Saturday, May 30, 2020

সুজিত রেজ

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                             সুজিত রেজ


ঋতুগ্রাফি


টানা কাজল চোখে কিশোরী-দুপুর
          ঘেমে-নেয়ে ঝরা বকুল প্রেম কুড়িয়ে যায়।
হাইওয়ের মজা পরিখা সাঁঝপাগলা ঝিঁঝি ও
        উন্মনা ভেকের সমবেত মদির সুরে বেগানা।
বিয়ের জল লাগা নতুন বৌয়ের মতন
       খালডোবার হাড় থেকে মাংস ঠিকরে ওঠে।
হেমন্তের পোস্টম্যান শৈত্য হাসিমুখে 
                    শিশির জলে মহুয়া পান করে।
পাঠভবনের লালমাটিতে গাছের পাতা 
            উপুড় হয়ে গৌরপ্রাঙ্গনে নৃত্যনাট্য দেখে।
মুচকুন্দ ফুলের সোহাগরেণু মেখে মদন সখা
            অপেক্ষমান চলনবিলের নৈর্ঋত কোণে।
কবিই শুধু ঋতুস্রাবের দিবস গুনে মত্ত থাকে 
                                 কলমঘষা আত্মমৈথুনে।

রোশনি ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।

                                  রোশনি ইসলাম


বৃত্ত

আসা-যাওয়ার বৃত্ত চলতে থাকল
খোলা দরজা বৈশাখের দুপুর ------
দীর্ঘ প্রতীক্ষায় কোনো ইতিহাসবিদ
পৃষ্ঠার পর পৃষ্ঠা
                          ঘটনার ঘনঘটা
শুকনো পাতার মর্মরধ্বনি
                        বাতাসে


ঝিলমিল স্রোত

শীতের বিকেল অন্তহীন আকাশের বুকে
উড়ে যাচ্ছে সমুদ্র-চিলঝিলমিল সমুদ্রের
স্রোত সূর্যাস্তের আলোয় ভেসে যাচ্ছে।
রবীন্দ্রসংগীত মিউজিক সিস্টেম, ট্যাটু
ডিজাইন সেজে উঠছে হাত-পা রঙিন
আয়নায়। ছটফট ঘুড়িবালিঘর আচ্ছন্ন
আলো-আঁধারে জেগে উঠছে সমুদ্রতীর। 


গোবিন্দ ব্যানার্জী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
 গোবিন্দ ব্যানার্জী      


এই সব বিকেল সন্ধ্যা রাত্রি 

বুড়ো ঘরে যখন বিকেল আসে আলতো পায়ে
একটা সবুজ পাখি আসে
আর ঠিক তখনই ঝমঝমিয়ে ওঠে উড়ো কথারা
ওদের যত্ন ক'রে দেয়ালে টাঙাই, 
তারপর সন্ধ্যা আসতে না আসতেই 
পালকের ফাঁকে লুকিয়ে পড়ে তারা, 
দেয়াল হাঁতড়ে হাঁতড়ে অনেকক্ষণ কেঁদে চলে
রাতকানা পাহারাদার,
সময়েরা ঘণ্টা বাজিয়ে চলে মন দিয়ে -
তখনই একটা বাঁশি হাতে 
সামনের চাতালে নেমে আসে চাঁদ 
নূপুরের মত খিলখিলিয়ে হেসে ওঠে। 

পাতা ওড়ে, ফুল ওড়ে ঘরময়
নির্বিকার বসে বসে দেখি
এই সব বিকেল সন্ধ্যা রাত্রিগুলো।

ময়ূখ হালদার

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
                                   ময়ূখ হালদার 


খড়্গ 

ভাঙা নদীর মহাকাব্য লিখতে নেমে ওরা ঘুমিয়ে পড়েছে রাস্তায়  

আমি অসম্পূর্ণ ঊর্মিমালার শরীরে ডুব দিয়ে উঠে আসি ঘরে 
তারপর আয়নার সামনে দাঁড়িয়ে 
নিজের খুনে প্রবৃত্তির গলা টিপে ধরি

রক্তে ভেসে যাচ্ছে আভিজাত্য  
অবিশ্বাসী হাত দুটোকে তুলে রাখি দেরাজে 
এমনই মৃত্যুভয় আমার 

কোনও এক আবছা নারীমূর্তির কোলে মাথা রেখে আমি ঘুমাবার চেষ্টা করি আর চোখ বন্ধ করে দেখি একটা প্রকাণ্ড খড়্গ নেমে আসছে নিচে



হরিৎ বন্দ্যোপাধ্যায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... দ্বিতীয় বর্ষ।
হরিৎ বন্দ্যোপাধ্যায়

দোসরের সমতলে

শিলাখণ্ডে মুক্তাঞ্চল স্পর্শে
হৃদয়ের গভীর প্রদেশে যতখানি ক্ষতের সৃষ্টি হয়
তার মধ্যে শিলার অস্থিরতাজনিত উদগ্র ইচ্ছার চেয়েও 
অযুত পরিমাণ স্পর্শ নিজেকে সম্পৃক্ত করে
আগামীতে কোনো সূর্যের দেশে দেখা হবে
কোনো উদাত্ত কন্ঠের স্পর্শসঙ্গীতে 

অতীত ইতিহাসের নাম না জানা অধ্যায়ের
প্রথম পৃষ্ঠায় লেখা ছিল শিলার জন্মবৃত্তান্ত
চরাচর জুড়ে একমাত্র পাহারার দুই চোখ
প্রাণের যাবতীয় বহমানতাকে অনায়াসেই
প্রশ্রয়ের দৃষ্টিতে কাঁধে তুলে নিতে পারে যে
সেই তো ভালোবাসার গন্তব্যের একমাত্র স্টেশন
এইপথেই গড়িয়েছিল জল 
স্পর্শের অতীত প্রাপ্তির অভিপ্রায়ে

তবুও দায়িত্বের মহাভার, ব্যক্তিত্বের প্রাখর্যে 
শিলাখণ্ডের আর নেমে আসা হয় নি দোসরের সমতলে ।