Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ ফটিক চৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

ফটিক চৌধুরী

হেমন্তের গোধূলি
হেমন্তের গোধূলি ঢাকে সোনালি ধানের শিষ

সঙ্গী
স্বর্গে যেতে হলে কুকুর হবে সঙ্গী

শরীর
নিদ্রার মতো সুখ জড়িয়ে আছে শরীর

দর্পণ
যতই আয়না দেখো আয়নার পেছনে অন্ধকার

প্রতীক্ষা
মনে মনে ভাবি তবে, আসবে উৎসবে?

নীরা
সব নারী নীরা নয় সব নীরা নারী

কী আসে যায়
ট্রাম বন্ধে জীবনানন্দের কী যায় আসে!

অপেক্ষা
কেউ কী আসবে হেমন্তের বিষন্ন বিকেলে?

কথা রাখিনি
ফিরে আসবো বলে কথা রাখিনি অনেকবার

হাহাকার
হাহাকারের কোন আকার নেই শুধু বেদনা



১-লাইনের কবিতা সংখ্যা≈ বিশ্বজিৎ মাহাত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

বিশ্বজিৎ মাহাত

পঞ্চমূল

প্রেম, বালিহাঁস নও! উড়বে কার কলিজায় নিশিতে, বিহ্বলে--- 

বুদবুদ ফেনিল শোক একাকী তলিয়ে নেয়, হে প্রিয় প্রদীপ জাগো কেন 

আমাকে নিস্তার দাও। সহ্য, এক শাঁখ যেন বিছিয়েছে নিরেট ঢেউ'কে 

মৃতদেহ 

কী নিষ্পাপ তুমি, সুর তোলো আমাদের ঘরে, কেউ নেই এত আপন নিজের 

পরব 

প্রণয়ী, বর্ষার রাত, ফেটে যায় কামনায় মেঘের শরীর 

ফল 

জানো তো! তোমার গর্ভে লুকিয়ে রয়েছে মাংসহীন  লক্ষীন্দর 

সমাপ্ত 

কান্না এক জঙ্গী শিশু, কুরে কুরে খায় সাদা কাফনের দেহ 

প্রেম 

বিচ্ছেদ এমন পথ, জলীয় তবুও মেঘ নেই 

বন্ধু 

গাছের লতার মতো জড়িয়ে ধরেছে কেউ শিথিল রোদনে 

স্বর্গ 

একটি মায়ার ঘর, যার মাতৃগর্ভে কেউ দরজা খোলেনি

১-লাইনের কবিতা সংখ্যা≈ শঙ্খসাথি

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

শঙ্খসাথি

শীতের ক্যালেন্ডার
       
(১)
আপাতত কুয়াশার ক্যানভাসে আঁকি ভালোবাসা
(২)
অপেক্ষার শেষে আলো হয়ে ওঠে সূর্যমুখী 
(৩)
রোদেলা সকালে শীতলপাটি বিছিয়ে বসে নামতার সারি
(৪)
ইস্টিশানে এসে পৌঁছেছে অনিচ্ছুক রেলগাড়ি
(৫)
আকাশের ঘন নীলে বিষাক্ত নেশার ষড়যন্ত্র 
(৬)
ফায়ারপ্লেসে ছাই হয় চিঠি, থাকে কিছু অশ্রুর দাগ 
(৭)
গুড়ের পায়েসের স্বাদে মৃত মাকে মনে পড়ে হঠাৎ 
(৮)
শালমুড়ি দিয়ে অতীতের উষ্ণতম দিন খোঁজে বন্ধ্যা ধানক্ষেত
(৯)
বড় দীর্ঘ রাত জানে বিরহের ডাকনাম 'শীত' 
(১০)
বিষেভরা কর্কটরোগ পাইনের বনে হারিয়েছে রিটার্ন টিকিট

১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবযানী বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

দেবযানী বসু
কবিতার দশচাকা~পাখিপড়ানো দাঁড়

১.
তালগাছ নিজের অজান্তে দুই পায়ে দাঁড়িয়েছে কখোন।
২.
কলঙ্কিত তোষকের মৃগনাভি হারানো এক দোষ।
৩.
মুরগির স্টু্য়ে ডুবে যাওয়া সংসার এক মোরগ বাঁচিয়েছে।
৪.
হাতির দাঁতে পালিশ লাগানো সকাল-সন্ধ্যা ছোটায় আমাকে।
৫.
দেশের মাথায় পড়ছে গরুর বাঁটের ভার্চুয়াল দুধ।
৬.
বুদ্ধুভুতুম ও পূর্নিমা চাঁদ একবারই আসে জীবনে।
৭.
গলির বাতিদন্ডের মাথায় ইদানিং হিরে জ্বলে।
৮.
ঠাকুরদার বলা গল্পের ভুতেদের আমি কঙ্কাল পরাই।
৯.
লকডাউনের ঝামরে পড়া পালকে একটু রঙ ধরেছে।
১০.
মনপোষা মৃত্যুগুলো সুযোগ পেলেই ঝাঁকে ঝাঁকে ওড়ে।

১-লাইনের কবিতা সংখ্যা≈ মৃণালেন্দু দাশ

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

মৃণালেন্দু দাশ

জলছবি

জলের উপরে তুমি নীচেও তুমি সত্যি বললে কোথাও না

              

বিরহ

বিরহ কাতর তমাল তরুটিকে ঘিরে আগুন ও মৌমাছি

                          

ভাঙাগড়া

একবার ভেঙে ফেললে আরেকবার গড়া প্রায় অসম্ভব

               

পথ

যে পথ একবার বেঁকে যায় সে তো আর সোজা পথ থাকেনা

                            

নদী

দুঃখ ভাসাইলে ভাওয়াইয়া ভাটিয়ালি গান ভাসিলে নদী

                  

রহস্যময়

সর্ষের ভিতরে লুকিয়ে থাকে সদারহস্যময় প্রাণ ভোমারাটি

              

সূঁচ

সুঁচ তখনই কার্যকর যখন সূঁচে সুতো পরানো হয়

                    

নিয়ন্ত্রন

জলের উপর নিয়ন্ত্রন পেলেও মনের নিয়ন্ত্রন অসম্ভব

           

শিরদাঁড়া

দুপায়ে দাঁড়িয়ে থাকা মানেই শিরদাঁড়া সোজা এটা ঠিক না

                                 

দৃষ্টিভঙ্গী

অন্ধকারও আলোর অধিক নির্ভর করে দৃষ্টিভঙ্গীর উপর