Friday, August 6, 2021

আমন্ত্রিত সংখ্যা≈কাজল সেন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||









কাজল সেন



ভালো থেকো

আনন্দ নিয়ে এসেছ যখন
সারাটা দিন আনন্দেই থেকো
গোধূলি আলোর শেষটানে
আয়নায় দেখো তোমার মুখ
এমন তো নয় যে তোমাকে
হতেই হবে সুন্দরী শ্রেষ্ঠা
আড়ে ও বহরে
বেঁধে রাখতে হবে দুধেলা গড়ন
সেই সেবার যেদিন সাজানো হয়েছিল শুধু
আমের বাগান
দু’একটা চন্দ্রমল্লিকা শ্বেতজবা আর
নয়নতারা ফুলের বাগান
সেদিন কিন্তু কোনো প্রচলিত উৎসব ছিল না
কোনো গাছের তলায়
শান্ত বিছানায় ছিল না কোনো উদ্বেগের ঝড়
যতটা ভালো থাকলে মনে হয়
এই তো বেশ ভালো আছি
ততটাই ভালো থেকো
তোমার জন্মের পরিসরে
সন্ধ্যে হলে না হয় নিজেকে
কিছুটা গুটিয়ে রেখো আবডালে
তালপাতার বাঁশি বাজিয়ে যে যায়
রাতের অন্ধকারে সে নিজেকে হারায়

নৈঃশব্দ যখন মুখরিত হয় শব্দহীনতায়

একটানা নৈঃশব্দের শব্দে আমার ঘুম ভেঙে যায়
আমি ইতঃস্তত হাতড়াই শব্দহীন নৈঃশব্দের সন্ধানে
রাত এখনও বাকি অনেকটা রাত বাকি
বাকি রাত আমার জেগে থাকা এভাবেই নিবিড় অন্বেষায়
মধ্যরাতে তখনও জেগে থাকে অরণ্যের স্পর্ধিত মহীরুহ
চরাচরে দাদাগিরি যাবতীয় গুল্মলতার
নিকষ অন্ধকারে চোখে আলো জ্বেলে
শ্বাপদেরা হেঁটে যায় রাস্তায়
আমি জেগে থাকি আমার ব্যক্তিগত শয্যায়
রাত যেন অস্ত না যায় এই প্রার্থনায়
কথাটা বলতে গিয়ে হয়তো কিছুটা বাড়িয়ে বলা হলো
সাজিয়ে বলতে গিয়ে যৎসামান্য ত্রুটি থেকে গেলো
যতটা প্রাপ্তি ছিল মধ্যাহ্নের আলোর উজ্জ্বলতায়
প্রত্যাশা ছিল বেশি আরও নিপাট অন্ধকারে প্রাপ্তির সম্ভাবনায়
নৈঃশব্দ যখন মুখরিত হয় শব্দহীনতায়
দুচোখে আমার নেমে আসে অরণ্যের এলায়িত ঘুম
নিশ্ছিদ্র অরণ্যের বুকে আমি ঘুমিয়ে পড়ি নির্ভাবনায়
জেগে থাকে শুধু অসামান্য গুল্মলতা
নিশাচর শ্বাপদ আর দীর্ঘ মহীরুহ

আমন্ত্রিত সংখ্যা≈আলোক মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||









আলোক মণ্ডল



ব্রাকেট

একবার জলের ভেতরে গিয়ে
জলশূন্য করি
মুখের ভেতরে মুখ। আমি'র এন্টিবায়োটিক 
দিনে তিনবার গুলে যায় আফটার ফুড। এসব কথা রিকসাওয়ালারা জানে না।

মাছের সংসারে স্মরণীয় ওয়ার্কলোড লিঙ্ক  চায় মৎসপুরানের,
ব্যতিক্রমী মাৎসন্যায়।ডোজহীন।
নো-আফটার নো-বিফোর! 

