Thursday, May 7, 2020

বর্ণজিৎ বর্মন

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ইজম এর ঘেরাটোপ 
বর্ণজিৎ বর্মন 

কয়েক  যুগ আগে ,চোখের ধরেছিল রোগ 

ট্রিটমেন্ট করা হল অনেক ,কতো চেম্বার ,কতো জুতো হল ক্ষয় , ফরেন ডক্টর ফেল 

 প্রাণীটির লক্ষ্য বস্তুটি  ,ঠিক করা যায় নি অনেক আবজার্ভেশন 
শেষে ও নিটফল জিরো 

ভয় হয় ,ভয় ,চোখে না দেখার ভয় ,যদি 
এই অবস্থা মার্কসকে বলি নির্ঘাত বলবেন -
তুমি শোষণ হয়েছ বুর্জোয়াদের দ্বারা,ডাকো  কমিউনিজম ডাকো ।

যদি 
এই অবস্থা বাস্তববাদিদের বলি ,ইউ হ্যাব নট পাওয়ার , সো পলিটিক্স করে জেনুইং পাওয়ার কব্জা করো ,

যদি ,সব ইজমকে বলি একে একে কিছুই হবে না,
ওদের চশমা পরে দেখলে বিশ্বাসটি সেই চশমারই কালার ধারণ করবে ।
বিশ্বব্যবস্থা রঙিন দিবসে ডুববে ।
 নিজস্ব চিত্রের রঙ্গটা কানা পুকুরে ডাইরি লিখ
লিখবে ।


রুবি রায়

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


ডাইরির ভাজে পাওয়া দুটি ঠিকানা 
রুবি রায় 

দুই কর্ণিয়া জলে থিঁতিয়ে আছে 
৪ মুঠো স্মৃতি বালি ।

সূর্য মন্ত্রের পাশ দিয়ে শরীর হেঁটে যায় 
মাইনাস ফাইভ পয়েন্ট সামথিং কাঁচ এঁটে।
কোয়ান্টারিন মন , সংসার গোছাতে ব্যস্ত 
স্টেশনের ওপারে । কোলকাতা - ৭০০১৩১ ।

বিদ্যাসাগরকে জোর করে বাড়ি বাড়ি ঢুকিয়ে - এক্সিট হওয়ার পর ! আমার আশারা ...
ম্যানিকিওর করে , সাঁচীস্তূপ আর লালকেল্লা ছুঁতে ।

পাকস্থলির দীর্ঘশ্বাসে বেশ কিছুটা CO2 
পরিবেশে বেড়ে যায় ।

শান্ত পি.এল জানান দেয় , গ্ল্যামারেস চাঁদ !
কালসিটে দাগ নিয়ে সুকান্ত দাদার রান্নাঘর 
থেকে ম্যারাথন দমে আমার কাছে --
আটা চাইতে আসে ।

অপেক্ষার নাভীতে হলুদ রং ধরেছে ।
পোস্ট :- কোড়া চন্ডীগড় ।

চিরঞ্জিৎ বৈরাগী

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


১টি অক্ষর ছেঁড়া সময়
চিরঞ্জিৎ বৈরাগী


২টি তালা উত্তর দক্ষিণে
মাঝখানে হাতল
সাধারণীকরণে এগোও
তবুও পৃথকীকরণ

হলুদ স্বপ্ন
আরশোলা পীঠে ইটের গুঁড়ো
অথচ সারি সারি কেন্নোরা লাইন ভাঙে

১টি কুঁকড়ে থাকা লেজ
কত শত বেতের আঘাত__
                                     জিনগত স্বভাব
                                     আঠালো মেজাজ
একে একে দুই হলেও,
                               অভ্যাসের দাস

বোটাসহ তিনটি আম
ছাদের সঙ্গে ঠান্ডা গরম সমানুপাত
বাতাস আড়চোখে

সাহিত্যের পাতায় মুখ থুবড়ে ইঁদুর
চেটে নয়__

ছিঁড়ে ছিঁড়ে জ্যান্ত অক্ষর খাচ্ছে



আমিনুল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।


নামহীন চায়ের পেয়ালা 
আমিনুল ইসলাম

সব আলস্য
উড়ে যাচ্ছিল বাতাসের অন্তরঙ্গতায়
জলীয় ভাবানুধ্যায় থেকে স্পর্শহীন
ছুঁয়ে যাওয়া ধূসর জোৎস্নায়-
দ্বিচারি আলোয় নিভিয়ে আসে
                  মহীরুহ অমলতাস
বাউন্ডুলে স্বপ্নরা উড়তে শিখছে, ওদের
ডানার বিন্যাসে ঝড়ছে স্বাধীন শব্দের কারাগার
আত্মতুষ্টি থেকে অমোঘ বর্ষাকালের স্বচ্ছ শরীরে গড়িয়ে পড়ছে ফুলদানি জন্মের প্রাক ইতিহাস
হাই ধরে ধরে ঘুম উধাও চোখে
একটি খরস্রোতা নদীর
জড়ুল স্পর্শ করছে কাক
ওদের পরম্পরায় কর্কশ শব্দগুলোর ছুটি হলে
পড়ে থাকে অন্ধকারের নীরব উচ্চারণ
শিকারির ধর্মনিরপেক্ষতার রসায়ন ঘোষিত হয় একপায়ের ভারসাম্যে, জীবনের অন্ধকারেই
লুকিয়ে থাকে অন্য আর এক
ভৌগলিক আঁচ। শুধু অবশিষ্ট তরল
আগলে রাখে পেয়ালার তছনছ...

মতিউল ইসলাম

সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস... 
দ্বিতীয় বর্ষ।

দফা ৩০২
মতিউল ইসলাম 

দফা ৩০২ -
দাড়িয়ে আছি কাঠগোড়ায়,
বিচারকের তীক্ষ্ণ দৃষ্টি পড়তে চাইছে
চামড়া অস্থি রক্ত মাংস ভেদ করে
হৃদয়ের কথা।

জবানবন্দি-
হুজুর এ হত্যা নয়,
ভালোবাসার এক্সপেরিমেন্ট ।
সোহাগের মূর্হুতে মস্তিষ্কে বিস্ফোরণ,
স্তন কামড়ে হৃদয়ের সন্ধান,
রক্তাক্ত হৃদয় চুবিয়ে রাখার বাসনা
ফর্মালিনের জারে।
বিজ্ঞাপনের যুগে নতুন বিজ্ঞাপন।

কোন সিদ্ধান্ত নয়
নেক্সট ডেট।