Saturday, May 30, 2020

দেবযানী বসু

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

দেবযানী বসু


জীবন লাগ লাগ লাগ

অন্ধকার দেখেছ তুমি বৃত্তে দলা দলা
আমার তা আয়তাকার শ্বদন্ত
চেয়ার বেয়ে উঠে আসছে
দোচালা হৃদয়ের ধারে তেঢ্যাঙা নারকেল গাছ
ইউক্যালিপটাসের গন্ধে ঘুম ভেঙে যায় স্বপ্ন ভাঙে না
ঢিলেঢালা হয়ে গেছে পৃথিবীর চৌম্বক শক্তি
নক্ষত্ররা ভাঙা সানকি হাতে অন্য গ্ৰহের সন্ধানে হাঁটছে
গাছের মাচায় চলছে হবিষ্যর রাতদিন
জ্বর এলো কি গেল
মৃত বাঘের পেটে বন্দী ঝড়ের হাওয়া
আমরা দেখাতে চেয়েছি রঙমশালের উত্তাপে উপছানো সমুদ্র
আমাদের কবর শশ্মানের মাটি করোনা পরীক্ষায়
পাছার ঘা ধামাচাপা দিতে পারে নি।

 

পিনাকীরঞ্জন সামন্ত

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                           পিনাকীরঞ্জন সামন্ত




প্রবাহ

এইমাত্র
মিনিঙলেশ সফটওয়্যারে একটা হাঁচি মারতেই কফি-হাউস সার্কেল থেকে বইপাড়া- কেন্দ্রিক 
একটি পত্রিকা ছুটে এল চোখে ।
এইমাত্র
খুলে ফেললাম তার মিশ্র বর্ণ শরীর
রূপিতন চিড়িতন ইস্কাবন ভেদ করে
যৌনতা পেরিয়ে
শ্রীল থেকে অশ্লীলতা ভেদ করে
জুড়ে দিলাম
আমার চেতনার অর্ধনগ্ন শরীর
মুহূর্তেই
ফিরে পেলাম এক পরিপূর্ণ জলাশয় ও একটি বিস্তৃত হাই-ওয়ে
যেখানে -
ঘোড়া ও চাবুক সমানভাবে দাপিয়ে চলে 
আমি কি তবে - কোনো এক অশ্বারোহী নাকি
ব্লাকহোল সাপ্তাহিক পত্রিকার রুপোলি ঢেউ ?

অনিন্দ্য রায়--হাইকু অনুবাদ

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

জন মার্টন-র হাইকুর অনুবাদ : অনিন্দ্য রায়

ইংরেজি ভাষায় হাইকু ও হ্রস্বকবিতায় অন্যতম নাম জন মার্টন অধ্যাপনা করেন পূর্ব ইলিনোয়িস বিশ্ববিদ্যালয়ে কবির অনুমতিক্রমে বাংলায় অনূদিত তাঁর কয়েকটি হাইকু এখানে প্রকাশিত হল
                                 


হাইকু     জন মার্টন

কাটা-গুঁড়ির গর্ত 
অতল
পুকুর এখন


ভিসুভিয়াসে
ওই ছদ্মবেশি গিরগিটি
তোমার ভেতরে মুদ্রিত


২০০০ বছর
পাথরের একটা বাঁকানো বেঞ্চি মনে পড়ে
বা পড়ে না বসে পড়ো


খাড়াইয়ের ধারে পাথরবাডির
ওই অন্ধকার জানলাগুলি
সবকিছু কেমন মানিয়ে যায় 


এখন
কত যে বিদায়
বৃষ্টি থামল


কুয়াশায় উজ্জ্বল ছাদগুলি
জল ফুটতে দেওয়া হয়েছে
শাক্যমুনির একটি কবিতা


পম্পেইয়ের ওই দম্পতি
দেখে তোমার ভেতর দিয়ে
আর লিখে রাখে  


সেই স্বপ্নের ভেতর শুনেছ
ঢেউ ভাঙছে নীচে পেতলের একটা বাঁশি 
পেয়ে গেছ তুমি  

সুশীল হাটুই

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
সুশীল হাটুই


রোদের জীবাশ্ম

বৃশ্চিকরাশির কলমটির সঙ্গে
কন্যারাশির ফুলদানিটি গন্ধের গতিবেগ
নিয়ে কথা বলছে।

অথচ দ্যাখো ডাস্ট-অ্যালার্জির ভয়ে যে-সব
জানালা সারাদিনে ১ বার-ও
চোখ খোলেনি, তারা কেমন আয়নার
ভিতর গ্যালাক্সি খুঁজছে।

হারমোনিয়ামের হরস্কোপ থেকে
স্পষ্ট হয়ে উঠছে, সারোগেসি শব্দটি
মৎস্যগন্ধা দুপুরের বুকপকেটে কখনোই
পৌঁছতে পারবে না।

কিন্তু তাই বলে কেন অমিত্রাক্ষর ছন্দের
অক্ষৌহিণী সেনা নদীর গৃহযুদ্ধের পাশে
ভোকাট্টা ওড়াল?

আজ মিডনাইটব্লু-র কথা বাদ-ই দিলাম,
কিন্তু যে ফ্লুরোসেন্ট-ব্লু ল্যাম্পটিকে
জোনাকিরা চাঁদের যমজ বলে জানে---

রোদের জীবাশ্ম দেখার পরই তাদের
ভুল ভাঙছে,

অমাবস্যায় কিশোরী ল্যাম্পটি আলো দিচ্ছে...

সোনালি বেগম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                      সোনালি বেগম


নিবিড়প্রেমবন্ধন

নীলাভ সবুজ শ্যাওলা থেকে শুরু জীবনের
জয়গান। নীল আকাশের পাখি সবুজ অরণ্যে
পাখা মেলে মেলে বাঁধভাঙা চাঁদের হাসি।
পৃথিবীর অন্তরে লাভার স্রোত। বৃষ্টির
ধারায় ভিজে যাচ্ছে ঝলমল
সূর্যের আলো। আরো নিবিড় প্রেমবন্ধন।


মহাজাগতিকসুন্দর

সমুদ্র ভেদ করে জেগে উঠছে আইসল্যান্ড।
ভয়ংকর ডাইনোসর যুগ শেষ হয়ে পৃথিবী
আরও সুন্দর হয়ে উঠেছে।
ধুলোর ঝড় উঠলে বৈশাখ মনে হয়। এরপর
অঝোর বৃষ্টির ধারা জড়িয়ে ধরে তখন।
কসমিক বম্বিং মহাজাগতিক বস্তুর
আঘাত সহনে ক্ষত-বিক্ষত পৃথিবী।
তীব্র গতিতে ছুটে আসছে উল্কা
আকাশের বুকে।