ঘুঙুরবাঁধা সাবধানী মুখ ঘরমুখী  
যে-যার জমিতে স্প্রে 
বিসর্গ চিহ্নে 
মরে যাওয়ার আগে পর্যন্ত চড়কগাছের নীচে ঘোষধ্বনি বরাবর আট-ছয় গৎ 
একটি ব্রাকেটে শুধু লেখা হয় চাঁদের ক্ষয়।


লাবডুক

মেঘের আড়ালে আলো চলে গেল
চলে গেল আলো আলোর আড়ালে
টিপটিপ অন্ধকার 
টিপকে ঢিপ টিপ বাঁধল 
ঝড়ে উড়ে যায় বুকের আঁচল খানি
আলো
ঢিপ 
অন্ধকার
চাষযোগ্য জমি বুলেটপ্রুফ 
অনশনে অবস্থানে কামান বিপুল তরঙ্গ 
লাবডুক হে 
ডুগডুগি বাজাও ঐ লাইট হাউস ডাকছে
জাহাজ!


কাঁঠাল

স্পর্শ দোষ কিংবা জাদুদন্ড   তিনশ ছয়
গুনিতক ধারাপাত
নৃসিংহপ্রসাদ প্রসাদ যেমন বলেন,পাকলে
কাঁঠাল। রাজনৈতিক নেতা-নেত্রী অদ্ভিন্নযৌবনা / আ প্রত্যয় বাদে গোঁফে অলিভ 
বহুবীজ সেমিকোলন আর কমা কোলন ধু্ন্ধুমার অনির্ণীত থিওরি প্যাভেল
ফুলবাড়ি-গজলডোবা কুড়ি মিনিটের পথ
পোস্টকার্ড বিলুপ্ত ।  মনোগতি প্রজাপতি মাপহীন।
যাপিত সময় বদহজমি, ঘর্ঘর বৃন্তচ্যুত পাতার স্পর্শ!

 

সমুদ্রে ডুবতে থাকা বিকেলের বুকে অ আ ক খ যাই লিখুন নিফটি পতনে খড়কুটোর কোন ভূমিকা থাকে না।
এমন সরল নিপাতনের চিত্রকল্পে মশারির চারকোন ছেঁড়া জাল চেপে ধ'রে বৈকালিক প্রতিবিম্ব।পেট ফোলা মশার রক্ত অণুচক্রিকায় একটি হত্যা দৃশ্যের দরকার পড়ে না কেননা কল্পিত আখ্যানটি  তে কোন কান্না থাকেনা, থাকে রিরংসা।
সেপ্টেম্বরে উল্কাপাত নিয়ম মাফিক- স্টিফেন হকিংয়ের হাসিটুকুই বুঝতে যথেষ্ট, হুইল চেয়ারও জানে তাকে নিয়ে যতই মস্করার "ম" কিংবা আশ্রয়স্থানভোগী বর্ণের লুম্পেনসি হোক
বর্গের শেষ বর্ণ নাসিক্য কান্নাধ্বনি, নির্ঘাত নাস্ত্রাদামুস!



আমন্ত্রিত সংখ্যা≈অলোক বিশ্বাস

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||








অলোক বিশ্বাস


মাছের বাজার 

বোতল ব্রহ্ম+মাইথোলজি+দূরে দুই মাসি+
ঝুড়িতে ঝুড়িতে বরফাচ্ছাদিত পাখি+
কাঁদতে কাঁদতে প্রজ্বলিত হয়ে ওঠা হাসি+
উলংগ পাগল সর্বপল্লি তাহারও আঁখি+
সংবাদপত্র টেনে গন্ধলিপ্ত রেকটাম ঘষছে×
পাশের গলিতে দরাদরি চলছে স্তন-যোনি+
কয়েকটি লিঙ্গের অস্ত্র সন্ত্রাসে ভাসছে 
মাইকে গাঁকগাঁক কোরে ওঠে শাস্ত্রীয় ধ্বনি+
অন্যদিকে ভগবানের পিন্ডি চটকাচ্ছে 
দুর্বিনীত ডাস্টবিন×দুর্বিনীত জুয়াখেলা×
হাহাহাহাহাহাহাহাহাহা×মন ভ্যাটকাচ্ছে
প্রতীকী মৃত্যু মিকগ্যাস+উল্টেচলা ঠ্যালা+
দম্পতি হেঁটে যাচ্ছে তুলে কোরোনার কাশি
পুনরায় ফ্যাসিস্টরা ক্ষমতায় এলো নাকি×
সবুজ ডিম্বাণু শুক্রাণু বাজারিত হচ্ছে বাসি
বুদ্ধিবাজ ডাকে, শবগুলো পতাকায় ঢাকি×


