Sunday, May 31, 2020

নাসের হোসেন

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

                                      নাসের হোসেন

মুখ

অন্ধকার সমাগম হলে আলোর পথ খুলে যায়
এরকম একটা ধারণা জগতে প্রচলিত আছে,কিন্তু
সময়- সময় এমন একটা সময় আসে যখন
অন্ধকারের সর্বত্রই অন্ধকার, কোথাও কোনো আলো

দেখা যায় না,আলোর পথ তো দূরের কথা,
এতটাই দূরের যে তারাও দেখা যায় না,সাধুভাষায়
যাকে বলা হয় নক্ষত্র, নক্ষত্ররাতো বরাবরই দূরের
কেবল একটাই নক্ষত্র আমাদের কাছে রয়েছে,যার

টানে আমাদের পৃথিবীটা পরিক্রমা করে চলেছে অবিরত
যার শস্য-কিরণ আশীর্বাদে আজো পৃথিবী প্রাণময়ী
মাঝেমাঝে এমনও সময় আসে যখন অন্ধকার  
হয়ে যায় অন্তহীন, ঝড় থামে না,বৃষ্টি  থামে না

আসলে কিন্তু অন্তহীন নয়, সব ঘটনারই পরিসমাপ্তি 
রয়েছে,তারপরেই শুরু হয় নতুন ঘটনা,নতুন যুগ 
তোমার ফিনফিনে ওড়নার উপরে অনেকগুলি নক্ষত্র উজ্জ্বল
হয়ে ওঠে,আর ঠিক পিছনেই অস্পষ্ট দেখা যাচ্ছে মুখ



Saturday, May 30, 2020

শম্ভু রক্ষিত- উৎসর্গ সংখ্যা

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
  
            শম্ভু রক্ষিত- উৎসর্গ সংখ্যা


শম্ভু রক্ষিত

১৯৪৮, ১৬ই অগাস্ট — ২০২০, ২৯শে মে  ৭২ বছর বয়সে, শুক্রবার সকালে পরলোকে যাত্রা করেন।হাংরি সময়কালে তিনি ব্লুজ পত্রিকায় লিখেছেন। কবি শঙ্খ ঘোষ সম্মান জানিয়েছিলেন শম্ভু রক্ষিতকে, জরুরি অবস্থায় গণতন্ত্রের বিরুদ্ধে কলম ধরার জন্য, এমনকি তাঁকে জেল যেতেও হয়।

আজ সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের এই সংখ্যা কবি শম্ভু রক্ষিতকে শ্রদ্ধা জানিয়ে। 
তাঁকে উৎসর্গ করে   


প্রভাত চৌধুরী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
প্রভাত চৌধুরী

ব্ল্যাকহোল 

ব্ল্যাকহোল সম্পর্কিত যাবতীয় বিবরণ লিখে রেখেছে
নাসের হোসেন
তার কৃষ্ণগহ্বর গ্রন্থটিতে

আমি নতুন করে লিখতে শুরু করলে
আগে লিখব ব্ল্যাক
পরে হোল

আর কালোকুকুর এবং কালোগোলাপের প্রতি
আমার আকর্ষণের কথা সকলেই জানেন
হোল-কে ভাষান্তর করে যদি ফাটল-এ
পৌঁছে যাওয়া যায়
তাহলে আমি যুক্তিফাটলের সন্ধানে
রুদ্র কিংশুক-এর কাছে যাব

অর্থাৎ নাসের হোসেন থেকে রুদ্র কিংশুক
এটাই আমার ব্যক্তিগত ব্ল্যাকহোল

দেবযানী বসু

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

দেবযানী বসু


জীবন লাগ লাগ লাগ

অন্ধকার দেখেছ তুমি বৃত্তে দলা দলা
আমার তা আয়তাকার শ্বদন্ত
চেয়ার বেয়ে উঠে আসছে
দোচালা হৃদয়ের ধারে তেঢ্যাঙা নারকেল গাছ
ইউক্যালিপটাসের গন্ধে ঘুম ভেঙে যায় স্বপ্ন ভাঙে না
ঢিলেঢালা হয়ে গেছে পৃথিবীর চৌম্বক শক্তি
নক্ষত্ররা ভাঙা সানকি হাতে অন্য গ্ৰহের সন্ধানে হাঁটছে
গাছের মাচায় চলছে হবিষ্যর রাতদিন
জ্বর এলো কি গেল
মৃত বাঘের পেটে বন্দী ঝড়ের হাওয়া
আমরা দেখাতে চেয়েছি রঙমশালের উত্তাপে উপছানো সমুদ্র
আমাদের কবর শশ্মানের মাটি করোনা পরীক্ষায়
পাছার ঘা ধামাচাপা দিতে পারে নি।

 

পিনাকীরঞ্জন সামন্ত

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                           পিনাকীরঞ্জন সামন্ত




প্রবাহ

এইমাত্র
মিনিঙলেশ সফটওয়্যারে একটা হাঁচি মারতেই কফি-হাউস সার্কেল থেকে বইপাড়া- কেন্দ্রিক 
একটি পত্রিকা ছুটে এল চোখে ।
এইমাত্র
খুলে ফেললাম তার মিশ্র বর্ণ শরীর
রূপিতন চিড়িতন ইস্কাবন ভেদ করে
যৌনতা পেরিয়ে
শ্রীল থেকে অশ্লীলতা ভেদ করে
জুড়ে দিলাম
আমার চেতনার অর্ধনগ্ন শরীর
মুহূর্তেই
ফিরে পেলাম এক পরিপূর্ণ জলাশয় ও একটি বিস্তৃত হাই-ওয়ে
যেখানে -
ঘোড়া ও চাবুক সমানভাবে দাপিয়ে চলে 
আমি কি তবে - কোনো এক অশ্বারোহী নাকি
ব্লাকহোল সাপ্তাহিক পত্রিকার রুপোলি ঢেউ ?