Thursday, April 15, 2021

১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~চিরঞ্জিৎ বৈরাগী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||  

চিরঞ্জিৎ বৈরাগী








বাসি রুটির চিৎকার

সাইকেল শো রোডে,  টুইলভ ইয়ার জার্নি
ছোটো বড় ভিলেজ মার্কেট চিবিয়ে

মোজাইক শহরের কোলে
একটুকরো আকাশ-ছোঁয়া আবেগ,

কোথাও যেনো ছত্রাকের পা আগলে
আজ বাসি রুটির চিৎকার

ফোন বাজে। কলিংয়ে কাঁটাতার
সেভ নাম্বারে আরশোলার বাস

মেমোরি পাওয়ার লো ল্যাটিন
টিবিয়া-ফিবুলা জোড় মুক্তি চায়

খুবলে খাওয়া জীবেরা সভ্য সমাজের
তোমার পরিনতিই, ওদের উপেক্ষা

বইয়ের এপিঠ-ওপিঠ!



১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~বর্ণজিৎ বর্মন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||     

বর্ণজিৎ বর্মন 

প্রেমিকার গালে পাসওয়ার্ড 


তুমুল বৃষ্টি এলে পার্কের বেঞ্চিতে শূন্যতা সৃষ্টির অনুভব  উদ্দেশ্য বসে ইতিওতি চায় 

অন্যগল্পে 
অজানা পাহারের গোপন গুহায় নীল রঙের   ঝরে পড়া চিঠি  লিপি খোঁজে নদী

কোনো আজানা প্রেমিকের
হাতের স্পর্শ পাওয়ার অপেক্ষায় দিন গুনছে
আগুনে পুড়ে এই নশ্বর দেহখানি 

অমলিন রূপে বিভোর নিসর্গ নিশানা এম এ পাশের পরও প্রেমের ভাষা,স্বর ,প্রতীক বুঝে না 
প্রেম তো একটা স্বতন্ত্র বিষয় কেউ কেউ কিছু বোঝে 

কেউ কেউ বুঝে উঠতে গেলেই চোখে  
 চাঁদ ওঠে, কপালে ছাতা , অচেনা পাখির ভাষা কানে ভেসে আসে 
উন্মাদ পাঠক্রম ভূমিকায় লিখা হয় ও স্বপ্ন তুমিই 
এদের মায়ার জালে জড়িয়ে রেখেছে
                                 মিন ব্ন্ধী খেলা 
আসলে প্রেম তো সর্বাংশে সত্য পবিত্রতা নদী-

জলের তলায় ডুবে যায় হাত ,      
                    খুঁজি চলো খুঁজি 
                         নিজস্ব অস্তিত্ব 
প্রেমের কবিতায় বলিষ্ঠ  প্রেয়সি পেলে 
প্রেমিকার গালে পাসওয়ার্ড স্যাটাব 






১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~দেবলীনা চক্রবর্তী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা || 

দেবলীনা চক্রবর্তী

চিত্রায়ণ

ঠিক এই মুহূর্তে আমি তোমার হাতের ইচ্ছাধীন এক ড্রোন ক্যামেরা
পেরিয়ে যাচ্ছি একে একে পারিপার্শ্বিক দৃশ্যপট 
আর আমার চোখ দিয়ে তুমি দেখে নিচ্ছ সেই সব দৃশ্য ....
 
গম রঙা আলো এসে পড়েছে মেঠো জানলাতে
 সারাবেলার অবিন্যস্ত চারপাশ আর
   সাথে দুপুর সময়কে নিপাট ভাঁজে গুছিয়ে নিয়ে মেয়েটি ঘরে ফিরছে ত্রস্ত পায়ে

পুরোনো মন্দিরের গায়ে লাল নিশান পতপতে হাওয়ায় উড়ছে

খন্ড খন্ড উপমায় ভরে উঠছে সান্ধ্য আঙিনা 
তারপর সারাটি বিকেল দীর্ঘ থেকে দীর্ঘতর হতে হতে
  অলৌকিক হয়ে উঠছে ক্রমশ তমালের ঘন রং....




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~মৌসুমী রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||    

মৌসুমী রায়

শূণ্য থেকে ফেরা

চলো,
আর একবার
নদীটির তীর ধরে
হারিয়ে যাই আমলকির বনে
অনাবিল উদ্দাম চিতাকাঠ নিভে গেলে

চলো,
শুধরে নিই ,
ভুল শেখা অংকগুলি
মিছিমিছি সংসার খেলা শেষে
হিসেবের খাতা থেকে শূণ্যতা কাটি  

চলো
আর একবার...




১-লা বৈশাখ সংখ্যা || কবিতায়~রুবি রায়

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || ১-লা বৈশাখ সংখ্যা ||   

রুবি রায়

Netfliex-এ সূর্যের তীর্যক রশ্মি 


দারিদ্রের স্পেসবার না থাকলে Netflix- এ সূর্যরশ্মি তীর্যক ভাবে পড়ে | কেলভিন স্কেলে মা অন্নপূর্ণাকে বসানোর চেষ্টা হয় |
ময়ূর পাখার উজালা স্বপ্নে যদি সোডা না পড়ে তবে তা কোনো কাজের নয় |
       ঠেক থেকে ঠিকানা খুঁজতে গিয়ে বুঝি--

ফেলে দেওয়া ফাউনটেনের মুখ খুলে যায় -- যখন প্রোটেকশন পরিহিত Left over স্মৃতি নানা ফ্লেভারে মিশে ধাক্কা মারে |

আর শূন্য পাকস্থলি দিগন্তরেখায় মিশলে , ইন্টারভেলে -- পিল বুঝতে পারে এক বঙ্গজননীর পরাধীনতা ।