Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ রবীন বসু

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

রবীন বসু

১০ টি ১ লাইনের কবিতা


অন্নহীন গ্রামদেশ, শূন্যপাতে ক্ষুধাই ফুটেছে। 

শ্রমের অক্লান্ত হাঁটা পরিযায়ী ডানা নিয়ে ওড়ে।

প্রলম্বিত গুপ্তকথা গুহামুখে ছায়াচিত্র আঁকে।

ভাঙাসেতু দিয়ে মায়াপৃথিবী হেঁটে গেল সতর্কে।

প্রত্যাশা অধীর হলে মাধুকরী এসে যায় দ্বারে।

ভিতরে কে যে ডাকে, বাহির কান খাড়া করে।

সহসা উন্মুখ হয় মঞ্চতলে ওতপাতা ফন্দি।

অনন্ত পেতেছে হাত মুষ্টিভিক্ষা সময় দিয়েছে।

তির যেন লক্ষ্যে স্থির টান টান দারুণ নিষাদ।

১০

কবি শুধু বসে থাকে সামনে তাঁর দুঃখের সিঁড়ি।


১-লাইনের কবিতা সংখ্যা≈ মোস্তফা মঈন

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

মোস্তফা মঈন

শবযাত্রা

বাবা মুক্তিযুদ্ধে শহীদমা ধর্ষণের শিকারমেয়েটির শবযাত্রা!

 

বাঁশিওয়ালা

যে নদী কুয়াশা হয়ে গেছে আমি তার বাঁশিওয়ালা

 

শিখা

মেয়েটি ছিলো আগুনের শিখা; ছেলেটির চোখে তাতানো রোদ।

 

তারাফুল

গায়ে ফুটে আছে নিষ্ঠুরতার চিহ্নমনেফোটেছিলোতারাফুল

 

স্বপ্ন

বাবা ছিলেন ভালোবাসা। মা কৃতজ্ঞতা। আমি ছিলাম স্বপ্ন।

 

জীবন

জীবন! সে কেবল প্রতিকূল হাওয়ায় উড়তে পছন্দ করে।

 

ফুঁ

যখন নিজেই একদম একটা সিগারেট, নিজেকে বাতাসে উড়াই

 

বৃষ্টির ভায়োলিন

বৃষ্টির সাথে আমার জন্মের সম্পর্কবৃষ্টির ভায়োলিন শোনাবেন?

 

ঘুঘু

প্রথম ঘুঘুদ্বিতীয় ঘাতকছুরি-রক্তে লাল গোধূলি খেলছে

 

বাঘিনীর দুধ

জঙ্গলে এসে বুঝেছি, বাঘিনীর দুধ পান করা যায়

 


১-লাইনের কবিতা সংখ্যা≈ আলোক মণ্ডল

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||    

আলোক মণ্ডল

এক পঙ্ ক্তি

১.
অবসাদ

অফিস ফেরৎ দু'টি সেলফোন পাশাপাশি শুয়ে।
২.
নস্টালজিয়া

নতুন বইয়ের গন্ধে বাজে শৈশবের গান।
৩.
স্মৃতি

বাতাসের পিছু ধায় কিছু মরাঘাস হলুদ পাতা।
৪.
বার্ধক্য

অবহেলায় ঘরকোনে পড়ে, পুরানো পোস্টকার্ড। 
৫.
রহস্য

হরপ্পার অন্ধকার খুলে রাখে অন্তর্বাস।
৬.
ভঙ্গুরতা

মন,কাচের টেবিলে কাচপাত্রে শুয়ে।
৭.
বিরহ

বৃষ্টি ভেজে একাকী টবের ফুল গাছ। 
৮.
সুখ ও অ-সুখ 

বাজারের থলি দেখে, প্রতিবেশীর সুখ ও অ-সুখ।
৯.
একাকীত্ব 

মিলিত বৃক্ষের মাঝে গাছ তবু একা।
১০.
পরাধীন 

কাউকে ধরে বা চেপে রাখা ক্লিপের ইচ্ছাধীন নয়।

১-লাইনের কবিতা সংখ্যা≈ গৌতম কুমার গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

গৌতম কুমার গুপ্ত

আমি

প্রথম

তুমিই প্রথম তুমিই শেষ বাকী সব উড়ন্ত ছাইয়ের গল্প

দ্বিতীয়

আমার কোন দ্বিতীয় সত্তা নেই আমিই সার্বজনীন

তৃতীয়

রক্তমাংস থেকে বের করে আনতে পারিনি গোপন

চতুর্থ

শ্রী থেকে একে একে ঝরে পড়ছে শীতার্ত আতর

পঞ্চম

আজন্মলালিত যুদ্ধ ঢুকে আছে নখ থেকে নখরে

ষষ্ঠ

তর্জনী তুলে বলে দিতে পেরেছি তার অন্তিম কাল

সপ্তম

সিঁড়িগুলি বেড়ে যাচ্ছে উচ্চতায় মেধাবী মই কই?

অষ্টম

খুঁটে খুঁটে খাই অন্নজল শুধু বেঁচে থাকতে চাই বলে

নবম

আমি সহন করেছি অভ্যাস সে বিশুদ্ধ থাকবে বলে

দশম

জলের সাঁতারে আঁধার মেখে আলোর পাড়ে এলাম

১-লাইনের কবিতা সংখ্যা≈ শ্রীমহাদেব

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||     

শ্রীমহাদেব

তৃতীয় নির্বাচন

১ বড্ড ভালোবেসেছিলাম ,আজ তাই বসে আছি একা শহীদ মিনারে।

২  অরণ্য ভালোবাসায় পাখি হাসে কাঁদে কথা কয়,চিত্রগুপ্ত লিখে চলে বিচিত্র সভায়।
 
৩  সম্পর্কের তৃতীয় ব্যাকরণে  বসে আছে গনতকার ,তাকে এড়িয়ে চলো, ভালোবাসা পাবে।

৪ বালুতটে যতবার নাম লিখি ধুয়ে মুছে যায়,অরণ্য দিনে চলো গামছা  ওড়াই।
 
৫ রৌদ্দুর আর চড়াই পাখি বাসায় বসে মুখ ঘষে,আয়নায় ধরা পড়েনা কোনও প্রতিফলন। 

৬  ফাঁদ পেতে বসে আছে সময়,চিরহরিৎ বৃক্ষের সাথে কোনোও সমঝোতা নয়,শুধু লড়ে মরো।

৭ একটি পাখি জানে সমুদ্র ফুঁসে উঠলে ফুঁসলে নিয়ে যায় তৃতীয় ভ্রূণ।

৮ মনখারাপের গল্প পড়তে গিয়ে হেসে উঠি অবলীলায় ,গগণ চুম্বী মন যাকে কান্নায় ভেজানো কঠিন।

৯ নষ্ট হও ,প্রভুর পথ আগলে দাঁড়াও,পান থেকে চুন খসে পড়ে পড়ুক।

১০ যত দিন যায় কান্নার ভীত শক্ত পোক্ত হয়,তাকে আরাম কেদারায় বসাও,মুক্তি পাবে।