Thursday, December 31, 2020

১-লাইনের কবিতা সংখ্যা≈ ময়ূখ হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

ময়ূখ হালদার

খাণ্ডববন 

১] মোমবাতি চাঁদ

২] চেটেপুটে কলঙ্ক বেছে খেয়ে ফেলছি

৩] জ্যোৎস্না আর অন্ধকারের গা থেকে ছিঁড়ে নিচ্ছি পোশাক

৪] সকালের মুখরোচক নাস্তা হিসেবে

৫] নক্ষত্রদের বিষাদ লিখে রাখছি ধানখেতের পাতায়

৬] কুমিরের কান্নার ফাঁক দিয়ে দেখলাম

৭] আলজিভ ঠেলে বেরিয়ে আসা দু'মুখো সাপের

৮] জন্ম-বৃত্তান্ত গচ্ছিত আছে পাঁজরের ভেতর
 
৯] নির্বিষ ঢোঁড়ার ফোঁসকাহিনি

১০] দাউ দাউ দাবানল নির্বাচিত চুল্লির ভেতর অগ্নিদগ্ধ খাণ্ডববন

১-লাইনের কবিতা সংখ্যা≈ তাপস গুপ্ত

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

তাপস গুপ্ত

যৌনতা বিদ্ধ দেবী আর লব্ধ বাণী


১.একটা হাসির জ্বলে ওঠায় মৃত্যু পায় আকাশ


২.চোখ ছিঁড়ে জল সাগর ছুঁতেই পাখি ডেকেছিল


৩. নিউট্রন হীন হাইড্রোস্ফিয়ার নিক নেম পায় প্রোটিয়াম


৪.কি যে বল? যৌনতা কেন হবে অন্ড কোষের ফুল


৫.রাত জুড়ে অর্গাজম...আর মিউ মিউ স্রডিং গার


৬. বানচুতি দেবী আমার এই প্রাবল্য পুজো নাও


৭.ভোরের শিশির কেশরে কেমন গর্ভানু ঢাকে বৃন্ত দল


৮.যৌনতা বিদ্ধ পল পাক বুলেট অথবা কোষ দন্ড


৯. গল্প শেষে ঋকারাদি পাবে বিড়াল সাদাকালো


১০. সূর্যোদয় ছুঁয়েছে আবার ভোরের ত্বক




১-লাইনের কবিতা সংখ্যা≈ শান্তনু রায়চৌধুরী

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

শান্তনু রায়চৌধুরী

দশঅনুবিম্ব


ছায়ার কাছে গচ্ছিত রাখি আমার রক্তমাংসের শরীর


চালকহীন এ্যাকটি গাড়িতে বসে থাকে আমার প্রতিবিম্ব


স্মরণ সভায় গিয়ে হাসি চাপতে না পেরে স্বপনদাকে কেঁদে ভাসাতে দেখেছি


আর সেইসব অর্ধনগ্ন স্বপ্নগুলোর জন্য বিস্কুট কিনে ছড়িয়ে দিতাম লাইভ ক্যামেরার সামনে


চুপ কথার আড়ালে পাথর গড়িয়ে নামে, শুধু শব্দ হয় না তার


শিউরে উঠতাম নিজের আঁকা হত্যাকাণ্ডে আর তারপর ফুলের মূর্চ্ছা যেতাম


এ্যাকটা স্বপ্নকে কাটাকুটি করে হাতে পেলাম অনিদ্রা


আধোঘুমের ভিতর পায়চারি করছিল আমার থ্যাতলানো ছায়ার চেহারা


সমস্ত কাণ্ডজ্ঞান দিয়ে রচনা করেছি মহাশূন্য

১০
আমার হত্যাকাণ্ড মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে স্বাক্ষ্য দিয়েছিলেন ঈশ্বর আর মৃতদেহ শনাক্ত করেছিলেন আগ্নেয়পাথর 





১-লাইনের কবিতা সংখ্যা≈ কুশল ভৌমিক

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||   

কুশল ভৌমিক

হঠাৎ আসা কবিতা 

১. উন্মুক্ত আকাশ ছাড়া মানুষের কোনো মাতৃভূমি নেই।

২.সম্পর্ক সীমান্তের মতো-বড্ড বেশি কাঁটাতার।

৩.মায়ের গর্ভের চেয়ে বড়ো কোনো দেশ নেই। 

৪.প্রেয়সীর খোপা নান্দনিক এক  ফুলদানির নাম ।

৫.প্রেম একটি শিল্পকলা শেখায় গণিত। 

৬.সুখ বরাবর অন্যরকম -পাশের বাড়ির লোক। 

৭.নেই কোথাও টক মিষ্টি ঝাল- সম্পর্ক শুধুই ভার্চুয়াল। 

৮.মানুষ মরে গেলে কাঁদে শুধু পুরনো পোশাক। 

৯.জীবন বিমূর্ত এক দৃশ্যের নাম, মৃত্যুর কথা ভুলিয়ে দেয়।

১০.মানুষ চাঁদই বটে দূর থেকে লাগে অপরুপ। 

১-লাইনের কবিতা সংখ্যা≈ বিকাশরঞ্জন হালদার

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||  

বিকাশরঞ্জন  হালদার 

১০ টি কবিতা 

১.  বেঁচে আছি কণ্টকিত যিশুর  মতো সহনে 
২.  তুমি আসলেও  এলে না 
৩.  বৃষ্টিতেও আগুন জ্বলে 
৪.   বিশ্বাস হাত ফসকে পালিয়ে যায় 
৫.   আকাশটাকে জানলায় এনে ছোটো করতে নেই 
৬.   তুমি শেষবার হয়েছো কতো বার 
৭.   সম্পর্কের  সংজ্ঞা কোনো বেড়া হতে পারেনি  এখনও 
৮.    সবুজ মন আর সমুদ্র  সমার্থক 
৯.    শীত মানেই  শীতল নয় 
১০.  জীবন আসলে  আশ্চর্য কতকগুলো বাঁক