সবজি বাজার 

***দেখছি***শুনছি***লিখছি***আঁকছি
বাঁকানো পথে উল্টেছে আকাশ(হিহিহিহি)::
প্রিয় পুঁইলতা...প্রিয় খারকোল...হে প্রিয়***
????কোথায় অরহর পাতা, সজনে ফুল!!!
মিহিমিহি কোরে নারকোল শাঁস ছাঁচছি@@
আদা+কাচকলা উচ্ছে পটল বেগুনের গান
***না, কোনো সমস্যা নেই, তাহলে বা কেন
ডাকবে পুলিশ??? হে মাতব্বর হে প্রেতাত্মা,
কার সত্তার সত্য ব্যাপারে একথা, কুমড়োর
চাপে, কাঁঠালের চাপে অন্যান্য সবজি দ***
একপাল কুকুর হিসিগু কোরে বেড়াচ্ছে***
যথাযথ মাসি সবজিকে বলছে জিও জিও।
জমাদার সেও হিস্যা থেকে বাদ যাবে কেন।
মূলো+গাজর+বিট ব্যাগভর্তি নিলো দামড়া
কামরাঙা গল্প করছে:: আলুতে রিরিরিরি::
সাবধানে টানো বস্তা, খিস্তিও লিখে রাখছি

ফুলের বাজার 

গণেশায় নমঃ নামে ফুলেদের ট্রে সাজানো 
(রলাঁ বার্থের নাম লেখা) মনন পাপড়িতে !!
এডওয়ার্ড সাঈদ  ফুলের যে তোড়া বিক্রি
করছেন, ক্রেতারা সন্দেহ করছে তাকিয়ে?
***প্রান্তিক ফুলচাষী,  নাম সাবঅলটার্ন***
গঙ্গার দিব্যতা তার গায়ে কেন লাগছে না ?
+ঘুগনি বিক্রেতার সঙ্গে ফুলচাষীর বন্ধুত্ব+
++কিছু ক্রেতা যারা মুখ্যমন্ত্রীর পটানো++
তারা বলছে রলাঁ বার্থ, এডওয়ার্ড সাঈদ
চলে গেলে বিক্রিতে ঝড় উঠবে এমনিতে=
__তাঁদের কথা কেউ বুঝছে না জাঁকিয়ে__
এটাতো হবার নয়, কোথাও অঙ্কে ভুল হচ্ছে
বিক্রেতারা আরো কাউকে ডেকে দ্যাখাচ্ছে
+গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং হোমি কে.
ভাবা আছেন তাঁহাদের ভিতরে... জমেছে
পোস্ট-স্ট্রাকচারালিজম, ফুলেরা চমকালো


আমন্ত্রিত সংখ্যা≈রণজিৎ পাণ্ডে

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||







রণজিৎ পাণ্ডে 


ইশারা

সারা শরীরে ব্যথা জড়িয়ে পড়ে রয়েছি

পেটে তরল পদার্থ বেশি পড়লে
        হালকা নীল রঙটা আমার বেশ ভালো  লাগে

কিন্তু আজ বাঁচার দিশা খুঁজতে গিয়ে
কান কাটা মন্ত্রীর জন্ম তারিখটা উজ্জ্বল হচ্ছে মগজে
এবং সেন্টিমেন্টকে  বন্ধক রাখলে
আদর্শ মনে হচ্ছে  কাটা হাত খগেনের হাত

উল্টো দিকে সংস্কৃতির ভাঙা কার্নিসে মশলা লাগানোর জন্যও কাউকে খুঁজে চলেছি

আর এক প্যাক মারতেই
নীল রঙের পাখিটা আমার  বিছানায় এসে বসল

  এবার আমি নিজের শরীর নিয়ে কী করব যখন বুঝে উঠতে পারছি না
   দেখলাম -
ধুসর আকাশের দিকে উঁচিয়ে থাকা একটি গাছ
      ইশারায় মাথা নাড়ছে অবিরত


