Monday, July 20, 2020

|| সুজল সাহা-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













সুজল সাহা

গাছবিষয়ক____

বাগানের স্থলপদ্মগাছ। জলজ্যান্ত প্রাণ লুট করে যারা, তারা অমানুষ। শেকড়ের কান্না বাতাসে ছড়ায়। যেকোনো গাছই ঈশ্বর। পাথরের বুকে সজীব তোমাকে জাগাতে বিগ্রহের পায়ে ফুল দিই। বীজ থেকে গাছ হয়। প্রগতির স্বপ্ন চোখে জলের কিনারে নশ্বর ঈশ্বর দর্শন করি। দু‍ঃখের ফুল সুখ হয়ে ঝরে আলোর মুহূর্ত।

|| রোশনি ইসলাম-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||














রোশনি ইসলাম

ভ্রমণ____


সবুজ পাতায়
     নীল আকাশ দেখি
ভ্রমর প্রজাপতি
     উজ্জ্বল আলো
অলংকৃত প্রকৃতি
প্রাণ-স্পন্দন
     ভ্রমণরত ঠিকানা

মঞ্চ____

দেশ-দেশান্তর ঘুরে
           ঝিলমিল স্মৃতি
আদিগন্ত ঝলমল মঞ্চ
আর গভীর জলাশয়
উৎসবমুখর চত্বর
উড়ে আসছে নীলকণ্ঠ পাখি


ক্যানভাস____

ঝড় ও শিলাপাত
বেপরোয়া ঘোরাফেরা
নদীর ধারে ঝোপঝাড়
নীল হলুদ সবুজ...
             রঙিন হচ্ছে ক্যানভাস


|| সুলেখা সরকার-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













সুলেখা সরকার


শর্তহীন রতি_____

অতঃপর 
খামখেয়ালি সূর্য অস্ত গেলে, 
আটটি পুরোহিত গ্রহ চাঁদের স্লোগান নিয়ে, 
ঢুকে পড়বে পাঁজর ভাঙ্গা ঋণের ভেতর। 
নিদারুণ দুঃস্বপ্নে দেখবো একটি শর্তবিহীন রাত
গলে যাচ্ছে। গলে যাচ্ছে উজাড় রতিক্রিয়া। 
ঐ চোখে বসে থাকা এই দু-টি চোখ।
পরস্পর খুলে রাখা শরীরের বসবাস শেষ হলে, 
এক অপূর্ণ তৃপ্তি কার কাছে যাবে বলো ? 
কার কাছে তুমুল হয়ে উঠবে আবার ? 
যতটা দূরে যাও ততটাই নিঃশর্ত ভালোবাসি। 
নিপুণ প্রতিযোগিতা নেই আমার।


|| ময়ূখ হালদার -এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
|| দ্বিতীয় বর্ষ ||














ময়ূখ হালদার 

প্রিকঅশন___  


খুকরি আর কাঁটা চামচ
লিটারারি লাইফ থেকে রিয়েল লাইফ আলাদা করছি রাত জেগে 
আগামীকাল আমাদের প্রথম ডেট 
মাংস আমার প্রিয় খাদ্য নিশ্চয়ই মনে আছে তোমার

মেঘের জল আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা সাহিত্যের গায়ে নুন-হলুদ মাখিয়ে তুলে রেখেছি ডিপ ফ্রিজে
কোনও এক দুর্ভিক্ষের দিনে বুর্জ খলিফার ছাদে 
পা ঝুলিয়ে ব'সে থাকবো আমরা 
চাঁদ দেখবো 
হাতে স্লাইস কবিতা এবং ভদকার গ্লাস নিয়ে তোমায় আ-ইতিহাস শেখাবো 
তুমি ভুলে যাবে লিলিপুটের কান্না 

|| মায়িশা তাসনিম ইসলাম-এর কবিতা ||

|| সাপ্তাহিক ব্ল্যালহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| 
|| দ্বিতীয় বর্ষ ||













মায়িশা তাসনিম ইসলাম

দ্বীপসূত্র___


ওখানে যাই জলের রাখী বেঁধে
নদী পেরোতেই ভেঙে পড়ে বুকের সেতু!
যেতে যেতে দোল খায় চোখের নৌকো
যাত্রিহীন লঞ্চের মতো হৃদয় বসে থাকে মগ্ন।
ওখানে দ্বীপজ জন্মের শাস্ত্র
কালো ধোঁয়ার উল্কি থাকে না থিতু বাহুতে
নবজাতকের পিতার মতো তাকায় গাছেরা
দ্বিপমায়ের চুলে মরম-বিশ্ব সাজে!
পিঠার মতো নরম হৃদয় নিয়ে
দশ বছর অপেক্ষার থালায় বসে সে
পাহাড়া দিচ্ছে এখন তিনটি কবর
জন্মেরও আগের সেই কুমারী মাতৃত্বে...