Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ চিরঞ্জীব হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

চিরঞ্জীব হালদার

তৃষ্ণা ও মৃত্যুর সংলাপ

ধরে নিন মৃত্যুর সাথে এটা কাতুকুতু খেলা।
শবের সাথে  সঙ্গমরত স্বপ্নগুচ্ছ রৌদ্রে শুকোতে দেওয়া হল। 
জ্বালানী ছাড়াই যে কোন লন্ঠন হয়ে ওঠে অভিলাষিতের আলোক গাঁথা।
এই মৃত্যু উপত্যকার  সমস্ত চুলো একা একা খাদ্য উর্বর।
মৃত শব্দের পর কি কি যতি চিহ্ন বসানোর দরকার। 
৬ 
মহাতৃষ্ণা মেপে নেয় বর্ণমালা কতটা কামের অধিক।
ভুল চরিত্রের ভেতর নিরীহ এক জেব্রা ঘাসের  খোঁজে। 
সবাই দেখেছে হাত আমি দেখি থাবা।
সূর্যাস্তের রঙে দেখি লিপ্সটিক রাঙিয়েছে দিন।
১০
কবিজন্ম এক অচল প্রপেলারের পাহারাদার।




১-লাইনের কবিতা সংখ্যা≈ প্রকাশ ঘোষাল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

প্রকাশ ঘোষাল

অনর্থক স্পেক্ট্রাম

১.
মরিচ মাখা চোখ পেরিয়ে কবন্ধরা সারাদিন ঈশ্বর নাচায়

২.
উড়ালপুলের ছায়া জ্বলে তবু,নিরক্ষবলয় জুড়ে বিবাহবাসর। 

৩.
ভূমিকা বদলে গেলে গিরগিটি ঘাড়ে বসে উপনিষদ পড়ে। 

৪.
অন্ধ আর অন্ধতার খুশিতে বিনা ভাড়ায় গীতবিতান ছুটছে শহরে। 

৫.
বরফের দ্রাঘিমা রেখায় গরীব তাঁবুর নিচে আমাদের লেখা হবে সুন্দর এপিটাফ। 

৬.
সাফল্য আর ব্যর্থতার ফাঁকে মাছরাঙা লিখে যাচ্ছে জলের  ক্যালেন্ডার। 

৭.
জাতীয় পতাকার নিচে মাদারি  খেলায় স্বপ্নেরা বেফিকির  দেবতা বিমুখ। 

৮.
কচ্ছপের সর্দি হলে সমুদ্র ছিঁড়ে ফেলে জলের পোশাক। 

৯.
রানওয়ে ছুটছে ব্যালকনির কুয়াশায় তবু মৃত্যুর শেষে ওড়ে ময়ূর পালক।

১০.
শীতের ড্রয়িংবুকে ঋতু বদলের ছবি আঁকছে পাশের বাড়ির টিকটিকি।
 


১-লাইনের কবিতা সংখ্যা≈ রথীন বন্দ্যোপাধ্যায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রথীন বন্দ্যোপাধ্যায়