লাগাম

প্রতিটি মুহূর্তের জন্যই সজাগ রয়েছি
         তবুও স্রোতের বিরুদ্ধে চলা বেশ কঠিন

ভালভাবে লক্ষ্য করছি যে-
        যারা যারা মানের গোড়ায় ছাই ফেলেছে
                                     তারাই গেনার

তাতে অদ্ভুত একটি স্বপ্ন আমাকেও তাড়া করছে
যেখানে পায়া কাঁপানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি

যতক্ষণ না অন্য কেউ তার পায়ের জুতোটা খুলে নিচ্ছে
আপনি একটি সিঁড়িও অতিক্রম করতে পারবেন না
                                            
  আর  যে লাগাম ধরে ছুটে চলেছন
বাঁচার জন্য সেটারও  কোনো প্রয়োজন নেই


বেদখল

আমার যতটা বিশ্বাস ছিল
      তার চেয়ে আরও অধিক চাইছিলাম তোমাকে

মাথার মধ্যে যে প্রশ্নটি কামড়াচ্ছিল
                     তার দাগ খুঁজছিলাম  স্তরে স্তরে
রাজনীতি কথাটির অর্থ রাজার নীতি নাকি নীতির রাজা
      খুঁজতে খুঁজতে দেখলাম
ঔষধ এবং  চিকিৎসাশাস্ত্র বেশ উন্নত হচ্ছে
ফলে আগুনে আগুনে ধ্বংসস্তূপ আর ধ্বংসস্তূপ

বিক্ষোভে জ্বলছে ঘর -বাড়ি - ট্রেন-বাস
    বেদখল হচ্ছে নিরাপদের জায়গা
                 একি ধর্মের লড়াই নাকি গণতন্ত্রের?

দরকারি জিনিসগুলো হারিয়ে যাচ্ছে ক্রমশ

আমি ম্যাজিক চশমায় উৎকৃষ্ট যা কিছু নিজের দেখছিলাম
   তাই লুঠেরাদের কোনো জাতপাত খুঁজতে চাইনি

তবুও ভেতরের দরজাগুলো  আটকে যাচ্ছে বার বার
কারণ
          ধ্বংস কখনও আন্দোলন হতে পারে না


আমন্ত্রিত সংখ্যা≈নীলাব্জ চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||









নীলাব্জ চক্রবর্তী


একটা উন্মুখ দৃশ্য 



বালিশ পুড়িয়ে ফেলছে

দূর

কিছু বুদ্বুদবিনিময়

রঙ হয়ে

পেনিট্রেট করছে ফলতঃ

ঊরু ও মসৃণতায় বিদ্ধ হতে হতে

এইভাবে

ভাষা ফেলে চলে গেছে কেউ

স্পাইরাল

একটা উন্মুখ দৃশ্য

রসস্থ

রুটিগাছের ভেতর ভেতর

একটা সকাল

দুপুরের বর্ণনা অবধি হেঁটে যাচ্ছে...

সম্পর্ক

 

সম্পর্ক একটা রঙ

খুলে ফেলছে

যেভাবে কাগজ ঘষতে ঘষতে

আঙুলছাপ নগ্ন কবিতায়

গড়িয়ে

অনুরক্ত একেকটা শ্লোক

মুখ ফসকে

কার গাছজন্ম অবধি

বদলে

কার

ভাঙা সূচীপত্রের চামড়ায়

পরপর

বোতাম বসছে

একটা সহজ স্বপ্নের ভেতর

আলগা করা

মিষ্টি মিষ্টি গান ভালবাসছে ওইখানে...


ফ্রি-ফ্লোয়িং লজিক


বাফার ও সমঝোতা জানে

কাট বলতে বলতে

এই ধ্বনি

এই ঠোঁটের পাখি জিভের পাখি

অর্থাৎ

একটা ফ্রি-ফ্লোয়িং লজিক

কেমন

স্পেস খোঁজে

ভালবাসে ফ্রেম অফ রেফারেন্স

মাথার ভেতরে

কার জ্যান্ত উচ্চারণ

হাত থেকে

একটার পর একটা নিবিষ্ট ছায়া ফেলে দেয়

যে ভাষাটায়

রোলব্যাক করা

আলো

ভাঁজ খুলে নীল পড়ে থাকে...