Friday, November 13, 2020

✪ দীপান্বিতা সংখ্যা ≈ রাজেশ চন্দ্র দেবনাথ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||             
দীপান্বিতা সংখ্যা














সম্পাদক ~রাজেশ চন্দ্র দেবনাথ-এর কবিতা 
দৈনিক বজ্রকণ্ঠ অনলাইন পত্রিকা 


তাপ

পাতা ফুঁড়ে বেরিয়ে আসে
গতজ্যোৎস্নার ফেরারি 
জৌলুশ। 

আবেগের কৌটায় ভুল নামতায়
কেটে যায় রাতের তাপ...


নিম্নচাপ 

বুননের সংস্করণে
গলির নীড়ে ঝনঝন
বরফকুচি জ্যোৎস্নায় হেঁটে চলছে
ক্লাশরুমের ছায়া...

খোলা উত্থানে
ভগ্নাংশের স্রোতে বিবর্ণ
শেষ প্রশ্নের নিম্নচাপ...


✪ দীপান্বিতা সংখ্যা ≈ সোমা চট্টোপাধ্যায় রূপম

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ সোমা চট্টোপাধ্যায় রূপম-এর কবিতা

টেকটকটাচ দৈনিক ব্লগ,শনিবার আড্ডা live লাইভ


মা হয়েছি আমি 

না।  
কোনো সন্তান জন্ম দিইনি,  
বরং ওরাই জন্ম দিয়েছে আমার। 
বাবা যখন বলে "বড়মা এদিকে শোন" কোথাও তীব্রতা পায় আমার মাতৃত্ব। 
মা যখন আমায় "মা" বলে ডাকে,  আমি হয়ে উঠি সত্যিকারের মা। 

ক্ষুধার্ত পথশিশু গুলো যখন সাগ্রহে চেয়ে থাকে আমার ভোগের গামলার দিকে, 
আমি "মা"হয়ে উঠি। 
 পোষা কুকুর টা যখন বাড়ি ফিরলেই চেঁচায়, 
আমি "মা" ডাক শুনতে পাই। 
অধিকারবসে যখন কাউকে ওষুধ খেতে বাধ্য করি, তখন হয়ে উঠি প্রেমিকা থেকে মা। 

মাতৃত্বের অখন্ডতা যখন ভেঙে দেয় সন্তান উৎপাদন,  আমি হাসি নারীত্বের অহংকারে
অখণ্ড ভারতের খন্ড খন্ড চত্বরে আমি মা হয়ে উঠি মায়ের শরীরে। 

✪ দীপান্বিতা সংখ্যা ≈ শান্তনু শ্রেষ্ঠা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||      
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ শান্তনু শ্রেষ্ঠা-এর কবিতা

হৃদস্পন্দন ওয়েবজিন একটি দৈনিক প্রকাশিত অনলাইন ম্যাগাজিন

 

বিষাদ লিখিত জীবন 
   

বিন্দু থেকে বিসর্গ মুদ্রিত নেই কিছুই...
তবু বিন্দু বিন্দু শূন্যতা খুলে রোজ রাতে নিজেকে গোছাতে থাকি। 
অনঘ সম্পর্কের শরীরে ফিরে আসে ধ্বনি।
রাতের এপিটাফে জেগে থাকে গোটাকতক বিষণ্ণ গুণিতক। 
জীর্ণ রুমালে শেষ পর্যন্ত মুছে ফেলি ভাঙা আয়নার আলাপচারিতা। 
নিসর্গ সারিন্দার শহরে মৃদু ছায়ানাট্যের নিচে একটু একটু করে শরীর ডুবে যেতে থাকে। 
এভাবেই উপশমহীন অন্ধকারে লিখে রাখি বিষাদ লিখিত জীবনের গল্প।
আয়ু ভেঙে ভেঙে বুঝতে পারি-
মনখারাপ,একটি রাতপোশাকের নাম।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ গোপেশ দে

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ গোপেশ দে- কবিতা

ক্যানভাসে কবিতা ব্লগ ম্যাগাজিন


কথামালা~২

অন্ধকার ভাল লাগে 
সাইকোলজি মাখে চুম্বনের লিপস্টিক ঠোঁটে
গালে লাগে ক্রিমের সার্কাস
আলো যেন বন্ধুসভা গাছের শিকড়ে ঢলাঢলি
কাছে থাকব সিগারেট যৌবনের দূত
ভাগাভাগি নেশা পেশা কিচ্ছা কাহিনি লেনা দেনা
এরপর...
কেউ পেল আলোর ঠিকানা অন্ধকার মানেই সঙ্গম আর ঘুম
অন্ধকারের ঠিকানায় আলো শুধু বেকার ঘুম 
সঙ্গম দেয়ালে করুণার চোখে ভেংচি কাটে
অন্ধকার ভালো লাগে
সাইকোলজি চুম্বনের পাঠশালা খোলে।


কথামালা~৩

পুরোনো ইমেজ বড় ত্রিমাত্রিক
কনফেরাসের ছায়ার মত

নতুন ইমেজ সাদাকালো ভিসি আর ফিতে
ক্যাঙারুর মত লাফালাফি 
লাফ আজকাল
  ফেসবুকে অভিনয়
অভিনয়ের মঞ্চ শিরার ভিতরে চব্বিশ বাই সাত
শেখা লাগে না কারুর।প্রত্যেকেই পরাজয় বুকে নিয়ে অপরাজিত অভিনেতা।
শুধু আমার পুরোনো ইমেজ ত্রিমাত্রিক

নতুন ইমেজ সাদাকালো।

✪ দীপান্বিতা সংখ্যা ≈ ইউসুফ মোল্লা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||                  
দীপান্বিতা সংখ্যা













সম্পাদক~ ইউসুফ মোল্লা-এর কবিতা

বর্ণিক, মাসিক অনলাইন-পত্রিকা

স্মৃতি


চুড়ুইপাখি থাকতো চিলেকোঠার ফোকরে। 
আজ আর চিলেকোঠার ফোকর নেই, 
এসি-র শীতল হাওয়া বেরিয়ে যাওয়ার ভয়ে! 
তাই চুড়ুইপাখির কুড়িয়ে আনা খড়কুটো দেখি না, 
যেভাবে দেখি না তোমার কেশের বাহার। 
গাঁদাফুলের আর বাগান করি না, 
তোমার মাথায় গোঁজা হয় না বলে।

 শিশুদের আর ছোটাছুটি কোলাকুলি দেখি না, 
বৃষ্টির দিনে মাঠের মাঝে ফুটবল নিয়ে। 
সব শিশু বাড়ি ফেরে, পড়ে থাকে শূন্য মাঠ। 
কাদাখোঁচা পাখি খাবার খোঁজে;বিফল হয়ে বাড়ি ফেরে, 
যেভাবে আমিও খুঁজেছি তোমাকে মাঠে-ঘাটে। 
কোথাও দেখি না এসব; হারিয়ে যাওয়া স্মৃতিকে।