Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ হীরক বন্দ্যোপাধ্যায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
হীরক বন্দ্যোপাধ্যায়


চশমাটা খুলে গেলে 

স্বেচ্ছায় চশমা সরিয়ে রাখা সহজ হয়ে ওঠে
যদি স্বপ্নের গভীরে অস্পষ্ট কন্ঠস্বর
ভেসে না ওঠে
উড়ে যাওয়া পাখি কার্যকারণহীন না ডাকে
আমাদের দীর্ঘ গন্তব্যের ভেঙে পড়া গাছ
পদ্মপুকুর, পিপড়েদের গমন পথে
বাধা হয়ে না দাঁড়ায়
এমনকি বহু দূর থেকে
স্বগোতক্তির মতো ছায়াপথে দৃশ্যমান নক্ষত্রের
ধোয়াময় আলো মনখারাপের কথা না বলে
স্বেচ্ছায় চশমা সরিয়ে রাখা সহজ হয়ে ওঠে
যদি সবকিছু ভুলে যাওয়া যায়
প্রাত্যহিক জীবনের সামান্য বেচে থাকার সময়েও সীমাহীন অপমানে
জর্জরিত করা না হয়
সহজ হয়ে ওঠে
চশমায় ভেসে ওঠা অশ্রু...


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ তুলসীদাস ভট্টাচার্য ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
তুলসীদাস ভট্টাচার্য



অপ্রকাশিত 

একান্ত সাক্ষাৎকারে যে কথাগুলি 
বলেছিলাম তা আজও অমুদ্রিত।

প্রকাশের মোহ থেকে দূরে ভাসমান মেঘ 
কোথাও কোথাও অঝোরে ঢেলে দেয় বৃষ্টি

সুউচ্চ পাহাড় হয়ে যদি মেঘের সামনে দাঁড়ানো যেত 
জলজ গন্ধে উপচে পড়ত প্রতিবাত ঢাল 

খাঁজে খাঁজে উঁকি দিত বুনো ঘাস 
বনমোরগ খরগোশের লুকোচুরি খেলা 
হরিণের শিংয়ে চন্দ্রবলয় 
গ্রানাইট শরীরে খুঁজে নিত উত্তাপ।


≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মৃণালেন্দু দাশ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
মৃণালেন্দু দাশ


পার পাবেনা কেউই  

যাচ্ছে  তাই   হয়ে  যাচ্ছে , যাক

ক্ষমা করবনা ৷ ঘৃণা—তাও  না ! সুতো  ছাড়ব  ধূম
মাঝে মধ্যে  এমন টান মারব , ধরণী দ্ধিধায়  ছত্রখান

দৃশ্যত এসব অসম্ভব !

লাঙলের ফলায় মাটি , সর্বংস্বহা সীতা সঙ্গে ক্লেদ যন্ত্রণা
আর অন্ধকার
কান্না
দুঃখ
ক্ষোভ
ক্রোধ
লোভ
ঈর্ষা
ত্রাস
পর
পর

পার পাবেনা কেউই , ইতিহাস !

ঘামের পরিবর্তে ডালভাতে কাগজি লেবুর পরিকল্পনা
বাহ, যাকে বলে সামাজিক স্তোকবাক্য —

ফিরে যাবার আগে, শুধু একবার মন ভরে কষিয়ে লাথি ৷



≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ গৌতম কুমার গুপ্ত ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
গৌতম কুমার গুপ্ত


দেবতাকে 

চুপ করে আছেন তেত্রিশ কোটি দেবতা
একশো তিরিশকোটির সমর্পিত ফুল
নৈবেদ্যর উপচারে ধূপদীপের সমুজ্জ্বলে
পূজোর বেদী ভারে আনত তুমুল

মায়ের আঁচল থেকে ঝরে পড়ছে স্নেহ
টুকটাক কুড়িয়ে নিচ্ছে আশীর্বাদী বচন
যে যার ব্যস্ত হচ্ছে উপজীবিকায়
আহার বিহার টাকাকড়ি প্রমুখ চয়ন

পূজোর মন্ত্র চিৎকার চেঁচামেচি গালমন্দ মিশিয়ে
হাসিফুল কান্নাজল ব্যাধি ও নিরাময় জুড়ে
পৃথিবীর প্রদক্ষিণ আহ্নিক বার্ষিকে
খাদ্য খাদকের নিরিখে গতিবিধি নয় ভুতুড়ে

বিধিলিপি কি লিখেছে আয়ুরেখায়
মঙ্গল বুধ বৃহস্পতি গ্রহদোষ নাকি
জনান্তি উঁকি দিয়ে দ্যাখে
ঈশ্বরের স্বর্গবাস মানুষের ইহকাল বাকী

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ তুলি রহমান ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা

তুলি রহমান


জেগে ওঠে গৈরিকশিলা

সমস্ত চরাচর ঘুমিয়ে পড়লে
কিশোরী প্রেমে জেগে ওঠে গৈরিকশিলা
           বুকে তার টইটুম্বুর জলপিপাসা
ক্রন্দসী বালিকা হেঁটে যায় শুষ্ক নদীপথে
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে সারবেঁধে আদিবাসী
           মাটিময় শরীরে জুমের ঘ্রাণ।
একে একে তারা গৈরিকশিলায় লিখে রাখে ঈশ্বরের নাম।
পড়ে না মনে, কবে কখন
      প্রথম কোন উচ্চারণে মন্ত্রের মতো
শুনেছিলো প্রেম ও জাগরণী গান,
             কোজাগরী গল্পের মতো
কবে জাগবে মানব হৃদয়?