|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || রথীন বন্দ্যোপাধ্যায়
দশ্লাইন
১)
এভাবে জেগো না বিষাদ, আসলে বীর্যপাত ও মৃদু বৃষ্টিপাতের সংযোগকারী সেতুটি এখনও আন্ডারকন্সট্রাকশান
২)
শিকড়গুলো কিলবিল উঠে যাচ্ছে আকাশের দিকে অসহায় লাজুক ফুল ফল পাতা মুখ লুকাচ্ছে মাটির গভীরতম অন্ধকারে
৩)
করমর্দনের সময়ে সেই যে তোমার হাত কব্জি থেকে খুলে এলো, আজও আমি মুঠোয় নিয়ে ঘুরছি সেই বিচ্ছিন্ন হাত, হাতের উষ্ণতা,
৪)
মান্নাবাবু, আজ শূন্য দশকে সেই গানটি একটু অন্যভাবে গেয়ে শোনান, প্লিজ, আমার ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত গুমরে কাঁদে, নিশুতি রাত চিরে কাঁদে এক নৃশংস জানোয়ার....
৫)
আত্মরতিতে মেতে আছি, প্লিজ, ডিসটার্ব করবেন না, তাহলে গণহত্যায় মেতে উঠব
৬)
"হে ঈশ্বর" বললে ছুটি পাওয়া যায়, "হাইল হিটলার" বললে এখন রুটি মেলে
৭)
ফাল্গুনী রায় অথবা আপনার পাড়ার এইইআরকিলল্লিপপ্ লেখালেখি দু একটা কবিসভা দেশ স্বদেশ মার্কা পাঁচুগোপাল, যেকোন একজনকে বেছে নিন, যদি টিঁকে থাকতে চান
৮)
"হারামি" বললে যদি নিপাট সুসভ্যতায় দাগ লাগে তবে "ভালোমানুষেরপো"-ও বলতে পারি, শর্ত একটাই, আপনার বুকপকেট থেকে ওই রঙিন পালকটি বের করে হাওয়ায় ভাসিয়ে দিতে হবে
৯)
"SLOGAN" শব্দটির উচ্চারণ ঠিক রেখে যদি বানান একটু বদলে দু ভাগে ভাগ করে নিই তবে দুটি শব্দ পাই, ১. Slow এবং ২. Gun
১০)
সারাদিন এত বিড়ি ধরাই অথচ বিড়ির আগুনে আজও কারও পোঁদ পোড়াতে পারলাম না, আশ্চর্য, একবিন্দু আগুন এতটাই নিরীহ হয়......