Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ তুলি রহমান ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা

তুলি রহমান


জেগে ওঠে গৈরিকশিলা

সমস্ত চরাচর ঘুমিয়ে পড়লে
কিশোরী প্রেমে জেগে ওঠে গৈরিকশিলা
           বুকে তার টইটুম্বুর জলপিপাসা
ক্রন্দসী বালিকা হেঁটে যায় শুষ্ক নদীপথে
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে সারবেঁধে আদিবাসী
           মাটিময় শরীরে জুমের ঘ্রাণ।
একে একে তারা গৈরিকশিলায় লিখে রাখে ঈশ্বরের নাম।
পড়ে না মনে, কবে কখন
      প্রথম কোন উচ্চারণে মন্ত্রের মতো
শুনেছিলো প্রেম ও জাগরণী গান,
             কোজাগরী গল্পের মতো
কবে জাগবে মানব হৃদয়?


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ রোশনি ইসলাম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
রোশনি ইসলাম


ভালোলাগা

ভোরের আকাশে ধীরে ধীরে
রোদের বিস্তার আর খোলা বই
নিয়ে বহুক্ষণ। রানওয়েতে চেনা
অচেনা বৃক্ষের সারি। জলের 
শরীরে ভেজে জীবন। মৃদু
শব্দের তালে আছড়ে পড়ছে ঢেউ।
ভালোলাগাগুলো দুহাতের মুঠোয়
অনুভব করতে থাকি।

হারমোনি

কসমিক হারমোনি
হৃদয়স্পর্শী গান
চিরকালীন
বাঁচার অধিকার।
জ্যোৎস্নাপ্লাবিত
            পৃথিবী
মানুষ সহমর্মিতা 
জমে ওঠে গল্প–––
টল টল পুকুরের জল
চঞ্চল হাঁসের দল



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ শাহরিয়ার রুবাইয়াত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
শাহরিয়ার রুবাইয়াত


অপ্রকাশ্য

গোপনে লালন করা প্রেম কেমন বিবর্ণ হয়ে যায় 
অভ্যস্ত আঙিনায় ফেরা মলিন মেঘের মত।

অনন্তের আগুনে অবিরাম জ্বলছে বাবুইয়ের ঘর
পুড়ে যাচ্ছে অযোগ্য প্রবোধের প্রজনন।
চতুর্দশী রাত্তির; চৌচালি মন্দির 
আর অন্তঃকরণে ক্রমাগত তুষানল
মুছে গেছে সব; কিছু আর মনে পড়ে না।

পুরোনো অভ্যাসগুলো ঝড়ের সাথে উড়ে গেছে।
সকালগুলো রোজ আলো দেয়
গোধূলি ডোবে আঁধারে আঙুলের ভাঁজে ভাঁজে।
চোখের রঙে কিছু আলাদা ছিল কি!
মনে পড়ে না আহটের কথা,
নাকের বাঁশি; ঠোটের কাঁপুনি; বুকের খাঁজ
মনে পড়ে না বিমুগ্ধ সঙ্গম!

গোপনে লালন করা প্রেম কেমন বিবর্ণ হয়ে যায় 
অভ্যস্ত আঙিনায় ফেরা মলিন মেঘের মত।


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ হামিদুল ইসলাম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
হামিদুল ইসলাম


শিশু বৃক্ষ

ফুলকলি গাঁথা 
শিশুদের আকাশ 
মুখরিত সারাদিন অনন‍্য বিশ্বস্ততার কবিতাগুলো   ।।

ফিরে আসি নিজের আস্তনায় 
কবিতার পাতাগুলো উল্টাই
সব পুরোনো লেখালেখি, এখন সব অচল পয়সা   ।।

ছুড়ে ফেলি পয়সা 
বিবর্ণ কবিতার ইতিহাস 
বেলুনের মধ‍্যে মানুষ এখন চালান দিচ্ছেন নিত‍্য নতুন ই বুক    ।।

সব বেলুন ছুড়ে দিই আকাশে 
ফিরে আসে বেলুন আমাদের হাতে হাতে 
বাচ্চা বাচ্চা মেঘগুলো ভেসে বেড়ায় হালকা বাতাস   ।।

শৈশবের দিনগুলো ফিরে আসে 
যেনো ভূঁইফোঁড় ইতিকথা 
পুতুল নাচের দোহারী জীবনে ভ্রূণের জন্ম এখন   ।।

ভ্রূণগুলো ধীরে ধীরে শিশুবৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকে  ।।




≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মাসুদুল হক ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা

মাসুদুল হক

কোমা 

 আমার বাবা পায়ের ছাপ দেখেই 

বলে দিতে পারতেন পশুর নাম

পাখির পেছনে ছুটতে ছুটতে 

বিস্তৃত হয়েছিল তার বনসংরক্ষণের সীমা 


একবার বাঘের ছাল নিয়ে বাড়ি ফিরলেন 

সেই থেকেই বাবা শীতাক্রান্ত

আমাদের বাড়িটাই কুয়াশামগ্ন পাহাড়ের গুহা

বাবা বাঘ হয়ে ঘুমিয়ে আছেন !