দশ্লাইন 

১)
এভাবে জেগো না বিষাদ, আসলে বীর্যপাত ও মৃদু বৃষ্টিপাতের সংযোগকারী সেতুটি এখনও আন্ডারকন্সট্রাকশান
২)
শিকড়গুলো কিলবিল উঠে যাচ্ছে আকাশের দিকে অসহায় লাজুক ফুল ফল পাতা মুখ লুকাচ্ছে মাটির গভীরতম অন্ধকারে
৩)
করমর্দনের সময়ে সেই যে তোমার হাত কব্জি থেকে খুলে এলো, আজও আমি মুঠোয় নিয়ে ঘুরছি সেই বিচ্ছিন্ন হাত, হাতের উষ্ণতা,
৪)
মান্নাবাবু, আজ শূন্য দশকে সেই গানটি একটু অন্যভাবে গেয়ে শোনান, প্লিজ, আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, নিশুতি রাত চিরে কাঁদে এক নৃশংস জানোয়ার....
৫)
আত্মরতিতে মেতে আছি, প্লিজ, ডিসটার্ব করবেন না, তাহলে গণহত্যায় মেতে উঠব
৬)
"হে ঈশ্বর" বললে ছুটি পাওয়া যায়, "হাইল হিটলার" বললে এখন রুটি মেলে
৭)
ফাল্গুনী রায় অথবা আপনার পাড়ার এইইআরকিলল্লিপপ্ লেখালেখি দু একটা কবিসভা দেশ স্বদেশ মার্কা পাঁচুগোপাল, যেকোন একজনকে বেছে নিন, যদি টিঁকে থাকতে চান
৮)
"হারামি" বললে যদি নিপাট সুসভ্যতায় দাগ লাগে তবে "ভালোমানুষেরপো"-ও বলতে পারি, শর্ত একটাই, আপনার বুকপকেট থেকে ওই রঙিন পালকটি বের করে হাওয়ায় ভাসিয়ে দিতে হবে
 ৯)
"SLOGAN" শব্দটির উচ্চারণ ঠিক রেখে যদি বানান একটু বদলে দু ভাগে ভাগ করে নিই তবে দুটি শব্দ পাই, ১. Slow এবং ২. Gun
১০)
সারাদিন এত বিড়ি ধরাই অথচ বিড়ির আগুনে আজও কারও পোঁদ পোড়াতে পারলাম না, আশ্চর্য, একবিন্দু আগুন এতটাই নিরীহ হয়......



১-লাইনের কবিতা সংখ্যা≈ রিতা মিত্র

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

রিতা মিত্র

এক লাইনে

১) এক থালা ভাতের স্বপ্ন দেখতে দেখতে ঘুমিড়ে পড়ে বুভুক্ষু শিশু। 

২) সূর্যোদয় থেকে সূর্যাস্ত আলোর আলপনা দেখি

৩) আয়নার কাছেও আসল চেহারা গোপন করার কৌশল রপ্ত করেছি। 

৪) ভেতরে ভেতরে মরছি প্রতিনিয়ত উপরে প্রসাধনীর উজ্জ্বলতা। 

৫) ব্যর্থতার কোনো চুড়া হয় না শুধু খাদের গভীরতা লেগে থাকে গায়ে। 

৬) শূন্যের ব্যাসার্ধ হলেও শূন্যতার কোনো ব্যাসার্ধ্য হয় না

৭) প্রতিটি রাস্তাই চৌমাথা এসে দিক শূন্য হয়ে পড়ে। 

৮) বেপরোয়া আদরের চিহ্নগুলো লুকিয়ে রাখি আড়ালে। 

৯) ধূসর মরুভূমিতেও সবুজের দেখা মেলে, তারা আস্তিনে লুকিয়ে রাখে কাঁটা। 

১০) স্পর্শের নাম উপসম হলে আত্মজনেরা যন্ত্রনা দিতে পারত না।

১-লাইনের কবিতা সংখ্যা≈ চন্দ্রদীপা সেনশর্মা

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

চন্দ্রদীপা সেনশর্মা

১. অবরুদ্ধ

যেদিকে তাকাই সারি সারি দেয়াল, ঝরাপাতার হাহা-রব

২. হেমন্তের অতিকথন

বয়স ঝুঁকে এলে কথারা অনর্গল...

৩. সাম-সংগীত

এখন সন্ধিত সময়, এখন সমবেত সংগীত...

৪. বৃন্তচ্যুতি(Fall)

শিশিরের চুম্বনে কেঁপে ওঠে বৃক্ষপত্র, নম্রপতন!

৫. পর্ণমোচী 

প্রকৃতির তুলিতে রং বদলায় পাতা, জীবনও

৬. দূরত্ব

ঝরাপাতা উড়ে যায় বৃক্ষ থেকে দূর বহুদূর

৭. Pleasure

পতন এবং উড়ান শব্দ দুটি, নিবিড়তর নিবিড়তার...

৮. বিষণ্ন মুহূর্ত

হে বিচ্ছিন্ন অনুরাগ, ঝরে যাও, please fall

৯. অগ্রহায়ণ

একদিকে নবান্ন, একদিকে পর্ণমোচন

১০. বিদায়বেলায়

পথটুকু অনতিক্ৰম্য, হাঁটা ছিল বলে বোঝা যায়নি।