Thursday, December 31, 2020
১-লাইনের কবিতা সংখ্যা≈ দেবাশিস মুখোপধ্যায়
১-লাইনের কবিতা সংখ্যা≈ এবাদুল হক
১-লাইনের কবিতা সংখ্যা≈ জ্যোতি পোদ্দার
১-লাইনের কবিতা সংখ্যা≈ রবীন বসু
১০ টি ১ লাইনের কবিতা
১
অন্নহীন গ্রামদেশ, শূন্যপাতে ক্ষুধাই ফুটেছে।
২
শ্রমের অক্লান্ত হাঁটা পরিযায়ী ডানা নিয়ে ওড়ে।
৩
প্রলম্বিত গুপ্তকথা গুহামুখে ছায়াচিত্র আঁকে।
৪
ভাঙাসেতু দিয়ে মায়াপৃথিবী হেঁটে গেল সতর্কে।
৫
প্রত্যাশা অধীর হলে মাধুকরী এসে যায় দ্বারে।
৬
ভিতরে কে যে ডাকে, বাহির কান খাড়া করে।
৭
সহসা উন্মুখ হয় মঞ্চতলে ওতপাতা ফন্দি।
৮
অনন্ত পেতেছে হাত মুষ্টিভিক্ষা সময় দিয়েছে।
৯
তির যেন লক্ষ্যে স্থির টান টান দারুণ নিষাদ।
১০
কবি শুধু বসে থাকে সামনে তাঁর দুঃখের সিঁড়ি।
১-লাইনের কবিতা সংখ্যা≈ মোস্তফা মঈন
শবযাত্রা
বাবা মুক্তিযুদ্ধে শহীদ।মা ধর্ষণের শিকার।মেয়েটির শবযাত্রা!
বাঁশিওয়ালা
যে নদী কুয়াশা হয়ে গেছে আমি তার বাঁশিওয়ালা।
শিখা
মেয়েটি ছিলো আগুনের শিখা;
ছেলেটির চোখে তাতানো রোদ।
তারাফুল
গায়ে ফুটে আছে নিষ্ঠুরতার চিহ্ন।মনেফোটেছিলোতারাফুল।
স্বপ্ন
বাবা ছিলেন ভালোবাসা। মা
কৃতজ্ঞতা। আমি ছিলাম স্বপ্ন।
জীবন
জীবন! সে কেবল প্রতিকূল হাওয়ায়
উড়তে পছন্দ করে।
ফুঁ
যখন নিজেই একদম একটা সিগারেট, নিজেকে বাতাসে উড়াই।
বৃষ্টির ভায়োলিন
বৃষ্টির সাথে আমার জন্মের সম্পর্ক।বৃষ্টির ভায়োলিন শোনাবেন?
ঘুঘু
প্রথম ঘুঘু।দ্বিতীয় ঘাতক।ছুরি-রক্তে লাল গোধূলি খেলছে।
বাঘিনীর দুধ
জঙ্গলে এসে বুঝেছি, বাঘিনীর দুধ পান করা যায়।




