউডগার মতো তেড়েফুঁড়ে একপেশে ।

কলারের নীচে ঘুনপোকা-
সকল প্রকার বহিরাগত প্রেমিক প্রধান আশ্রয় ।

নতুন বিছানায় নতুন বালিশের তুলো ভরে রাখছো আগন্তুক জেনে।
আর চরকি কাটবে বলে এলিয়ে দিয়েছো অপ্রস্তুত দুধশাদা মেয়েটির পিঠ.

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শীলা বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা












 

সম্পাদক~ শীলা বিশ্বাসের কবিতা 
এবং সইকথা ব্লগজিন, (একটি ত্রৈমাসিক ব্লগজিন)

হঠাত দেখা

 বগি নম্বর মনে নেই
 সেদিন মধ্যে খণ্ড-ত বসিয়ে ভাব জমিয়ে নিল বেশ
 মেঘ সমস্ত স্টোরেজ সিস্টেমের ভার নিয়ে 
 আগামী ৪৮ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করল
 জ্বরের আশঙ্কা নেই 
 মন ফুরফুরে হলেই প্রবল ঢুকে পড়বে 
 পেরেক পিলারে পোঁতা যায় না 
 মুচকি হাসির মধ্যে চোখের ভাষা গুঁজে দিয়ে হাওয়া ফেরারী  
 এবার বলো ৯টা ৮  নাকি ৯ টা ৫০ ধরবে?

দাগ
   
আসলে বিভ্রমও কিছু নতুন বলে
স্পষ্টতার থেকেও
এই যেমন দারুচিনি গন্ধ মাখা দূরদ্বীপের এক বিভ্রমের নাম ‘তুই’
মেঘ যেখানে থই না পাওয়া ইচ্ছামান্দাস 
জেগে থাকা চরে কে যে কার নাম লেখে
আর কোন ঢেউ এসে মুছে দেয় অচানক
সব গল্প লিখিত নয়
সতর্কীকরণ সত্ত্বেও লিখিত যা কিছু
আত্মচরিত ভেবে ভুল করে পাঠক
তারপর ক্ষয়ে যাওয়া ইরেজারে দাগ তুলতে তুলতে
আসলে দাগই রেখে যায়



✪ দীপান্বিতা সংখ্যা ≈ নিলয় নন্দী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক~  নিলয় নন্দী- কবিতা

বাতিঘর অনলাইন একটি ত্রৈমাসিক অনলাইন পত্রিকা 


দেয়াল কথা

তুমিও কি কথা বলো? দেয়ালের কান আছে জেনেও অযথা জোয়ার হও। বালিয়াড়ি বাঁধ। বনস্থলী বুক। কেন যে বাউলানী সেজে থাকো ? মোহনায় খুঁজে নাও বাড়ি, আয়না শরীর। কথাদের গেরস্থালী ভেসে যায়। নিঃশ্বাসের বুদবুদ। এই মুখ সহসা তোমার মুখ। শুদ্ধ সারং। ডাকলে না এসে পারিনা। 

দেয়াল পেরিয়ে ছাদ পেরিয়ে তুমিও কি... 

২ 
আমিও কথা বলি জানো। সেইসব কথারা ঝুলে থাকে হ্যাঙারে। দোল খায়। তারপর চৈত্রের পাতার মত, না, ছেড়ে রাখা ভারি ট্রাউজার্সের মত টুপ করে ঝরে পড়ে। খুচরো ছড়িয়ে পড়ে মেঝেতে। গড়াতে গড়াতে খাটের তলায় দু একজন। আমি উবু হয়ে বসে খুঁজতে থাকি লকডাউনের গল্প। অন্ধকারে সুড়সুড়ি পিঁপড়ের মত কথারাও গা বেয়ে ওঠে। শীত আসছে। পিঁপড়েও মেখে নিচ্ছে পিছুটান হিম। জলের গান বা ভুলে যাওয়া স্বরলিপি। দেরি হয়ে যাচ্ছে। কে যেন পড়ে ফেলছে অপ্রকাশিত কবিতা। সংলাপ বা বারবিকিউ যাই পুড়ুক, উপসংহার একাকীত্ব।

এককাপ কফি হয়ে যাক....

৩ 
দেয়াল জুড়ে কৌণিক ফটোফ্রেম।
কথারাও ঘুমিয়ে কাদা। 



✪ দীপান্বিতা সংখ্যা ≈ চন্দ্রদীপা সেনশর্মা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      
দীপান্বিতা সংখ্যা 














সম্পাদক~চন্দ্রদীপা সেনশর্মা-র কবিতা
১৪০০ সাল ব্লগজিন, প্রতিমাসে প্রকাশিত হয়

নবান্ন
                              
চতুর্থ যামের রাত, মসি কালো
শৃঙ্গার ধুয়ে যাচ্ছে সোহিনীধুনে,
সন্ন্যাসী রঙে জেগে উঠছে ত্রিকালজ্ঞ ভোর।
তন্দ্রাঘোর নড়েচড়ে খুঁজে নিচ্ছে স্নানঘাট
ঝরে পড়ছে প্রার্থনার প্রথম গায়ত্রী, সূর্যপ্রণাম
স্তব ধ্বনি ঝংকার।

পশ্চিম আকাশের গায়ে আইভরি চাঁদ অস্তায়মান।
গতরাতে কোজাগরীর অপূর্ব রূপ
আঁজলা ভরে পান করেছে পোয়াতি ধানচারা
নুয়ে আছে প্রসবের ব্যথা নিয়ে,
সূর্যের সন্ন্যাসে সাদা ফুটে উঠছে, লক্ষ্মীর ঝাঁপি
ভরে উঠছে অন্নের সদ্যপ্রসূত খিদের গন্ধে...