Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ জ্যোতি পোদ্দার ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
জ্যোতি পোদ্দার 

পুরুষ

তুমি মিঞা ঠেডা পুরুষ  
ঠারে ঠারে নানা কথা কও

আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া
সাঝ রাইতে কথাতে ফোটাও হলুদ ফুল
রাইত পোহালে চোখে মুখে
                              ছড়াইয়া দেও মরিচফুল

কচকচ করে  বুকগলা জ্বলে
হেচকি দিয়া কান্না আসে
কাউরে বেবাক কথা কইতে পারি না।

তুমি মিঞা ঠেডা পুরুষ মানুষ
কথার ভাঁজে কথা রাইখ্যা
                              বিনা জলে চিড়া ভিজাও

তুমি মিঞা ঠারে ঠারে কথা কওনের গোঁসাই
তুমি মিঞা দখলদারের নায়েব মশাই

তুমি মিঞা ঠেডা পুরুষ  
ঠারে ঠারে নানা কথা কও

আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া


 

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মনজুর রহমান ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা 
মনজুর রহমান


অস্তমিত সূর্যের ঘ্রাণ

এখন চাইলেই আর কোন প্রশ্নাতীত সৌন্দর্যে - পারিনা রাঙিয়ে নিতে-অস্তদিনের  নিঃসহায় বিষাদ
চিরায়ত ভোরে সভ্যতার ফসিল পাঠে
বিবর্ণ সূর্যতাপস অথবা
ঘাসফড়িং এর বিশদ হলুদ শুষে নিয়ে বলতে পারিনা--
এই নাও, তোমাকে দিলাম মাটিমগ্ন মুগ্ধশিশির, জোনাক আঁধার--
আর তারাদের সমান বয়সী প্রেম!
প্রগতির রঙ নিভে গেলে,
তুমি এই নিয়ে বেঁচে থেকো;
বেঁচে থেকে বুড়ো পৃথিবী!


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সোনালি বেগম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সোনালি বেগম
 


স্বেদবিন্দু

সংবেদী তরুণটি যখন তরুণীটির কথা রাখলো
তখন গোধূলির আলো ঠিকরে পড়ল কপালে চোখেমুখে
স্বেদবিন্দু বিন্দু-বিন্দু অপূর্ণতা পূরণ।
বাস-স্টপেজে গ্রীষ্ম দুপুর শুনশান আঁকিবুকি
প্রদক্ষিণরত গ্রহ জ্বলজ্বল নক্ষত্র ভালোবেসে।
কেমো-থেরাপির আমন্ত্রণে হাসপাতাল-চত্বর ঘোরাঘুরি
ক্লান্ত-শ্রান্ত মাধবীলতা গুন গুন ভ্রমর-গুঞ্জন
আলিঙ্গনরত ধ্যানমগ্ন আকাশ সংরাগে–––


ধূমকেতু, আলিঙ্গন

ঝড়ের মধ্যে উড়ে যাচ্ছে রঙিন মেঘ।
রাঙা মাটির দেশ নুড়িপাথর আর
প্রবাহিত নদী, নীল ছায়ার মতো সরে 
যেতে থাকে বাতাসের গতি।
ঢেউ ফিরে যায় সমুদ্রের বুকে। ধূমকেতু-ধুলোয়
আমাদের আদিম আত্মীয়তা 
প্রাচীনতম আলিঙ্গন ভাসতে থাকে।


 

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সুধাংশুরঞ্জন সাহা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সুধাংশুরঞ্জন সাহা
 

পাণ্ডুলিপি সাজাও প্রিয় শহর

পাণ্ডুলিপি সাজাও প্রিয় শহর ।
হাওড়া ব্রিজ গঙায় ঝাঁপ দাও ।
হুগলি সেতু আকাশে ডানা মেলো ।
আমি দ্রুত ফিরে আসছি আবার।

জলতরঙ্গে বেজে ওঠো প্রিয় নূপুর ।
অন্তরে বাজো বাউলের মরমী সুর ।
দুকুল ভাসিয়ে হাবুডুবু খাও নদী ।
ঘুড়ির মুদ্রায় ওড়ো অমল বাতাস ।

জোনাকি আলোয় নাচো চাঁদ ।
খুশির ফোয়ারায় হাসো অরণ্য ।
উপচে পড়া আলোয় জাগো পাখি ।
ডানায় মেখে নাও ভোরের রঙ ।

তিস্তাপাড়ের বৃত্তান্ত শোনাও কলেজস্ট্রিট ।
আস্তিনে জমিয়ে রাখো চিলেকোঠার সেপাই ।
অয়েদিপাউস নিয়ে এসো একাডেমী ।
সন্যাসী রাজাকে ডাকো টালিগঞ্জ ।

ফের যুক্তি তক্কো গপ্পে মাতো কলকাতা ।
নিরাপত্তা শিকেয় তুলে হেসে ওঠো মোহরকুঞ্জ ।
আবার কবিতা পড়ো বনলতা সেন ।
পড়ো, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না ।


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ অনুপ মণ্ডল ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
অনুপ মণ্ডল



বোতামঘর

বোতামঘরের বক্তব‍্য যাহাই হোক না কেন 
বোতামগুলো সবই নীল রঙের হওয়া বাঞ্ছনীয় ছিল
চিরকাল আমি
আকাশ রঙের নীল জামা পছন্দ করে এসেছি

শিউলির মা
রোজ দুবেলা আমার ঘরদোর মুছে দিয়ে যায়
খাটে আধশোয়া অবস্থায়
আমি তখন আমার নীল আকাশের কথা ভাবি
আমি আমার উথালপাথাল নীল সমুদ্রের কথা ভাবি
রঙচটা ব্লাউজের নীল রঙে
ছিটেফোঁটা নীল আকাশ যদিও
সাদা মেঘের পাশ দিয়ে বকের সারি মন্থর উড়ে যায়
তুচ্ছ মাছেদের তুচ্ছ প্রানের কথা খবরে আসে
পুড়তে থাকে আমার পৌঢ়ত্বের গুরুপূর্ণিমা

হারিয়ে যাওয়া ছেঁড়া বোতাম খুঁজে না পেয়ে
বোতামঘর আমি সনাক্ত করে উঠতে পারিনা